ITBP Head Constable Recruitment 2022: সম্প্রতি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) -এ হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ২৩ টি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইচ্ছুক ও আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে ১৩ অক্টোবর থেকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। নিচে এই বিষয়ে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো।
ITBP Head Constable Recruitment 2022: বিস্তারিত বিবরণ
পদের নাম: হেড কনস্টেবল।
শূন্যপদ: মোট শূন্যপদ ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সঙ্গে সাইকোলজি বা বিইএড উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা: এই পদে আবেদনের জন্য ১১ নভেম্বর ২০২২, তারিখে প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ামানুযায়ী বয়সের ছাড় রয়েছে ।
বেতনক্রম
প্রতিমাসে বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
কিভাবে আবেদন করবেন
আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট: www.recruitment.itbpolice.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
ITBP Head Constable Recruitment 2022: আবেদন ফি
GEN/OBC/EWS বিভাগের জন্য আবেদনকারীকে ১০০ টাকা আবেদনমূল্য দিতে হবে। Female/ Ex-servicemen/ SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
নিম্নলিখিত ধাপে প্রার্থী নির্বাচন করা হবে -
Physical Efficiency Test (PET)
Physical Standard Test (PST)
Written Test
Verification of Documents
Medical Examination [Detailed Medical Examination (DME)/Review Medical
Examination (RME)]
ITBP Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু হয়: ১৩ অক্টোবর, ২০২২।
- আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর, ২০২২।
ITBP Head Constable Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment