IGM Kolkata Recruitment 2022: রাজ্যে টাঁকশালে টেকনিশিয়ান, অপারেটর, সুপারভাইজার নিয়োগ

IGM Kolkata Recruitment 2022: রাজ্যে টাঁকশালে টেকনিশিয়ান, অপারেটর, সুপারভাইজার নিয়োগ - Niyog Hobe


IGM Kolkata Recruitment 2022: 
সম্প্রতি রাজ্যে ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) জুনিয়র টেকনিশিয়ান, ল্যাব এসিস্ট্যান্ট সুপারভাইজার সহ বিভিন্ন পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


IGM Kolkata Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: IGMK/HR (Estt.)/Rect./02/2022.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ।
  • পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician)।
  • মোট শূন্যপদ: ১৯ টি।
  • আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরু: ২৯ অক্টোবর, ২০২২।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর, ২০২২।
  • অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা ২৯ অক্টোবর - ২৯ নভেম্বর, ২০২২।
  • সম্ভাব্য অনলাইন পরীক্ষার সময়: ডিসেম্বর ২০২২ - জানুয়ারি ২০২৩।


 শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদ রয়েছে ১৯ টি। যার মধ্যে জুনিয়র টেকনিশিয়ান পদের (W-1 লেভেল) জন্য ১০ টি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের (W-1 লেভেল) জন্য ০৪ টি, সাবস্টেশন অপারেটর পদের (M-1 লেভেল) জন্য ০৩ টি এবং সুপারভাইজার পদের (Assay) (S-1 লেভেল) জন্য ০২ টি রয়েছে। বিভিন্ন বিভাগে শূন্যপদের বিবরন নীচে দেওয়া হল-


শিক্ষাগত যোগ্যতা: জুনিয়ার টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও সাবস্টেশন অপারেটর পদের ক্ষেত্রে প্রার্থীকে NCVT/ SCVT স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে এবং সুপারভাইজার পদের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে B.E./ B. Tech করা থাকতে হবে।


বয়সসীমা: সবক্ষেত্রেই প্রার্থীর বয়স ২৯/১১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 


বেতন: জুনিয়ার টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও সাবস্টেশন অপারেটর পদের ক্ষেত্রে পে লেভেল অনুযায়ী ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা। এবং সুপারভাইজার পদের ক্ষেত্রে পে লেভেল অনুযায়ী ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা।


আরোও খবর: ভারতীয় উপকূলরক্ষী দপ্তরে ড্রাইভার, স্টোর কিপার, কার্পেন্টার নিয়োগ


কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের IBPS Online-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে তার দরকারি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে স্ক্যান করে এবং আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 


আবেদন ফি: সাধারন শ্রেণী (UR), আর্থিকভাবে অনগ্রসর শ্রণী (EWS) এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ৬০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে কোন আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। ফি জমা দিতে হবে ডেবিট কার্ড (রুপে ভিসা/ মাস্টারকার্ড/ মায়েস্ট্রো), ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আই এম পি এস/ ক্যাসকার্ড/ মোবাইল ওয়ালেট/ ইউ পি আই-র মাধ্যমে।


অনলাইনে আবেদনের পূর্বে যে সমস্ত নথিপত্র লাগবে

  • প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি (৩.৫ সেমি X ৪.৫ সেমি)।
  • প্রার্থীর সিগনেচার (সাদা কাগজে কালো কালি দিয়ে)।
  • বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ (সাদা কাগজে কালো/ নীল কালি দিয়ে)।
  • বয়সের প্রমাণপত্র। 
  • আধার বা ভোটার আইডি কার্ড।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)। 
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
  • প্রার্থীর হাতে লেখা ডিক্লারেশন।


নথিপত্রের ধরন, ফরমেট ও সাইজ


উপরের সমস্ত নথিপত্র জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করতে হবে-

  • ফটো - ২০০x২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে।
  • সিগনেচার (সই) - ১৪০x৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে।
  • বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ - ২৪০x২৪০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে।
  • ডিক্লারেশন - ৮০০x৪০০ পিক্সেল, ৫০ থেকে ১০০ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে।
  • শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র বয়স ও অন্যান্য প্রমাণপত্র - ১ এমবি সাইজের মধ্যে পিডিএফ ফর্ম্যাটে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। ০১ থেকে ০৮ নম্বর পর্যন্ত পদগুলির ক্ষেত্রে মোট ১২৫ নম্বরের ১০০ টি প্রশ্ন থাকবে। পরীক্ষার জন্য সময়সীমা ২ ঘন্টা। ০৯ নম্বর পদের ক্ষেত্রে মোট ২০০ নম্বরের ১৪০ টি প্রশ্ন থাকবে। পরীক্ষার জন্য সময়সীমা ২ ঘন্টা।


IGM Kolkata Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post