DRDO CEPTAM 10 Recruitment: মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশে DRDO-তে প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগ

DRDO CEPTAM 10 Recruitment: মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশে DRDO-তে প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগ - Niyog Hobe


DRDO CEPTAM 10 Recruitment: চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে চাকরির দারুন সুযোগ। সম্প্রতি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ DRDO-তে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) অ্যাডমিন অ্যান্ড অ্যালায়েড (A&A) ক্যাডারের গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


DRDO CEPTAM 10 Recruitment: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: CEPTAM-10/A&A.
  • পদের নাম: জেটিও, স্টেনোগ্রাফার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।
  • মোট শূন্যপদ: ১,০৬১ টি।
  • আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরু: ০৭ নভেম্বর, ২০২২।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর, ২০২২।

DRDO Job Vacancy: শূন্যপদের বিস্তারিত বিবরণ

(১) পদের নাম গ্রুপ-বি: জুনিয়র ট্রান্সলেশন অফিসার (জেটিও), স্টেনোগ্রাফার (গ্রেড-১)। 


শূন্যপদ: জুনিয়র ট্রান্সলেশন অফিসার - মোট ৩৩ টি (সাঃ- ২৯, ওবিসিঃ- ০৩, তঃ উঃ- ০১) এবং স্টেনোগ্রাফার (গ্রেড-১) - মোট ২১৫ টি (সাঃ- ১৪৬, আঃ অঃ- ১২, ওবিসিঃ- ৪০, তঃ জাঃ- ১৩, তঃ উঃ- ০৪)।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ইংরেজি/ হিন্দি নিয়ে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। অথবা, যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ইংরেজি/ হিন্দি নিয়ে গ্রাজুয়েট যোগ্যতা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা/ সর্টিফিকেট কোর্স/ ২ বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবে।


বয়স: প্রার্থীর বয়স ০৭ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।


(২) পদের নাম গ্রুপ-সি: স্টেনোগ্রাফার (গ্রেড-২)


শূন্যপদ মোট ১২৩ টি (সাঃ- ১০০, আঃ অঃ- ০১, ওবিসিঃ- ১৬, তঃ জাঃ- ০৬)।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট যোগ্যতা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবে। সঙ্গে টাইপিংয়ে দক্ষ হতে হবে।


বয়স: গ্রুপ-সি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০৭ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। 


(৩) পদের নাম গ্রুপ-সি: অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ‘এ’ (ইংলিশ ও হিন্দি টাইপিং), স্টোর অ্যাসিস্ট্যান্ট ‘এ’ (ইংলিশ ও হিন্দি টাইপিং), সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ‘এ’, ভেহিকেল অপারেটর ‘এ’,  ফায়ার ইঞ্জিন ড্রাইভার ‘এ’ এবং ফায়ারম্যান। 


শূন্যপদ: 

  • অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (ইংরেজি টাইপিং) - মোট ২৫০ টি (সাঃ- ১৩৩, আঃ অঃ- ২০, ওবিসিঃ- ৫৮, তঃ জাঃ- ১৬, তঃ উঃ- ২৩)। 
  • অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (হিন্দি টাইপিং) - মোট ১২ টি (সাঃ- ০৫, আঃ অঃ- ০৪, ওবিসিঃ- ০২, তঃ উঃ- ০১)।
  • স্টোর অ্যাসিস্ট্যান্ট (ইংরেজি টাইপিং) - মোট ১৩৪ টি (সাঃ- ৮০, আঃ অঃ- ১২, ওবিসিঃ- ২৬, তঃ জাঃ- ১০, তঃ উঃ- ০৬)।
  • স্টোর অ্যাসিস্ট্যান্ট (হিন্দি টাইপিং) - মোট ০৪ টি (সাঃ- ০২, ওবিসিঃ- ০১, তঃ জাঃ- ০১)।
  • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট - মোট ৪১ টি (সাঃ- ৩২, আঃ অঃ- ০১, ওবিসিঃ- ০৭, তঃ জাঃ- ০১)।
  • ভেহিকেল অপারেটর - মোট ১৪৫ টি (সাঃ- ৮২, আঃ অঃ- ১২, ওবিসিঃ- ২৯, তঃ জাঃ- ১২, তঃ উঃ- ১০)।
  • ফায়ার ইঞ্জিন ড্রাইভার - মোট ১৮ টি (সাঃ- ১৩, আঃ অঃ- ০২, ওবিসিঃ- ০৩)।
  • ফায়ারম্যান - মোট ৮৬ টি (সাঃ- ৫৭, আঃ অঃ- ০৩, ওবিসিঃ- ১৯, তঃ জাঃ- ০৫, তঃ উঃ- ০২)।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। ভেহিকেল অপারেটর ‘এ’, ফায়ার ইঞ্জিন ড্রাইভার ‘এ’ এবং ফায়ারম্যান পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। বিশদ জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখুন।


বয়স: গ্রুপ-সি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০৭ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। 


DRDO Apply Online: কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের DRDO-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে 'সাবমিট' করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথীপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।


আবেদন ফি: আবেদন ফি বাবদ অসংরক্ষিত (UR,OBC,EWS) প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। মহিলা প্রার্থী ও তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) ও প্রাক্তন সৈনিক (ইএসএম) প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে UPI, Net Banking, Credit Card, Debit card-এর মাধ্যমে।


আরোও খবর: ভারতীয় উপকূলরক্ষী দপ্তরে ড্রাইভার, স্টোর কিপার, কার্পেন্টার কর্মী নিয়োগ


অনলাইনে আবেদনের পূর্বে যে সমস্ত নথিপত্র লাগবে

  • প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি (৩.৫ সেমি X ৪.৫ সেমি)।
  • প্রার্থীর সিগনেচার (সাদা কাগজে কালো কালি দিয়ে)।
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের সার্টিফিকেট বা সমতুল)। 
  • আধার বা ভোটার আইডি কার্ড/ প্যান কার্ড/ পাশপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)। 
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।


পরিক্ষা কেন্দ্র: পশ্চিমবঙ্গের পরিক্ষা কেন্দ্রগুলি হল কলকাতা ও শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা তাদের পরীক্ষার জন্য এই দুটি সেন্টারের মধ্যে যেকোনো একটিকে নির্বাচন করতে পারবেন।


প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থীবাছাই হবে সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট- ১০ (CEPTAM-10) পরীক্ষার মাধ্যমে। যার মধ্যে টায়ার ১ – কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও টায়ার ২ – ট্রেড/ দক্ষতা/ ফিটনেস এবং সক্ষমতা পরীক্ষার মাধ্যমে হবে। জেটিও পদের ক্ষেত্রে টায়ার ২ পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপ। পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। বিশদ জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখুন।

 

DRDO CEPTAM 10 Recruitment: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/ অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


আবেদন পদ্ধতি: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন




বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post