Govt Job In West Bengal: রাজ্যে উচ্চশিক্ষা দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

Govt Job In West Bengal: রাজ্যে উচ্চশিক্ষা দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি - Niyog Hobe

Govt Job In West Bengal: 
সম্প্রতি 
রাজ্যে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের আওতায় উচ্চশিক্ষা দপ্তরে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobeলোয়ার ডিভিশন ক্লার্ক পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে ও অফলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


Govt Job In West Bengal: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: BOPT/02/2022/Rectt.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩/১০/২০২২।
  • পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক।
  • মোট শূন্যপদ: ০২ টি।
  • আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরু: ২৩ অক্টোবর, ২০২২।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বরে, ২০২২।
  • অফলাইন আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর, ২০২২।


 শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদ রয়েছে ০২ টি। যার মধ্যে অসংরক্ষিত শ্রেনির জন্য – ০১ টি ও শুধুমাত্র আর্থিকভাবে অনগ্রসর শ্রেনির (EWS) জন্য – ০১ টি। 


শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে । সেই সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে ৩৫ টি শব্দ (WPM) এবং হিন্দিতে ৩০ টি শব্দ (WPM) টাইপ করার দক্ষতা থাকতে হবে।


বয়সসীমা: প্রার্থীর বয়স ২২/১১/২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। 


আরোও খবর: জেলার স্কুলে ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট টিচার ও এইট পাশে গ্রুপ-ডি কর্মী নিয়োগ


বেতন: পে লেভেল ২ অনুযায়ী (সপ্তম সিপিসি) বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।


কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন ফর্ম সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স করে নিচের উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Broad of Practical Training (Eastern Region), Block-EA, Sector-I, Salt Lake City, Kolkata-700064.


Govt Job In West Bengal: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post