AAI Jobs Recruitment: রাজ্যে এয়ারপোর্টে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ দেবে AAI.

AAI Jobs Recruitment: রাজ্যে এয়ারপোর্টে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ দেবে AAI - Niyog Hobe


AAI Jobs Recruitment: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দেশের পূ্র্বাঞ্চলের বিভিন্ন এয়ারপোর্ট গুলিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) গ্রাজুয়েট, ডিপ্লোমা ও আইটিআই ট্রেড অ্যাপ্রেনটিস পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


Indian Oil Job Vacancy: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: 01/2022/APPPRENTICE/GRADUATE/DIPLOMA/ITI/ER.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৩/১১/২০২২।
  • পদের নাম: অ্যাপ্রেনটিস (গ্রাজুয়েট/ডিপ্লোমা/আইটিআই)।
  • মোট শূন্যপদ: ১২৫ টি।
  • আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ০৪ ডিসেম্বর, ২০২২।


 শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদ রয়েছে ১২৫ টি। যার মধ্যে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস - ৩০ টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস – ৬০ টি, আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস – ৩৫ টি। বিভিন্ন বিভাগের শূন্যপদের তালিকা নীচে দেওয়া হল-


শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট অ্যাপ্রেনটিস পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্টশাখায় ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি এবং ডিপ্লোমা অ্যাপ্রেনটিস পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্টশাখায় ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা সমতুল্য হতে হবে । আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্টশাখায় আইটিআই/এনসিভিটি পাশ হতে হবে। 


বয়সসীমা: প্রার্থীর বয়স ৩১/০৮/২০২২ তারিখ অনুযায়ী, সর্বোচ্চ ২৬ বছর হতে হবে। 



অন্যান্য শর্তাবলী:


স্টাইপেন্ড: গ্রাজুয়েট অ্যাপ্রেনটিস পদের ক্ষেত্রে ১৫,০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেনটিস পদের ক্ষেত্রে ১২,০০০ টাকা এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে ৯,০০০ টাকা প্রতি মাসে।


কিভাবে আবেদন করবেন (AAI Apply Online)

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে তার দরকারি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নথিগুলি আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে (১ এমবি-র মধ্যে)। প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি (১ এমবি-র মধ্যে পিডিএফ ফর্ম্যাটে)।


আরোও খবর: শুধুমাত্র মাধ্যমিক পাশে CISF-এ কয়েকশ কর্মী নিয়োগ


আবেদন ফি: প্রার্থীদের কোনো আবেদনের ফি লাগবে না


আবেদনের সময় নিম্নলিখিত তথ্য ও নথিপত্র গুলি প্রয়োজন হবে- 



প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, মেডিকেল ফিটনেস ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে।


প্রশিক্ষণের মেয়াদ:  সকল অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে ১ বছর


AAI Jobs Recruitment: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/লগ ইন: 

LINK1: এখানে ক্লিক করুন

LINK2: এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

 এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post