SSC GD Constable Recruitment 2022: চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বাহিনীতে চাকরির দারুন সুযোগ। সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ২৫ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ হবে (Niyog Hobe) সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্সেস (CPAF),এসএসএফ ও আসাম রাইফেলস এবং সিপাহী (সিপাই)-এ রাইফেলম্যান (জিডি) পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।
SSC GD Constable Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর: PPI01/11/2022-PP_1.
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৭/১০/২০২২।
- পদের নাম: জিডি কনস্টেবল (GD Constable)।
- মোট শূন্যপদ: ২৪,৩৬৯ টি।
- আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
- অনলাইন আবেদন শুরু: ২৭ অক্টোবর, ২০২২।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২২।
- ব্যাঙ্ক থেকে চালান নেওয়ার শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২২।
- অনলাইন অফলাইন আবেদন ফি প্রদানের শেষ তারিখ: ০১/১২/২০২২।
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য তারিখ: জানুয়ারি, ২০২৩।
শূন্যপদের বিস্তারিত বিবরণ
মোট ২৪,৩৬৯ টি শূন্যপদের মধ্যে পুরুষ ২১,৫৭৯ টি (জেনারেল - ৯৩৪২, আর্থিকভাবে অনগ্রসরশ্রেণী - ২১১৫, ওবিসি - ৪৮১৫, তপসিলি জাতি - ৩৩৭৭, তপসিলি উপজাতি - ১৯৩০) এবং মহিলা - ২৬২৬ টি (জেনারেল - ১১৫০, আর্থিকভাবে অনগ্রসরশ্রেণী - ২২১, ওবিসি - ৫৮০, তপসিলি জাতি - ৪২৯, তপসিলি উপজাতি - ২৪৬) পদে নিয়োগ করা হবে।
ফোর্স অনুযায়ী শূন্যপদ (Force Wise Vacancy)
(১) BSF (পুরুষ – ৮৯২২, মহিলা – ১৫৭৫)
(২) CISF (পুরুষ – ৯০, মহিলা – ১০০)
(৩) CRPF (পুরুষ – ৩৭১০, মহিলা – ৫৩১)
(৪) SSB (পুরুষ – ৪৬৪, মহিলা – ২৪৩)
(৫) ITBP (পুরুষ – ১৩৭১, মহিলা – ২৪২)
(৬) AR (পুরুষ – ১৬৯৭, মহিলা – ০)
(৭) SSF (পুরুষ – ৭৮, মহিলা – ২৫)
(৮) NCB – ১৬৪
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো যেকোনো স্বীকৃত বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/ ম্যাট্রিকুলেশন বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে।
বয়সসীমা: প্রার্থীর জন্ম তারিখ ২ জানুয়ারি ২০০০ থেকে ১ জানুয়ারি ২০০৫ তারিখ পর্যন্ত হতে হবে অর্থাৎ, প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন: জিডি (GD) কনস্টেবল পদে চাকরির জন্য প্রতিমাসে পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে। শুধুমাত্র NCB পদের ক্ষেত্রে পে লেভেলে ১ অনুযায়ী ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে 'সাবমিট' করতে হবে।
আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথীপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার সময় খেয়াল রাখতে হবে পাসপোর্ট সাইজ ছবিটি যেন JPEG ফর্ম্যাটে থাকে এবং এর সাইজ যেন ২০ থেকে ৫০ Kb-র মধ্যে হয়।
আবেদন ফি: আবেদন ফি বাবদ অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। মহিলা প্রার্থী ও তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) ও প্রাক্তন সৈনিক (ইএসএম) প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে BHIM UPI, Net Banking, Credit Card, Debit card ও SBI Challan -এর মাধ্যমে।
অনলাইনে আবেদনের পূর্বে যে সমস্ত নথিপত্র লাগবে
- প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি (৩.৫ সেমি X ৪.৫ সেমি)।
- প্রার্থীর সিগনেচার (সাদা কাগজে কালো কালি দিয়ে)।
- বয়সের প্রমাণপত্র।
- আধার বা ভোটার আইডি কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
- প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
পরিক্ষা কেন্দ্র: পশ্চিমবঙ্গের পরিক্ষা কেন্দ্রগুলি হল কলকাতা, হুগলি ও শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা তাদের পরীক্ষার জন্য এই তিনটি সেন্টারের মধ্যে যেকোনো একটিকে নির্বাচন করতে পারবেন।
আরোও খবর: পরীক্ষা ছাড়াই দশম ও দ্বাদশ পাশে ডাক বিভাগে চাকরি।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের কম্পিউটার বেসেড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। কম্পিউটার বেসেড টেস্টে ৮০ টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান ২ নম্বর করে। পরিক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
পরীক্ষার সিলেবাস:
ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট:
ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের ক্ষেত্রে পুরুষদের ২৪ মিনিটের মধ্যে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। মহিলাদের ৮ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১.৬ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৭০ সেন্টিমিটার ও মহিলাদের উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে। এক্ষেত্রে বিভিন্ন শ্রেনি অনুযায়ী উচ্চতার ছাড় বয়েছে।
SSC GD Constable Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/ লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment