PLW Patiala Apprentice Recruitment: অষ্টম ও দ্বাদশ পাশে রেলের ওয়ার্কশপে নিয়োগ প্রশিক্ষনের মাধ্যমে

PLW Patiala Apprentice Recruitment: অষ্টম ও দ্বাদশ পাশে রেলের ওয়ার্কশপে নিয়োগ প্রশিক্ষনের মাধ্যমে - Niyog Hobe


PLW Patiala Apprentice Recruitment 2022: সম্প্রতি প্রশিক্ষনের মাধ্যমে পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কসে ২৯৫ জন শিক্ষানবিশ নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ এবং এপ্রেন্টিসশিপ রুলস ১৯৯২ অনুযায়ী। আবেদন করার আগে অবশ্যই বিস্তারিত জেনে নিয়ে তারপর আবেদন করুন।

PLW Apprentice Recruitmentনিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ 

বিজ্ঞপ্তি নম্বর: 001/2022-23/Apprentice.


বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৪/১০/২০২২।


অনলাইন আবেদন শুরু তারিখ: ১৭ অক্টেবর, ২০২২।


অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর, ২০২২।


আবেদন ফি প্রদানের শেষ তারিখ: ২৩ নভেম্বর, ২০২২।


পদের নাম: অ্যাপ্রেন্টিস (ফিটার, ওয়েল্ডার, মেকানিক, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান)।


চাকুরি স্থান: পাতিয়ালা, পাঞ্জাব।


শূন্যপদ: মোট শূন্যপদ ২৯৫ টি। যার মধ্যে ইলেকট্রিশিয়ান ১৪০টি, মেকানিক ৪০ টি, মেশিনিস্ট ১৫টি, ফিটার ৭৫টি, ওয়েল্ডার ২৫টি।



শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিশিয়ান, মেশিনিস (ডিজেল), ফিটার এই সমস্ত ট্রেড গুলির ক্ষেত্রে প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান এবং গণিত বিষয় (১০+২ পদ্ধতিতে) নিয়ে মোট অন্তত ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেড গুলিতে আইটিআই পাস হতে হবে। মেকানিক (ডিজেল) ট্রেড-এর ক্ষেত্রে প্রার্থীকে বিজ্ঞান এবং গণিত বিষয় (১০+২ পদ্ধতিতে) নিয়ে মোট অন্তত ৫০% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সঙ্গে এই ট্রেডে আইটিআই পাস হতে হবে। ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক) ট্রেড এর ক্ষেত্রে প্রার্থীকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, সঙ্গে এই ট্রেডে আইটিআই পাস হতে হবে।


বয়সসীমা: প্রার্থীর বয়স ৩১-১০-২০২২ তারিখের হিসেবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।  ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক) ট্রেড-এর ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা ৩১-১০-২০২২ তারিখে ১৫ থেকে ২২ বছর হতে হবে। উপরোক্ত সবই পদের ক্ষেত্রে তফসিলি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বয়সের ছাড় রয়েছে।


ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড: প্রথম বছরে ৭০০০ টাকা, দ্বিতীয় বছরে ৭৭০০ টাকা (শর্তানুসারে), তৃতীয় বছরে ৮০৫০ টাকা (শর্তানুসারে)।


আরোও খবর: পূর্ব রেলে ৩,১১৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ, যোগ্যতা অষ্টম ও মাধ্যমিক পাশ


কিভাবে আবেদন করবেন

পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। প্রার্থীর চালু ও বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার ও পোস্টাল কোড থাকতে হবে। অনলাইন আবেদনের পূর্বে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রাখবেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। আবেদন করার সময় এগুলো JPEG Format-এ আপলোড করতে হবে।


যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে: 

  • পাসপোর্ট সাইজের ছবি (১০০ কেবির মধ্যে)
  • প্রার্থীর সিগনেচার (২৫ কেবির মধ্যে)
  • অষ্টম শ্রেণি পাস এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট (যেটি প্রযোজ্য হবে)
  • আইটিআই সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।

আবেদনের পদ্ধতি

  • প্রথমে www.plw.indianraiways.gov in ওয়েবসাইটে যেতে হবে। 
  • এরপর এই ওয়েবসাইটের Departments>Personel>Misc Activities>Engagement of Act Apprentices>Apply Online-এ অপশন গুলিতে পরপর ক্লিক করুন।
  • এরপর 'New User Registration' -এ ক্লিক করুন। 
  • এরপর Login Name, Name, City, Mobile No. ও Email ID পূরণ করুন। 
  • পূরণ করে 'Save' বাটনে ক্লিক করুন। 
  • এরপর সিস্টেম দ্বারা আপনার ইমেইল আইডিতে লগইন নেম ও পাসওয়ার্ড পাঠানো হবে। 
  • এরপর 'User Login'-এ আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড পূরণ করে 'Go' বাটনে ক্লিক করুন। 
  • 'Fill Form' এ ক্লিক করে আপনার Form টি মনোযোগ সহকারে পূরণ করুন। 
  • পূরণ করা হলে 'Submit' বাটনে ক্লিক করার পূর্বে 'Save Data'-তে ক্লিক করুন। 
  • এরপর সাবমিট বাটনে ক্লিক করে সম্পূর্ণ আবেদনপত্রটির প্রিভিউ দেখে নিন। 
  • ডাটা সংশোধন করার জন্য 'Reset' অপশন দেখতে পাবেন। 

মনে রাখবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা আর নিজের বায়োডাটা রিভিউ বা রিসেট করতে পারবেন না। ফাইনাল সাবমিট করার পরে আবেদনকারীরা সিস্টেম জেনারেটর যে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন তা অবশ্যই লিখে রাখবেন। যে আবেদনকারীরা আবেদন ফি অনলাইনে জমা করেছেন তারা Submit করার পর নিজের আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। যে আবেদনকারীরা আবেদন ফি জমা করেননি তারা সাবমিট বাটনে ক্লিক করার পর সিস্টেম দ্বারা পুনরায় লগইন করার একটি মেসেজ পাবেন। এরপরে আবেদনকারীকে 'Click Here For Payment' লিংকে ক্লিক করে আবেদন ফি জমা করতে হবে। ফি জমা করার পর তার একটি ই-রিসিপ্ট কপির প্রিন্ট আউট নিয়ে রাখবেন। এটি ভবিষ্যতে কাজে লাগবে। অবশেষে আরো কয়েকটি পদক্ষেপ অনুসরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।


আবেদন ফি: জেনারেল/ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি জমা করা যাবে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে।


প্রার্থী বাছাই পদ্ধতি 

প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণীতে, আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও  ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। 


PLW Patiala Apprentice Recruitment 2022:   প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


লগ ইন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

Link1- এখানে ক্লিক করুন

Link2- এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post