CISF Recruitment 2022: শুধুমাত্র মাধ্যমিক পাশে CISF-এ কয়েকশ কর্মী নিয়োগ

CISF Recruitment 2022: শুধুমাত্র মাধ্যমিক পাশে CISF-এ কয়েকশ কর্মী নিয়োগ - Niyog Hobe


CISF Recruitment 2022:
 
চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বাহিনীতে চাকরির দারুন সুযোগ। সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) -এ বিভিন্ন পদে কয়েকশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) কনস্টেবল ও ট্রেডসম্যানের বিভিন্ন পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


CISF Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: CISF Canstable/Tradesmen Vacancy 2022.
  • পদের নাম: কনস্টেবল ও ট্রেডসম্যান।
  • মোট শূন্যপদ: ৭৮৭ টি।
  • আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরু: ২১ নভেম্বর, ২০২২।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর, ২০২২।
  • অনলাইন আবেদন ফি প্রদানের শেষ তারিখ: ২০ ডিসেম্বর, ২০২২।
  • ব্যাঙ্ক (SBI) চালান জমা দেওয়ার শেষ তারিখ: ২২ ডিসেম্বর, ২০২২।

শূন্যপদের বিস্তারিত বিবরণ

মোট ৭৮৭ টি শূন্যপদের মধ্যে পুরুষ ৬৪১ টি, মহিলা ৬৯ টি প্রাক্তন সমরকর্মী ৭৭ টি পদে নিয়োগ করা হবে। শূন্যপদের তালিকা নীচে দেওয়া হল-



শিক্ষাগত যোগ্যতাঃ স্কিল্ড ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করা যাবে। আনস্কিল্ড ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে। 


বয়সঃ প্রার্থীর বয়স 
১ আগস্ট ২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ আগস্ট ১৯৯৯ থেকে ১ আগস্ট ২০০৪ তারিখের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। 


বেতন: পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।


কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে 'সাবমিট' করতে হবে।

আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথীপত্রগুলি পিডিএফ ফর্ম্যাটে (১ এমবির মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার সময় খেয়াল রাখতে হবে পাসপোর্ট সাইজ ছবিটি যেন JPEG ফর্ম্যাটে থাকে এবং এর সাইজ যেন ২০ থেকে ৫০ Kb-র মধ্যে হয়। প্রার্থীর সিগনেচার JPEG ফর্ম্যাটে এবং এর সাইজ যেন ১০ থেকে ২০ Kb-র মধ্যে হয়।


আরোও খবর: ইন্ডিয়ান অয়েলে কয়েকশ অ্যাপ্রেনটিস নিয়োগ টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল ট্রেডে 


আবেদন ফি: আবেদন ফি বাবদ অসংরক্ষিত (UR,OBC,EWS) প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) ও প্রাক্তন সৈনিক (ইএসএম) প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে UPI, Net Banking, Credit Card, Debit card, SBI Challan-এর মাধ্যমে।


নিয়োগ পদ্ধতি 

প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET),ডকুমেন্টস ভেরিফিকেশন, ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে।


ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)


ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৭০ সেন্টিমিটার, ছাতি ৮০ - ৮৫ সেমি ও মহিলাদের উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে। 


ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)


ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের ক্ষেত্রে পুরুষদের ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১.৬ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। মহিলাদের ৪ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে।


CISF Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়  

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post