BECIL Job Vacancies AIIMS Kalyani: সম্প্রতি রাজ্যে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের BECIL-এর তরফে কল্যাণীর AIIMS-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) ডাটা এন্ট্রি অপারেটর, সোশ্যাল ওয়ার্কার সহ বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।
[Applications are invited for the recruitment of the following manpower purely on a contract basis for deployment in the office of All India Institute of Medical Sciences, (AIIMS), Kalyani, West Bengal.]
BECIL Job Vacancies AIIMS Kalyani: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর: 223.
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৫/১১/২০২২ ।
- পদের নাম: জুনিয়র ওয়াডেন, সোশ্যাল ওয়ার্কার, ডাটা এন্ট্রি অপারেটর।
- মোট শূন্যপদ: ০৮ টি।
- আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
- অনলাইন আবেদন শুরু: ১৫ নভেম্বর, ২০২২।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২২।
শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ রয়েছে ১৯ টি। যার মধ্যে জুনিয়র ওয়াডেন পদের জন্য ০৬ টি (পুরুষ- ৩ টি, মহিলা- ৩ টি), সোশ্যাল ওয়ার্কার পদের জন্য ০১ টি এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ০২ টি রয়েছে। বাকি পদগুলির জন্য শূন্যপদের উল্লেখ করা হয়নি। বিভিন্ন বিভাগে শূন্যপদের বিবরন নীচে দেওয়া হল-
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র ওয়াডেন পদের ক্ষেত্রে প্রার্থীরা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।সোশ্যাল ওয়ার্কার পদের ক্ষেত্রে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: জুনিয়র ওয়াডেন পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে, সোশ্যাল ওয়ার্কার পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন: জুনিয়র ওয়াডেন পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ২৩,১০০ টাকা, সোশ্যাল ওয়ার্কার পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ২৪,৮০০ টাকা এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ২৪,৮০০ টাকা।
আরোও খবর: কেন্দ্র সরকারের পাওয়ারগ্রিড কর্পোরেশনে কয়েকশ কর্মী নিয়োগ।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে তার দরকারি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে স্ক্যান করে এবং জেপিজি পিডিএফ ফর্ম্যাটে আপলোড (১০০ কেবির মধ্যে) করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
[Registration is to be completed in 7 steps:
⮚ Step 1: Select Advertisement Number
⮚ Step 2: Enter Basic Details
⮚ Step 3: Enter Education Details/ Work Experience
⮚ Step 4: Upload scanned Photo, Signature, Birth Certificate/ 10th Certificate, Caste Certificate
⮚ Step 5: Application Preview or Modify
⮚ Step 6: Payment Online Mode (via credit card, Debit card, net banking, UPI, etc.)
⮚ Step 7: Email your scanned documents to the Email Id mentioned on the last page of the application form.]
আবেদন ফি: সাধারন শ্রেণী (UR), ওবিসি, মহিলা প্রার্থীদের ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ দিতে হবে ৮৮৫ টাকা দিতে হবে। তফশিলি,আর্থিকভাবে অনগ্রসর শ্রণী (EWS) এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫৩১ টাকা দিতে হবে। ফি জমা দিতে হবে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ইউ পি আই-র মাধ্যমে।
অনলাইনে আবেদনের পূর্বে যে সমস্ত নথিপত্র লাগবে
- প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি।
- প্রার্থীর সিগনেচার।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
- প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। স্থানীয় প্রার্থীদের এবং সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
BECIL Job Vacancies AIIMS Kalyani: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment