Indian Coast Guard Recruitment: সম্প্রতি ভারতীয় উপকূলরক্ষী দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) ইঞ্জিন ড্রাইভার, কার্পেন্টার, ফর্ক লিফট অপারেটর, স্টোর কিপার গ্রুপ সি-র বিভিন্ন পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।
Indian Coast Guard Recruitment: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- পদের নাম: ইঞ্জিন ড্রাইভার, কার্পেন্টার, ফর্ক লিফট অপারেটর, স্টোর কিপার।
- মোট শূন্যপদ: ১২ টি।
- আবেদনের পদ্ধতি: অফলাইনের মাধ্যমে।
- আবেদন শুরু: ১৫ অক্টোবর, ২০২২।
- আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর, ২০২২।
শূন্যপদের বিস্তারিত বিবরণ
(১) পদের নামঃ CMTD (OG)
শূন্যপদঃ মোট শূন্যপদ ০৩ টি (UR- ০২, EWS- ০১)।
শিক্ষাগত যোগ্যতাঃ দশম পাশ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স (হেবি ও লাইট) থাকলেও আবেদন করা যাবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজম এর জ্ঞান থাকা প্রয়োজন।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
(২) পদের নামঃ ফর্ক লিফট অপারেটর
শূন্যপদঃ মোট শূন্যপদ ০১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতাঃ দশম পাশ এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI করা থাকলে আবেদন করা যাবে। এছাড়াও হেবি ডিউটি ড্রাইভিং লাইসেন্স ও ইংরেজিতে জ্ঞান থাকা প্রয়োজন।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
(৩) পদের নামঃ স্টোর কিপার গ্রেড - ১
শূন্যপদঃ মোট শূন্যপদ ০১ টি (OBC)।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ পাশ করে থাকলে আবেদন করা যাবে। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অথবা কমার্স ইকোনোমিকস স্ট্যাটিস্টিকস ইত্যাদি বিষয়ে স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
(৪) পদের নামঃ কারপেন্টার (স্কিল্ড)
শূন্যপদঃ মোট শূন্যপদ ০১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতাঃ দশম পাশ এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI তে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে আবেদন করা যাবে। ইংরেজিতে জ্ঞান থাকা প্রয়োজন।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
(৫) পদের নামঃ শিট মেটাল ওয়ার্কার (স্কিল্ড)
শূন্যপদঃ মোট শূন্যপদ ০১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতাঃ দশম পাশ এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI তে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে আবেদন করা যাবে। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
(৬) পদের নামঃ অদক্ষ শ্রমিক
শূন্যপদঃ মোট শূন্যপদ ০১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতাঃ দশম পাশ অথবা ITI করা থাকলে আবেদন করা যাবে। সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
(৭) পদের নামঃ ইঞ্জিন ড্রাইভার
শূন্যপদঃ মোট শূন্যপদ ০১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি করা থাকলে আবেদন করা যাবে। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
(৮) পদের নামঃ মোটর ট্রান্সপোর্ট ফিটার/মেকানিক
শূন্যপদঃ মোট শূন্যপদ ০৩ টি (UR- ০২, SC - ০১)।
শিক্ষাগত যোগ্যতাঃ দশম পাশ অথবা ITI/ Diploma করা থাকলে আবেদন করা যাবে। সঙ্গে অটোমোবাইল ওয়ার্কশপে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
আরোও খবর: মাধ্যমিক পাশে গোয়েন্দা দপ্তরে প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগ ।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকগুলিতে ক্লিক করে সরাসরি বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নিচের উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র অর্ডিনারি পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ৪৫ দিনের মধ্যে জমা করতে পারবেন। আবেদনকারীকে খামের উপরে অবশ্যই লিখতে হবে "APPLICATION FOR THE POST OF (পদের নাম)" এবং ক্যাটেগরির নাম।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Headquarters, Coast Guard Region (NE) {for CSO (P&O)}, Synthesis Business Park, 6-th Floor, Shrachi Building, Rajarhat, Newtown, Kolkata - 700161.
আবেদনপত্রের যে সমস্ত জেরক্স কপি (স্ব-প্রত্যয়িত) দিতে হবে -
১) বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট/ মাধ্যমিকের এডমিট কার্ড)।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট/ সার্টিফিকেট।
৩) বৈধ ফটো আই. ডি-র প্রমাণপত্র।
৪) সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীর NOC।
৫) অভিজ্ঞতার শংসাপত্র।
৬) দুটো সাম্প্রতিক পাশপোর্ট সাইজ কালার ফটো।
৭) নিজের ঠিকানা লেখা ৫০ টাকার ডাকটিকিট লাগানো ১টি খালি খাম।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
Indian Coast Guard Recruitment: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
অফিসিয়াল ওয়েবসাইট:
বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না। চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়।
Post a Comment