WB Primary TET 2022-এর জন্য অনলাইনে আবেদন চলছে, শীঘ্রই করুন

WB Primary TET 2022-এর জন্য অনলাইনে আবেদন চলছে, শীঘ্রই করুন: Niyog Hobe


WB Primary TET 2022: রাজ্যের সব জেলার প্রাথমিকে কয়েক হাজার শিক্ষক ও শিক্ষিকা নেবে রাজ্য সরকার। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে (প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত)। প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদনের যোগ্য। প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ (ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন)। 


সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।যোগ্যতা, আবেদনের পদ্ধতি, প্রার্থী নির্বাচন পদ্ধতি সহ বিস্তারিত বিবরণ চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিচে দেওয়া হল।


WB Primary TET 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: 1572/WBBPE/2022.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯-০৯-২০২২।
  • পরীক্ষার নামটিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET)
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টিচার।
  • আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরু: ১৪ অক্টোবর, ২০২২।
  • আবেদনের শেষ তারিখ: ০৩ নভেম্বর, ২০২২।
  • পরীক্ষার তারিখ: ১১ ডিসেম্বর, ২০২২। 


শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চ মাধ্যমিক সঙ্গে দু'বছর মেয়াদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা ইন এডুকেশন কোর্স পাস অথবা  ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চ মাধ্যমিক সঙ্গে ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন কোর্স পাস অথবা ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক সঙ্গে বি.এড কোর্স পাস। 


তবে স্নাতকদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাওয়ার দু'বছরের মধ্যে এলিমেন্টারি এডুকেশনে ৬ মাস মেয়াদের একটি ব্রিজ কোর্স করে নিতে হবে। এন সি টি ই স্বীকৃত প্রতিষ্ঠানে যারা ২০২০ - ২০২২ শিক্ষাবর্ষে ডি এল এড বা ডি এড (স্পেশাল এডুকেশন) বা বিএড কোর্সে পাঠরত অথবা পার্ট ওয়ান পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারেন। 

 

উপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই ডিগ্রী ও ডিপ্লোমা কোর্স হিসাব করা হবে ২৯-৯-২০২২ তারিখের হিসাবে। 


প্রার্থী যে মাধ্যমের স্কুলে পড়াতে ইচ্ছুক সেই ভাষাটি উচ্চমাধ্যমিকে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে।  এর পাশাপাশি প্রার্থীকে সেই ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।  


বয়সসীমা: প্রার্থীর বয়স ১-১-২০২২ তারিখে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।  সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।  

 

WB Primary TET 2022: পরীক্ষা পদ্ধতি

২০২২ সালের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট-এর মাধ্যমে ১৫০ নম্বরের এই টেট হবে সারা রাজ্যে একই দিনে ১১ ডিসেম্বর রবিবার।  এই টেট পরীক্ষায় থাকবে এই পাঁচটি বিষয়ে -  

  • শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন - ৩০ নম্বর। 
  • প্রথম ভাষা যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা - ৩০ নম্বর। 
  • দ্বিতীয় ভাষা ইংরেজি - ৩০ নম্বর। 
  • অংক - ৩০ নম্বর। 
  • পরিবেশ বিজ্ঞান - ৩০ নম্বর। 

প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের।  প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর।  নেগেটিভ মার্কিং নেই। এই টেট পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেলে সফল হবেন।  তপশিলি, ওবিসি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী ও এক্সেমটেড ক্যাটেগরি হলে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। এই টেট পরীক্ষায় সফল হলে প্রাইমারি টিচার পদের প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন।  


তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেবে।  টেট এ পাওয়া নম্বর ও ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে তবেই মেধা তালিকা তৈরি করা হবে।  তারপর তাদের প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে।  কোন ক্যাটাগরিতে কয়টি শূন্য পদ ইত্যাদি বিস্তারিত তথ্য ইন্টারভিউ এর বিজ্ঞপ্তিতে থাকবে।  এই 'টেট' পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে 'টেট' কোয়ালিফাই সার্টিফিকেট পাবেন।  



WB Primary TET 2022: আবেদনের পদ্ধতি

অনলাইন আবেদন করতে হবে এই দুই ওয়েবসাইটের যেকোনো একটির মাধ্যমে www.wobble.org, https://wbbprimaryeducation.org . এই টেট পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীর একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে।  এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। স্ক্যান করবেন জে পি জি বা জে পি ই জি ফর্ম্যাটে। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। 


আবেদন ফি


পরীক্ষা ফি বাবদ জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য ১৫০ টাকা, ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা, তফসিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে।  ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্ম (ই-রিসিপ্ট) প্রিন্ট আউট করে নেবেন।


অনলাইনে ফরম পূরণ করতে হলে কি কি প্রমান পত্র লাগবে-

  • একটি বৈধ ইমেইল আইডি।  
  • বৈধ মোবাইল নম্বর।  
  • পাসপোর্ট মাপের রঙিন ফটো (২০-৫০ কেবি)। 
  • সিগনেচার (১০-২০ কেবি)।  
  • মাধ্যমিকের এডমিট কার্ড।  
  • শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কসিট ও সার্টিফিকেট।  
  • টিচার ট্রেনিং কোর্স পাশের মার্কশিট ও সার্টিফিকেটের মূল কপি।  
  • ভোটার কার্ড/প্যান কার্ড/আধার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/স্কুল-কলেজের আইডি কার্ড ইত্যাদি। 
  • ফি জমা দেওয়ার প্রমাণপত্র। 


WB Primary TET 2022: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

LINK 1: এখানে ক্লিক করুন

LINK 2: এখানে ক্লিক করুন

LINK 3: এখানে ক্লিক করুন

LINK 4: এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/আবেদনপত্র: 

এখানে ক্লিক করুন


আবেদনের পদ্ধতি: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

LINK 1: এখানে ক্লিক করুন

LINK 2: এখানে ক্লিক করুন




বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post