Govt Jobs In Kolkata: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর: BOPT/02/2022/Rectt.
- পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি)।
- মোট শূন্যপদ: ০২ টি।
- আবেদনের পদ্ধতি: অনলাইন-অফলাইনের মাধ্যমে।
- অনলাইন আবেদন শুরু: ২৩ অক্টোবর, ২০২২।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর, ২০২২।
- অফলাইন আবেদনের (হার্ড কপি) শেষ তারিখ: ০৭ ডিসেম্বর, ২০২২।
শূন্যপদের বিস্তারিত বিবরণ
শূন্যপদ মোট ০২ টি (জেনাঃ - ০১ টি, আঃ দুঃ - ০১ টি)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটার টাইপিংয়ে গতি ইংরেিতে ৩৫ w.p.m. এবং হিন্দিতে ৩০ w.p.m. থাকতে হবে।
বয়স: গ্রুপ-সি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২২/১১/২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর হতে হবে।
বেতন: সপ্তম সিপিসি পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে 'সাবমিট' করতে হবে।অনলাইনে আবেদন করার পরে আবেদনপত্রের প্রিন্ট আউট কপি ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যায়িত কপি সহ একটি মুখবন্ধ খামের মধ্যে পাঠাতে হবে নীচের নির্দিষ্ট ঠিকানায় এবং খামের উপরে অবশ্যই উল্লেখ করতে হবে 'APPLICATION FOR THE POST OF (পদের নাম)'।
আরোও খবর: কল্যাণীর AIIMS-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: The Administrative-cum-Accounts Officer, Board of Practical Training (Eastern Region), Block – EA, Sec-I, Salt Lake City, Kolkata-64
অনলাইনে আবেদনের পূর্বে যে সমস্ত নথিপত্র লাগবে
- প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি (৩.৫ সেমি X ৪.৫ সেমি)।
- প্রার্থীর সিগনেচার (সাদা কাগজে কালো কালি দিয়ে)।
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের সার্টিফিকেট বা সমতুল)।
- আধার বা ভোটার আইডি কার্ড/ প্যান কার্ড/ পাশপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
Govt Jobs In Kolkata: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/ অনলাইন আবেদন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment