Govt Jobs In Kolkata: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- পদের নাম: মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।
- মোট শূন্যপদ: ০৯ টি।
- আবেদনের পদ্ধতি: অফলাইনের মাধ্যমে।
- অফলাইনে আবেদন শুরুর তারিখ: ১১ নভেম্বর, ২০২২।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ: ০২ ডিসেম্বর, ২০২২।
শূন্যপদের বিবরণ
শূন্যপদঃ মোট শূন্যপদ রয়েছে ০৯ টি। যার মধ্যে সাঃ শ্রেঃ – ০১ টি, আঃ অঃ শ্রেঃ – ০৩, প্রাঃ সঃ কঃ - ০১ টি, ওবিসি - ০৩ টি, তঃ উঃ – ০১ টি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ/ সমতুল, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ প্রার্থীর বয়স ০২/১২/২০২২ তারিখ অনুযায়ী, ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ পে লেভেল ১ অনুযায়ী (সপ্তম সিপিসি) বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে A4 সাইজের কাগজে টাইপ করা নির্দিষ্ট বয়ানে। এরপর পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে নীচের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে সাধারন স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে নিজের ঠিকানা লেখা ও ডাকটিকিট সাঁটানো দুটি খাম এবং দুটি সাম্প্রতিক পাশপোর্ট সাইজ ফটো পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই উল্লেখ করতে হবে 'APPLICATION FOR THE POST OF (পদের নাম) Category___________(Gen/Gen EWS/ Gen ESM/ OBC/ ST)'।
আবেদন ফিঃ প্রার্থীদের কোনো আবেদনের ফি লাগবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে। নিয়োগ করা হবে HQ Eastern Command, Fort William, Kolkata -তে।
Govt Jobs In Kolkata: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
অফিসিয়াল ওয়েবসাইট:
বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না। চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়।
Post a Comment