Malda Recruitment CMOH: রাজ্যে স্বাস্থ্য দপ্তরে উচ্চ মাধ্যমিক যোগ্য়তায় কর্মী নিয়োগ

Malda Recruitment CMOH: রাজ্যে স্বাস্থ্য দপ্তরে উচ্চ মাধ্যমিক যোগ্য়তায় কর্মী নিয়োগ - Niyog Hobe

Malda Recruitment CMOH: রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে অফথালমিক অ্যাসিস্ট্যান্ট, ইম্মুনিজশন ভলান্টিয়ার, পিপিএম কোঅর্ডিনেটর, সিনিয়ার ট্রিটমেন্ট সুপারভাইজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobeজাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তির ভিত্তিতে রাজ্যের সমস্ত জেলা থেকেই যোগ্য চাকরি প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।

  

Malda Recruitment CMOH: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: DH & FWS/2447.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০২/১১/২০২২।
  • পদের নাম: অফথালমিক অ্যাসিস্ট্যান্ট, ইম্মুনিজশন ভলান্টিয়ার, পিপিএম কোঅর্ডিনেটর, সিনিয়ার ট্রিটমেন্ট সুপারভাইজার।
  • মোট শূন্যপদ: ১০ টি।
  • আবেদনের পদ্ধতি: অফলাইনের মাধ্যমে।
  • অফলাইনে আবেদন শুরুর তারিখ: ০২ নভেম্বর, ২০২২।
  • অফলাইনে আবেদন করার শেষ তারিখ: ১৬ নভেম্বর, ২০২২।


 শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদ রয়েছে ১০ টি। বিভিন্ন শূন্যপদের বিস্তারিত বিবরন নীচে দেওয়া হল-


(১) পদের নামঃ অফথালমিক অ্যাসিস্ট্যান্ট। 


মোট শূন্যপদঃ ০৪ টি (সাঃ শ্রেঃ- ০২ টি, তঃ জাঃ-০১ টি, তঃ উঃ- ০১ টি)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ কেমিস্ট্রি/ বায়োলজিতে উচ্চ মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের প্যারামেডিকেল কোর্স করে থাকতে হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। 


বেতনঃ প্রতিমাসে ১৮,০০০ টাকা।


(২) পদের নামঃ ইম্মুনিজশন ভলান্টিয়ার


মোট শূন্যপদঃ ০২ টি (সাঃ শ্রেঃ- ০১ টি, তঃ জাঃ-০১ টি)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সঙ্গে ডিপ্লোমা সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটর বাইক অবশ্যই থাকতে হবে


বয়সঃ প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। 


বেতনঃ দৈনিক ৫৫০ টাকা ২৬ দিনের মাস হিসাবে।


(৩) পদের নামঃ পিপিএম কোঅর্ডিনেটর


মোট শূন্যপদঃ ০১ টি (তঃ উঃ- ০১ টি)। 


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পোস্ট গ্ৰ্যাজুয়েট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে ডিপ্লোমা সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটর বাইক অবশ্যই থাকতে হবে


বয়সঃ প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। 


বেতনঃ প্রতিমাসে বেতন ২৬,০০০ টাকা।


(৪) পদের নামঃ সিনিয়ার ট্রিটমেন্ট সুপারভাইজার (STS)


মোট শূন্যপদঃ ০২ টি (সাঃ শ্রেঃ- ০১ টি, ওবিসি-এঃ - ০১ টি)। কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় গ্ৰ্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটর বাইক অবশ্যই থাকতে হবে


বয়সঃ প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। 


বেতনঃ প্রতিমাসে বেতন ২৫,০০০ টাকা।




(৫) পদের নামঃ টিউবারকিউলোসিস হেল্থ ভিজিটর (TBHV)। 


মোট শূন্যপদঃ ০১ টি (তঃ জাঃ-০১ টি)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় গ্ৰ্যাজুয়েট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে ডিপ্লোমা সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। 


বেতনঃ প্রতিমাসে ১৮,০০০ টাকা।


কিভাবে আবেদন করবেন

প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে বিভিন্ন ব্লক অনুযায়ী নিয়োগের জন্য আলাদা আলাদা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে নীচের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই উল্লেখ করতে হবে 'APPLICATION FOR THE POST OF (পদের নাম)'। 


আবেদন ফি: উপরিউক্ত সমস্ত পদের অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীদের কেবলমাতির ডিমান্ডড্রাফ্টের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে


আবেদনের সঙ্গে যে সমস্ত নথিপত্র (স্ব-প্রত্যয়িত নকল) লাগবে

  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড বা সমতুল্য)। 
  • আধার বা ভোটার আইডি কার্ড রেশন কার্ড পাশপোর্ট।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট। 
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)। 
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
  • কম্পিউটার সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
  • টেকনিক্যাল জ্ঞানের সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: Office of the Secretary, District Health & Family Welfare Samity & Chief Medical Officer Of Health, Malda, P.O.- Jhaljhalia (J.R.C.), Dist.- Malda - 732102.

প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। 


নিয়োগ স্থান: মালদা জেলার বিভিন্ন ব্লকে।


Malda Recruitment CMOH: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

LINK1: এখানে ক্লিক করুন

LINK2: এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয় 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post