Govt Job In West Bengal: সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ আদিবাসি কল্যাণ ও শিক্ষা পরিষদ কর্তৃক একটি সরকারি স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) গ্রুপ-ডি ও বিভিন্ন বিষয়ের গেস্ট টিচার পদে চুক্তির ভিত্তিতে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে এই পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।
Govt Job In West Bengal: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- মেমো নম্বর: 1828/PO-DWJ/BCW এবং 1829/PO-DWJ/BCW.
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০১/১১/২০২২।
- পদের নাম: গেস্ট টিচার, ল্যাবরেটরি এটেনডেন্ট, কুক, সুইপার।
- মোট শূন্যপদ: ১১ টি।
- আবেদনের পদ্ধতি: অফলাইনের মাধ্যমে।
- আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বরে, ২০২২ বিকেল ৫ টার মধ্যে।
শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ রয়েছে ১১ টি। যার মধ্যে গেস্ট টিচার পদের জন্য মোট ০৫ টি ও গ্রুপ - 'ডি' পদের জন্য মোট ০৬ টি পদ রয়েছে। নীচে বিস্তারিত দেখুন -
(১) গেস্ট টিচার
মোট শূন্যপদ: ৫ টি (Life Science - ০১, Mathematics - ০১, Chemistry - ০১, Physics - ০১ and Economics - ০১)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে B.Ed কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন: প্রতিমাসে বেতন ১২,০০০ টাকা।
(২) গ্রুপ-ডি
পদের নাম: ল্যাবরেটরি এটেনডেন্ট।
মোট শূন্যপদ: ১ টি।
বেতন: প্রতিমাসে বেতন ১৫,০০০ টাকা।
পদের নাম: কুক
মোট শূন্যপদ: ৩ টি।
বেতন: প্রতিমাসে বেতন ১২,০০০ টাকা।
পদের নাম: কুক হেলপার।
মোট শূন্যপদ: ১ টি।
বেতন: প্রতিমাসে বেতন ১১,০০০ টাকা।
পদের নাম: সুইপার।
মোট শূন্যপদ: ১ টি।
বেতন: প্রতিমাসে বেতন ১১,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উপরে উল্লেখিত সমস্ত গ্রুপ-ডি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
আরোও খবর: রাজ্যে উচ্চশিক্ষা দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।
বয়সসীমা
উপরে উল্লেখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকগুলিতে ক্লিক করে সরাসরি বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নিচের উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বা সরাসরি গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে পারবেন। আবেদনকারীকে খামের উপরে অবশ্যই লিখতে হবে "APPLICATION FOR THE POST OF (পদের নাম)"।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development Department, Sivaji Road, Hakimpara, PO & District- Jalpaiguri, Pin- 735101.
আবেদনপত্রের যে সমস্ত জেরক্স কপি (স্ব-প্রত্যয়িত) দিতে হবে -
১) বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট/ মাধ্যমিকের এডমিট কার্ড)।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট/ সার্টিফিকেট।
৩) আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ ব্যাংক পাশবুক।
**ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে তার সমস্ত অরিজিনাল নথিপত্র দেখাতে হবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Govt Job In West Bengal: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
গেস্ট টিচার: এখানে ক্লিক করুন।
গ্রুপ-ডি: এখানে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment