North Eastern Railway Recruitment: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর: NER/RRC/SG/2022-23.
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২২/১০/২০২২।
- পদের নাম: গ্রুপ- 'সি' ও 'ডি'।
- মোট শূন্যপদ: ১১ টি।
- আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
- অনলাইন আবেদন শুরু: ২২ অক্টোবর, ২০২২।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বরে, ২০২২।
শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ রয়েছে ১১ টি। যার মধ্যে নর্থ ইস্টার্ন রেলওয়েতে গ্রুপ- 'সি' পদে ০২ টি, বানারস লোকোমোটিভ ওয়ার্কসে গ্রুপ- 'সি' পদে ০১ টি ও , গ্রুপ- 'ডি' পদে ০২ টি, ইজ্জতনগর ডিভিশনে গ্রুপ- 'ডি' পদে ০২ টি, লখনউ ডিভিশনে গ্রুপ- 'ডি' পদে ০২ টি এবং বারানসি ডিভিশনে গ্রুপ- 'ডি' পদে ০২ টি। বিভিন্ন বিভাগে শূন্যপদের তালিকা নীচে দেওয়া হল-
শিক্ষাগত যোগ্যতা:
গ্রুপ- 'সি' পদ: টেকনিশিয়ান-III পদের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে। সেই সঙ্গে কোনো NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে। অন্যন্য পদের ক্ষেত্রে প্রার্থীকে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে। সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
গ্রুপ- 'ডি' পদ: এই পদের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
'SCOUTS' ও 'GUIDES-এর উপর যোগ্যতা বা শর্তাবলী বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারেন।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী, গ্রুপ- 'সি' পদের ক্ষেত্রে ১৮ - ৩০ বছর এবং গ্রুপ- 'ডি' পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ - ৩৩ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন:
গ্রুপ- 'সি' পদের ক্ষেত্রে লেভেল- ২ ষষ্ঠ সিপিসি গ্রেড পে ১৯০০ টাকা এবং গ্রুপ- 'ডি' পদের ক্ষেত্রে লেভেল- ১ ষষ্ঠ সিপিসি গ্রেড পে ১৮০০ টাকা।
আরোও খবর: পূর্ব রেলে ও চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসে গ্রুপ 'সি' ও 'ডি' পদে কর্মী নিয়োগ।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের উত্তর-পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে তার দরকারি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি: সাধারন শ্রেণী (UR) এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা (পরীক্ষায় বসা প্রার্থীরা ৪০০ টাকা ফেরত পাবেন)। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর শ্রণী (EWS) ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে কোন আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে (পরীক্ষায় বসা প্রার্থীরা ২৫০ টাকা ফেরত পাবেন)। ফি জমা দিতে হবে অনলাইন আবেদন পত্রে যেভাবে উল্লেখ করা আছে সেই ভাবে।
অনলাইনে আবেদনের পূর্বে যে সমস্ত নথিপত্র লাগবে
- প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি।
- প্রার্থীর সিগনেচার (সাদা কাগজে কালো কালি দিয়ে)।
- বয়সের প্রমাণপত্র।
- আধার বা ভোটার আইডি কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
- প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং অন্যান্য যোগ্যতার সার্টিফিকেটের উপর। মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। অন্যান্য যোগ্যতার সার্টিফিকেটের উপর থাকবে ৪০ নম্বর।
North Eastern Railway Recruitment: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment