Anganwadi (ICDS) Recruitment 2023 Bumper Jobs Vacancy: Recently, the Department of Women & Child Development and Social Welfare, West Bengal published a notification for the recruitment of 1585 Anganwadi Workers and Anganwadi Helpers under ICDS, Hooghly. All interested and eligible candidates can apply online for these posts directly from the official website of the organization or by clicking the links given below. Any eligible Indian citizen can apply for these posts. Before applying, please know the detailed information about the recruitment and then apply.
[সম্প্রতি পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ, হুগলি জেলার বিভিন্ন মহকুমায় সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পে মোট ১৫৮৫ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়ক পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। সমস্ত যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ-সংক্রান্ত সঠিক তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।]
Recruitment Overview (সংক্ষিপ্ত বিবরন)
- Women & Child Development and Social Welfare, West Bengal.
- Anganwadi worker & Helper (অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা).
- Total 1585 Nos.
- Hooghly, West Bengal.
- Online.
- 10/08/2023.
- 04/09/2023.
- hooghly.nic.in.
Anganwadi (ICDS) Recruitment 2023 Jobs Vacancy Details:
Anganwadi Vacancy 2023 Details (শূন্যপদের বিবরন)
- Sadar Sub-Division - 553 nos.
- Serampore Sub-Division - 324 nos.
- Arambag Sub-Division - 349 nos.
- Chandernagore Sub-Division - 359 nos.
Eligibility (যোগ্যতা)
[সকল প্রার্থীকে ০১/০১/২০২৩ তারিখটিকে ভিত্তি করে সরকারিভাবে অনুমোদিত বোর্ড থেকে অঙ্গনওয়াড়ী কর্মী পদের জন্য ন্যুনতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অঙ্গনওয়াড়ী সহায়িকা পদের জন্য ন্যুনতম অষ্টম শ্রেণী বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অঙ্গনওয়াড়ী কর্মী কিংবা অঙ্গনওয়াড়ী সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন।
Age Limit (বয়স সীমা)
Salary (বেতন)
How To Apply (আবেদন পদ্ধতি)
Candidates can apply online from 10/08/2023 to 04/09/2023 at the official website: hooghly.nic.in.
Follow the following steps to apply:
- First, check the eligibility from the Official Notification.
- Then click on the Apply Online Link given below or visit the website: hooghly.nic.in
- Fill out the application form carefully.
- Upload the required documents.
- Take a Print of the Application Form.
Application Fee (আবেদন ফি)
- Nil.
Selection Procedure (নির্বাচন পদ্ধতি)
Selection of candidates will be made through Written Exam (90 Marks) and Interview (10 Marks).
[সকল আবশ্যিক শর্তপূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা ৯০ নম্বরের। লিখিত পরীক্ষায় পাশ করলে তবে মৌখিক পরীক্ষার প্রবেশাধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা ১০ নম্বরের।
লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ:
ক. মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেনী মান) :পূর্ণমান-১৫
খ. পাটি গণিত (অষ্টম শ্রেনী মান) :পূর্ণমান-২০
গ. পুষ্টি-জনব্বাস্থ্য - মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন : পুর্ণমান -১৫
ঘ. ইংরেজী ভাষাজ্ঞান (অষ্টম / নবম শ্রেনী মান) : পুর্ণমান-২০
ঙ. সাধারণ জ্ঞান :পূর্ণমান-২০.
লিখিত পরীক্ষায় নূনতম ৩০ নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন না। লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন ন্যুনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে প্যানেল চূড়ান্ত হবে ।
বিশেষক্ষেত্রে সরকারী আদেশনামা অনুসারে নির্বাচকমন্ডলীর অনুমোদন সাপেক্ষে ১: ৫ অনুপাতে (শৃন্যপদ সংখ্যা : মৌখিক পরীক্ষায় আহ্বান পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা) মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। যদি কোনক্ষেত্রে দেখা যায় একই সাধারণ পদ ভুক্ত দুজন প্রার্থী বা একই সংরক্ষণ আওতাভুক্ত দুজন প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান সেক্ষেত্রে যার বয়স বেশী তাকে অগ্রাধিকার দেওয়া হবে (সরকারী আদেশনামা অনুসারে )।
সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী:
সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র শুধুমাত্র জেলাশাসক / মহকুমা শাসকের দ্বারা প্রদত্ত হতে হবে। আবেদনপত্রের সাথেই উক্ত শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে।
বাসস্থান সংক্রান্ত শর্তাবলী:
বাসস্থান সম্পর্কিত প্রমানম্বরূপ সংশ্লিষ্ট এলাকার সাংসদ/ সভাধিপতি/ বিধায়ক/ জেলাশাসক / অতিরিক্ত জেলাশাসক/ মহকুমা শাসক /পৌরপ্রধান বা পৌরপিতা প্রযোজ্য ক্ষেত্রে) যে কোন একজনের স্বাক্ষরিত শংসাপত্র (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।]
Anganwadi (ICDS) Recruitment 2023 Jobs Vacancy: Important Links
Notification (Sadar Sub-Division):
Apply Online:
Post a Comment