Central Railway Recruitment (GDCE) 2022: সেন্ট্রাল রেলে প্রচুর কর্মী নিয়োগ, যোগ্যতা দ্বাদশ পাশ

Central Railway Recruitment (GDCE) 2022: সেন্ট্রাল রেলে প্রচুর কর্মী নিয়োগ, যোগ্যতা দ্বাদশ পাশ - Niyog Hobe


Central Railway Recruitment 2022: 
সম্প্রতি মধ্য রেলে কয়েকশ পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobeঅ্যাকাউন্টস ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক, টিকিট ক্লার্ক ও অন্যান্য পদে GDCE (General Departmental Competitve Examination) কোটায়। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


Central Railway Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: GDCE 01/2022.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২১/১০/২০২২।
  • পদের নাম: অ্যাকাউন্টস ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক এবং টিকিট ক্লার্ক।
  • মোট শূন্যপদ: ৫৯৬ টি।
  • আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরু: ২৮ অক্টোবর, ২০২২।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বরে, ২০২২।


 শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদ রয়েছে ৫৯৬ টি। যার মধ্যে স্টেনোগ্রাফার – ০৮, সিনিয়র কাম ক্লার্ক কাম টিকিট ক্লার্ক – ১৫৪, গুডস গার্ড - ৪৬, স্টেশন মাস্টার – ৭৫, জুনিয়র অ্যাকাউন্ট সহকারী – ১৫০ জন, জুনিয়র কাম ক্লার্ক কাম টিকিট ক্লার্ক – ১২৬ এবং অ্যাকাউন্টস ক্লার্ক – ৩৭ টি। বিভিন্ন বিভাগের শূন্যপদের তালিকা নীচে দেওয়া হল-




শিক্ষাগত যোগ্যতা: স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে । সেই সঙ্গে শর্টহ্যান্ড স্পীড ৮০ WPM. 


জুনিয়র কাম ক্লার্ক কাম টিকিট ক্লার্ক এবং অ্যাকাউন্টস ক্লার্ক পদের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে। উচ্চযোগ্যতা সম্পন্ন ও সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। 


অন্যান্য পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা তার সমমানের যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। জুনিয়র অ্যাকাউন্ট সহকারী পদের ক্ষেত্রে I ও II ডিভিশন অনার্স মাস্টার ডিগ্রি সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

 

বয়সসীমা: প্রার্থীর বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী, সর্বোচ্চ ৪২ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (অন্যান্য অনগ্রসর শ্রেণি, তপশিলিরা) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 


আরোও খবর: মাধ্যমিক পাশে উত্তর-পূর্ব রেলে গ্রুপ - 'সি' ও 'ডি' পদে কর্মী নিয়োগে


কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের সেন্ট্রাল রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে তার দরকারি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নথিগুলি আপলোড করতে হবে JPG ফরম্যাটে (১৫ - ২০ কেবি আকারের ছবি, ১৫ - ২০ কেবি আকারের স্বাক্ষর৷)


আবেদন ফি: প্রার্থীদের কোনো আবেদনের ফি লাগবে না


প্রার্থী নির্বাচন পদ্ধতি 

এই পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)/ লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, নথি যাচাই ও মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে। পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে ও প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বরের নেগেটিভ মার্কিং থাকবে। এই রেলওয়ের নিয়োগটি RPF/RPSF কর্মীরা ব্যতীত কেন্দ্রীয় রেলওয়ের সকল নিয়মিত রেল কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।


Central Railway Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

LINK1: এখানে ক্লিক করুন

LINK2: এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post