WB Health Recruitment 2022-23: সম্প্রতি স্বাস্থ্য দপ্তরে মেডিকেল অফিসার, এমটিএস, স্টোর কিপার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) ঝাড়গ্রামের DMO (AYUSH) অফিস, নয়াগ্রাম ও গোপীবল্লভপুরে। সমস্ত যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ-সংক্রান্ত সঠিক তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।
Recruitment Overview (সংক্ষিপ্ত বিবরন)
Memo. Nos.
- CMOH/JGM/2022/5298.
- CMOH/JGM/2022/5299.
- 23-12-2022.
- Office of the Chief Medical Officer of Health, Jhargram.
- AYUSH Medical Officer, MTS, Store Keeper.
- Total 05 Nos.
- Jhargram, West Bengal.
- MO, MTS - Online.
- Store Keeper - Offline.
- MO, MTS - 07/01/2023.
- Store Keeper - 06/01/2023.
WB Health Recruitment 2022-23 Details
(বিস্তারিত বিবরন)
Vacancy Details (শূন্যপদের বিবরন)
মোট শূন্যপদ 05 টি।
1) আয়ুষ মেডিকেল অফিসার - 02 টি।
2) মাল্টি টাস্কিং স্টাফ (MTS) - 01 টি।
3) স্টোর কিপার - 02 টি।
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
1) পদের নাম: আয়ুষ মেডিকেল অফিসার।
যোগ্যতা: প্রার্থীকে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত HMO/SAMO হতে হবে।
2) পদের নাম: মাল্টি টাস্কিং স্টাফ।
যোগ্যতা: প্রার্থীকে ইউজিসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা/সার্টিফিকেট এবং ইংরেজিতে টাইপিংয়ের গতি ন্যূনতম wpm থাকতে হবে।
3) পদের নাম: স্টোর কিপার।
যোগ্যতা: প্রার্থীকে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত স্টোর কিপার কর্মী হতে হবে।
Age Limit (বয়স সীমা) As On 01/01/2022:
1) আয়ুষ মেডিকেল অফিসার - সর্বোচ্চ 62 বছর।
2) মাল্টি টাস্কিং স্টাফ (MTS) - সর্বোচ্চ 62 বছর।
3) স্টোর কিপার - সর্বোচ্চ 40 বছর।
Salary (বেতন)
1) আয়ুষ মেডিকেল অফিসার - দৈনিক 1,000 টাকা (মাসে সর্বাধিক 10 দিন)।
2) মাল্টি টাস্কিং স্টাফ (MTS) - দৈনিক 5,00 টাকা (মাসে সর্বাধিক 20 দিন)।
3) স্টোর কিপার - প্রতিমাসে 10,000 টাকা।
How To Apply (কিভাবে আবেদন করবেন)
ঠিকানা:
Office of the Chief Medical Officer Of Health, Jhargram, P.O- Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, Pin- 721507.
আয়ুষ মেডিকেল অফিসার ও মাল্টি টাস্কিং স্টাফ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারেন।
Application Fee (আবেদন ফি)
- General Candidates: Rs. 100/-
- Reserved Candidates: Rs. 50/-
- Mode of Payment: Online (For MO, MTS), Demand Draft/ Bankers Cheque (For Store Keeper).
Selection Procedure (নির্বাচন পদ্ধতি)
1) আয়ুষ মেডিকেল অফিসার - শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
2) মাল্টি টাস্কিং স্টাফ (MTS) - শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, টাইপিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
3) স্টোর কিপার - শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
WB Health Recruitment 2022-23: Important Links
Notification (Store Keeper):
Notification (MO, MTS):
Post a Comment