WB Health ASHA Worker Recruitment 2023: প্রচুর আশাকর্মী নিয়োগ

wb health recruitment 2023, wb health recruitment, west bengal health recruitment, west bengal health job, niyog hobe, asha karmi recruitment, asha karmi, asha karmi form pdf, asha karmi form download, asha worker salary, asha worker full form, asha worker qualification, asha worker, asha karmi salary, west bengal health recruitment, asha worker vacancy, asha worker job, asha worker jobs, asha worker job vacancy,  asha worker job application, asha worker job application form,

WB Health ASHA Worker Recruitment 2023সম্প্রতি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আওতায় মাধ্যমিক পাশে এই জেলার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত এলাকায় মোট ২৭ জন আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) জাতীয় গ্রামীন স্বাস্থ্য মিশনের অধীনস্থ পঞ্চায়েত এলাকার বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্র এলাকায় চুক্তির ভিত্তিতে। আশা কর্মী পদের জন্য শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


Recruitment Overview (সংক্ষিপ্ত বিবরন)

Organization Name 
  • National Rural Health Mission (NRHM).
Post Name  
  • Accredited Social Health Activist (ASHA).
Total Vacancy 
  • Total 27 Nos. 
Job Location 
  • Kalyani, Nadia, West Bengal.
Mode Of Application  
  • Offline.
Starting Date of Application 
  • 18/05/2023
Last Dates of Application 
  • 16/06/2023.
Official Website 
  • nadia.gov.in.

ASHA Worker Job Vacancy 2023 Details

ASHA Worker Vacancy Details (শূন্যপদের বিবরন)

মোট শূন্যপদ ২৭ টি। নীচে ব্লক ভিত্তিক শূন্যপদগুলি বিবরন নীচে দেওয়া হল:

  • চাকদহ ব্লক - মোট ১৮টি।
  • হরিণঘাটা ব্লক - মোট ০৮টি।
  • কল্যাণী ব্লক - মোট ০১টি।

WB Health ASHA Worker Recruitment 2023 Details:

ASHA Worker Eligibility (যোগ্যতা)

শিক্ষাগত যোগ্যতা:  প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা: আশা কর্মী পদের জন্য শুধুমাত্র বিবাহিতা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না/ বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারী মহিলাকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীদের গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষন প্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাবেন।

ASHA Worker Age Limit (বয়স সীমা)

প্রার্থীর বয়স ১৮/০৫/২০২৩ তারিখ অনুযায়ী ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তপসিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। 

ASHA Worker Salary (বেতন)

  • কোনো উল্লেখ করা হয়নি

How To Apply (কিভাবে আবেদন করবেন)

প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে বিভিন্ন ব্লক অনুযায়ী নিয়োগের জন্য আলাদা আলাদা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে প্রার্থীর সংশ্লিষ্ট এলাকার ব্লকের ঠিকানায় আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপরে উল্লেখ করতে হবে:


"APPLICATION FOR ENGAGEMENT AS ASHA, name of the sub-center applied for........ and name of village........."


আবেদনপত্রের সাথে যে সমস্ত স্ব-প্রত্যয়িত নকল ও নথিপত্র লাগবে- 

১) প্রার্থীর স্বাক্ষরসহ দু'কপি রঙিন পাশপোর্ট সাইজ ফটো। 
২) মাধ্যমিকের মার্কশিট। 
৩) বয়সের প্রমাণপত্র (জন্মতারিখের শংসাপত্র/মাধ্যমিকের এডমিট কার্ড/সার্টিফিকেট)। 
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (EPIC কার্ড/রেশন কার্ড)। 
৫) জাতিগত প্রমাণপত্র (প্রযোজ্য হলে)। 
৬) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের প্রমাণপত্র (প্রযোজ্য হলে)। 
৭) বিবাহিতা/বিবাহ বিচ্ছিন্ন/বিধবা মহিলাদের উপযুক্ত প্রমানপত্র (প্রযোজ্য হলে)। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 

  • প্রার্থীর সংশ্লিষ্ট এলাকর বিডিও অফিসে জমা দিতে হবে। 

Application Fee (আবেদন ফি)

কোনো আবেদন ফি লাগবে না 

ASHA Worker Selection Procedure (নির্বাচন পদ্ধতি)

মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।  


WB Health ASHA Worker Recruitment 2023: Important Links

Notification (Chakdaha Block):


Notification (Haringhata Block):


Notification (Kalyani Block): 


Website Link:



More Important Links:

Link-1: WB Librarian Vacancy 2023: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ, বেতন ২২,৭০০ টাকা.

Link-2: IB JIO Recruitment 2023 Notification For 797 Group-C Posts, Apply Online.

Link-3: DRDO RCI Recruitment 2023 For 150 Trade, Diploma & Graduate Apprentices, Apply Online.


Frequently Ask Questions (FAQ):

Q: What is ASHA?

Ans: ASHA (Accredited Social Health Activist) is a community health worker who acts as a link between the community and the public health system in India. They are trained to provide basic healthcare services to rural and urban poor communities.

Q: What are the eligibility criteria to become an ASHA Worker in West Bengal?

Ans: The eligibility criteria to become an ASHA Worker in West Bengal are as follows:
The candidate must be a female resident of the area where she intends to work.
She should be married/divorced/widowed and between the ages of 30 and 40 years.
She should have passed at least the 10th standard or equivalent examination.
She should possess good communication and interpersonal skills.

Q: How to apply for the WB Health ASHA Worker recruitment in West Bengal?

Ans: Candidates can apply through offline mode within the specified date & time. Interested candidates can obtain the application form from the relevant office or download it from the official website. The completed application form, along with the necessary documents, should be submitted to the designated office within the specified date & time.

Q: What is the selection process for the WB Health ASHA Worker recruitment in West Bengal?

Ans: The selection process for the WB Health ASHA Worker recruitment in West Bengal will be done on the basis of marks obtained in Madhyamik and interviews. 

Q: What is the salary of a WB Health ASHA Worker in West Bengal?

Ans: An ASHA Worker in West Bengal is not a salaried employee but is provided a fixed amount of Rs. 6,000/- plus performance-based incentives for the various activities and services they provide. The incentives may vary depending on the specific activities and services provided by the ASHA Worker.

Q: What are the duties and responsibilities of an ASHA Worker in West Bengal?

Ans: The duties and responsibilities of an ASHA Worker in West Bengal include the following:
Create awareness and educate the community about health and sanitation issues.
Identify and refer pregnant women and newborns to the nearest health facility for antenatal and postnatal care.
Facilitate the delivery of essential health services such as immunization, family planning, and treatment of minor illnesses.
Maintain records of health-related events and update them regularly.
Act as a bridge between the community and the health system and provide feedback on the health needs of the community.


Note:- All the above job-related information is collected from various Indian job magazines or government websites. Presented for informational purposes only for the benefit of job seekers. We (Niyog Hobe) are not a recruitment agency and do not contract any recruitment process. Job aspirants are requested to visit the official website of the respective departments/companies for complete recruitment details and the application process before applying. We are not responsible in any way for any wrong information provided by third parties or websites.

বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post