ITBP Head Constable Recruitment 2022: বর্ডার পুলিশে হেড কনস্টেবল নিয়োগ হবে (Niyog Hobe), বিস্তারিত জানুন

ITBP Head Constable Recruitment 2022: বর্ডার পুলিশে হেড কনস্টেবল নিয়োগ হবে (Niyog Hobe), বিস্তারিত জানুন

 

ITBP Head Constable Recruitment 2022: সম্প্রতি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) -এ হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ২৩ টি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইচ্ছুক ও আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে ১৩ অক্টোবর থেকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। নিচে এই বিষয়ে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো।


ITBP Head Constable Recruitment 2022: বিস্তারিত বিবরণ

পদের নাম: হেড কনস্টেবল।

শূন্যপদ: মোট শূন্যপদ ২৩ টি।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতক হতে হবে। সঙ্গে সাইকোলজি বা বিইএড উত্তীর্ণ হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা: এই পদে আবেদনের জন্য ১১ নভেম্বর ২০২২, তারিখে প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ামানুযায়ী বয়সের ছাড় রয়েছে ।

বেতনক্রম 

প্রতিমাসে বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।


কিভাবে আবেদন করবেন 

আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট: www.recruitment.itbpolice.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।


ITBP Head Constable Recruitment 2022: আবেদন ফি 

GEN/OBC/EWS বিভাগের জন্য আবেদনকারীকে ১০০ টাকা আবেদনমূল্য দিতে হবে।  Female/ Ex-servicemen/ SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে না।


প্রার্থী নির্বাচন পদ্ধতি

নিম্নলিখিত ধাপে প্রার্থী নির্বাচন করা হবে -

Physical Efficiency Test (PET)

Physical Standard Test (PST)

Written Test

Verification of Documents

Medical Examination [Detailed Medical Examination (DME)/Review Medical 

Examination (RME)]


 ITBP Recruitment 2022:  গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু হয়: ১৩ অক্টোবর, ২০২২।
  • আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর, ২০২২।


 ITBP Head Constable Recruitment 2022:   প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


লগ ইন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন




বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post