Assistant Professor Recruitment In West Bengal: ২২ জন নিয়োগ

Assistant Professor Recruitment In West Bengal: রাজ্যে ২২ জন বিভিন্ন বিষয়ের অধ্যাপক নিয়োগ -Niyog Hobe


Assistant Professor Recruitment In West Bengal: সম্প্রতি রাজ্যে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় (Cooch Behar Panchanan Barma University- CBPBU)-এ বিভিন্ন বিষয়ের অধ্যাপক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) বিভিন্ন বিষয়ের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


Assistant Professor Recruitment In West Bengal: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বরঃ F106.V1/REG/REC/1673-22.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৩/১১/২০২২।
  • পদের নামঃ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
  • মোট শূন্যপদঃ ২২ টি।
  • আবেদনের পদ্ধতিঃ অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরুঃ ০৯ নভেম্বর, ২০২২।
  • অনলাইন আবেদনের শেষ তারিখঃ ৩০ নভেম্বর, ২০২২।


 শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদ রয়েছে ২২ টি। যার মধ্যে প্রফেসর পদের জন্য মোট ০৭ টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য মোট ০৭ টি, ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য মোট ০৬ টি পদ রয়েছে। নীচে বিস্তারিত দেখুন -



(১) পদের নামঃ প্রফেসর


শূন্যপদঃ মোট শূন্যপদ ০৭ টি (কমার্স - ০১, হিন্দি - ০১, ইতিহাস - ০১, গণিত - ০১, বোটানি - ০১, অর্থনীতি - ০১ এবং লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স - ০১)। 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে Ph.D ডিগ্রী সঙ্গে ইউনিভার্সিটি বা কলেজে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।


বেতনঃ পে লেভেল ১৪ অনুযায়ী প্রতিমাসে বেতন ১,৪৪,২০০ টাকা।


(২) পদের নামঃ অ্যাসোসিয়েট প্রফেসর


শূন্যপদঃ মোট শূন্যপদ ০৯ টি (বাংলা - ০১, এডুকেশন - ০১, ইংরেজি - ০১, ল - ০১, দর্শন - ০১, সংস্কৃত - ০১, বোটানি - ০১, অর্থনীতি - ০১ এবং লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স - ০১)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার্স ডিগ্রী বা  Ph.D ডিগ্রী সঙ্গে ইউনিভার্সিটি বা কলেজে কমপক্ষে ৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।


বেতনঃ পে লেভেল ১৩ অনুযায়ী প্রতিমাসে বেতন ১,৩১,৪০০ টাকা।


(৩) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর


শূন্যপদঃ মোট শূন্যপদ ০৬ টি (বোটানি - ০২, অর্থনীতি - ০২ এবং লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স - ০২)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার্স ডিগ্রী সঙ্গে NET/SET পাশ করে থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবে।


বেতন: পে লেভেল ১০ অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৭,৭০০ টাকা।


**উপরে উল্লেখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীর বাংলা ও ইংরেজীতে পড়া, লেখা,এবং বলতে পারার দক্ষতা থাকা প্রয়োজন


আরোও খবর: রাজ্যে কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্কের চাকরি


বয়সসীমা

উপরে উল্লেখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (তফশিলিরা ৫ বছর ও ওবিসিরা ৩ বছরের) বয়সের ছাড় পাবেন।


কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস (স্ব-প্রত্যায়িত), পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে 'সাবমিট' করতে হবে।


আবেদন ফি: আবেদন ফি বাবদ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা এবং ওবিসি (এ, বি) ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। তফসিলি প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।


নিয়োগ পদ্ধতি 

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।


Official Notification (অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ুন):



Assistant Professor Recruitment In West Bengal: প্রয়োজনীয় লিঙ্ক 


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/ অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post