Job Vacancy In Darjeeling For Female: স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মী নিয়োগ, বেতন ১৫০০০ টাকা

Job Vacancy In Darjeeling For Female: স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মী নিয়োগে, বেতন ১৫০০০ টাকা - Niyog Hobe


Job Vacancy In Darjeeling For Female: মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে দার্জিলিং জেলার বিভিন্ন সাব ডিভিশন এলাকায় আশা কো-অর্ডিনেটর (BPC, ASHA) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় সদর দার্জিলিং, কার্সিয়াং ও মিরিক সাব ডিভিশন এলাকায় চুক্তিরভিত্তিতে। আশা কর্মী পদের জন্য শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত বিবরণ চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিচে দেওয়া হল।


Job Vacancy In Darjeeling For Female: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ 

পদের নাম: ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর, আশা (BPC, ASHA)।

শূন্যপদ: মোট শূন্যপদ ১০ টি।

আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে।

বেতন: প্রতি মাসে ১৫০০০ টাকা


মহকুমা অনুযায়ী শূন্যপদের বিস্তারিত বিবরন


(১) মহকুমা: সদর দার্জিলিং

  • শূন্যপদ: মোট শূন্যপদ ০৬ টি (তপশিলি জাতি - ০১, তপশিলি উপজাতি - ০১, ওবিসি-এ - ০১, অসংরক্ষিত - ০৩)।
  • আবেদন শুরু তারিখ: ১৫ অক্টোবর, ২০২২।
  • আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর, ২০২২ (বিকাল ৫ টার মধ্যে)।
  • বয়স সীমা: প্রার্থীর বয়স ১৫/১০/২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর হতে হবে এবং তপশিলি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊদ্ধসীমায় যথাক্রমে ৫ বছর ও ৩ বছরের ছাড় রয়েছে।
  • নিয়োগের স্থান: রাজ্যের দার্জিলিং জেলার সদর দার্জিলিং সাব ডিভিশন এলাকায়।


(২) মহকুমা: কার্সিয়াং

  • শূন্যপদ: মোট শূন্যপদ ০২ টি (তপশিলি জাতি - ০১, অসংরক্ষিত - ০১)।
  • আবেদনের মাধ্যম: অফলাইন।
  • আবেদন শুরু তারিখ: ১৪ অক্টোবর, ২০২২।
  • আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর, ২০২২ (বিকাল ৫ টার মধ্যে)।
  • বয়স সীমা: প্রার্থীর বয়স ১৪/১০/২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর হতে হবে এবং তপশিলি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊদ্ধসীমায় যথাক্রমে ৫ বছর ও ৩ বছরের ছাড় রয়েছে।
  • নিয়োগের স্থান: রাজ্যের দার্জিলিং জেলার কার্সিয়াং সাব ডিভিশন এলাকায়।



(৩) মহকুমা: মিরিক

  • শূন্যপদ: মোট শূন্যপদ ০২ টি (তপশিলি জাতি - ০১, অসংরক্ষিত - ০১)
  • আবেদনের মাধ্যম: অফলাইন।
  • আবেদন শুরু তারিখ: ১৩ অক্টোবর, ২০২২।
  • আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর, ২০২২ (বিকাল ৫ টার মধ্যে)।
  • বয়স সীমা: প্রার্থীর বয়স ১৩/১০/২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর হতে হবে এবং তপশিলি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊদ্ধসীমায় যথাক্রমে ৫ বছর ও ৩ বছরের ছাড় রয়েছে।
  • নিয়োগের স্থান: রাজ্যের দার্জিলিং জেলার মিরিক সাব ডিভিশন এলাকায়।


Job Vacancy In Darjeeling: যোগ্যতা


শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীরা Social Science /Sociology/ Social Anthropology/ Social Work(MSW)/ Business Administration(MBA)/ Economics/ Rural Development/ Mass Communication বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন। 


অথবা যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস সহ হেল্থ প্রোজেক্টের উপর দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা: আবেদনকারী মহিলাকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

প্রার্থী বাছাই প্রক্রিয়া 

শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও কম্পিটার স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।  


আবেদনের পদ্ধতি

প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে বিভিন্ন ব্লক অনুযায়ী নিয়োগের জন্য আলাদা আলাদা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে খামে ভরে খামের ওপর বড় হাতে লিখতে হবে "APPLICATION FOR THE POST OF BLOCK PROGRAMME COORDINATOR, ASHA"। এরপর প্রার্থীর সংশ্লিষ্ট সাব ডিভিশন অফিসের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।


(১) আবেদনপত্র পাঠানোর ঠিকানা (সদর দার্জিলিং): 


To the Member Secretary, BPC, ASHA Selection Committee. Office of the Sub-division Officer, Sadar Darjeeling, Kutchery Compound, Lebong Cart Road, P.o- Darjeeling, PS- Sadar, Dist. Darjeeling, West Bengal, Pin- 734101.


(২) আবেদনপত্র পাঠানোর ঠিকানা (কার্সিয়াং): 


To the Member Secretary, ASHA Selection Committee. Office of the Sub-division Officer, Kurseong, P.o- Kurseong, Dist. Darjeeling, West Bengal, Pin- 734203.


(৩) আবেদনপত্র পাঠানোর ঠিকানা (মিরিক): 


To the Member Secretary, ASHA Selection Committee. Office of the Sub-division Officer, Mirik, P.o- Mirik, Dist. Darjeeling, West Bengal, Pin- 734214.


আরোও খবর: সরাসরি ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরি


আবেদনপত্রের সাথে যে সমস্ত প্রত্যয়িত নকল ও নথিপত্র সংযুক্ত করতে হবে- 

১) স্ব-প্রত্যয়িত করা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্রে কপি (EPIC কার্ড/রেশন কার্ড)।
২) স্ব-প্রত্যয়িত করা সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের কপি। 
৩) স্ব-প্রত্যয়িত করা বয়সের প্রমাণপত্রের কপি (জন্মতারিখের শংসাপত্র/মাধ্যমিকের এডমিট কার্ড/সমতুল্য)। 
৪)  স্ব-প্রত্যয়িত করা জাতিগত প্রমাণপত্রের কপি (প্রযোজ্য হলে)।
৫)  নিজের ঠিকানা সহ ৫ টাকার ডাকটিকিট মাড়ানো একটি খাম (২৩ সেমি X ১০ সেমি)
৬) তিন কপি পাসপোর্ট সাইজের ফটো (সাম্প্রতিক রঙিন ছবি)। এর মধ্যে এক কপি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সেঁটে তার উপর নিজের একটি সই করবেন যার কিছু অংশ আবেদনপত্রের উপর ও বাকী অংশ ছবির উপর থাকবে।  


**কম্পিটার স্কিল টেস্টের সময় প্রার্থীকে তার সমস্ত অরিজিনাল নথিপত্র দেখাতে হবে
 

Job Vacancy In Darjeeling For Female: গুরুত্বপূর্ণ লিঙ্ক 


দার্জিলিং সদর মহকুমার বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করুন


কার্সিয়াং  মহকুমার বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করুন


মিরিক মহকুমার বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করুন



অফিসিয়াল ওয়েবসাইট: 





বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post