West Bengal Health Recruitment 2023: আরোও প্রচুর আশাকর্মী (ASHA Worker) নিয়োগ

asha karmi recruitment, asha karmi, asha karmi form pdf, asha karmi form download, asha worker salary, asha worker full form, asha worker qualification, asha worker, niyog hobe, asha karmi salary, west bengal health recruitment,

West Bengal Health (ASHA Worker) Recruitment 2023: সম্প্রতি রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর, খড়্গপুর ও ঘাটাল মহকুমার বিভিন্ন ব্লকের গ্রাম গুলিতে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) পঞ্চায়েত এলাকার জাতীয় গ্রামীন স্বাস্থ্য মিশনের অধীনস্থ বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্র গুলিতে চুক্তির ভিত্তিতে। আশা কর্মী পদের জন্য শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


Recruitment Overview (সংক্ষিপ্ত বিবরন)

Organization Name 
  • National Health Mission (NHM).
Post Name  
  • Accredited Social Health Activist (ASHA).
Total Vacancy 
  • Total 200+ Vacancy. 
Job Location 
  • Paschim Medinipur, West Bengal.
Mode Of Application  
  • Offline.
Starting Dates of Application 
  • 10/03/2023
Last Dates of Application 
  • 25/03/2023.
Official Website 
  • paschimmedinipur.gov.in.

West Bengal Health (ASHA Worker) Recruitment Details

Vacancy Details (শূন্যপদের বিবরন)

মহকুমা-ভিত্তিক শূন্যপদগুলি বিবরনের পিডিএফ লিঙ্কগুলি নীচে দেওয়া হল-


Educational Qualification (যোগ্যতা)

শিক্ষাগত যোগ্যতা:  প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা: আশা কর্মী পদের জন্য শুধুমাত্র বিবাহিতা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না/ বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারী মহিলাকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীদের গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষন প্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাবেন।

Age Limit (বয়স সীমা)

প্রার্থীর বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Salary (বেতন)

  • Rs. 6,000/- plus other allowances per month.

How To Apply (কিভাবে আবেদন করবেন)

প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে বিভিন্ন ব্লক অনুযায়ী নিয়োগের জন্য আলাদা আলাদা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে প্রার্থীর সংশ্লিষ্ট এলাকার ব্লকের ঠিকানায় আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।


আবেদনপত্রের সাথে যে সমস্ত স্ব-প্রত্যয়িত নকল ও নথিপত্র লাগবে- 


১) নিজ নাম ও ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট সহ ১ টি খাম
২) মাধ্যমিকের মার্কশিট। 
৩) বয়সের প্রমাণপত্র (জন্মতারিখের শংসাপত্র/মাধ্যমিকের এডমিট কার্ড/সার্টিফিকেট)। 
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (EPIC কার্ড/রেশন কার্ড)। 
৫) জাতিগত প্রমাণপত্র (প্রযোজ্য হলে)। 
৬) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের প্রমাণপত্র (প্রযোজ্য হলে)। 
৭) বিবাহিতা/বিবাহ বিচ্ছিন্ন/বিধবা মহিলাদের উপযুক্ত প্রমানপত্র (প্রযোজ্য হলে)। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রার্থীর সংশ্লিষ্ট এলাকর বিডিও অফিসে জমা দিতে হবে 

Application Fee (আবেদন ফি)

কোনো আবেদন ফি লাগবে না 

Selection Procedure (নির্বাচন পদ্ধতি)

মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।  


West Bengal Health (ASHA) Recruitment 2023: Important Links


Medinipur Sadar Sub-Division:


Kharagpur Sub-Division:


Ghatal Sub-Division: 



More Important Links:

Link-1: West Bengal Health Recruitment 2023: মাধ্যমিক পাশে প্রচুর আশাকর্মী (ASHA Worker) নিয়োগ.

Link-2: WB District Health Recruitment 2023 For 83 MO, Nurses, Lab Technicians, etc Posts.




Note:- All the above job-related information is collected from various Indian job magazines or government websites. Presented for informational purposes only for the benefit of job seekers. We (Niyog Hobe) are not a recruitment agency and do not contract any recruitment process. Job aspirants are requested to visit the official website of the respective departments/companies for complete recruitment details and the application process before applying. We are not responsible in any way for any wrong information provided by third parties or websites.

বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post