Intelligence Bureau Recruitment 2022: মাধ্যমিক পাশে গোয়েন্দা দপ্তরে প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগ

Intelligence Bureau Recruitment 2022: মাধ্যমিক পাশে গোয়েন্দা দপ্তরে প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগ - Niyog Hobe


Intelligence Bureau Recruitment 2022: গোয়েন্দা দপ্তরে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (MHA)-এর অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)-তে প্রচুর সংখ্যক শূন্যপদে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


SSC GD Constable Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ।
  • মোট শূন্যপদ: ১,৬৭১ টি।
  • আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরু: ০৫ নভেম্বর, ২০২২।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর, ২০২২।
  • ব্যাঙ্ক (SBI) চালান জমা দেওয়ার শেষ তারিখ: ২৯ নভেম্বর, ২০২২।

শূন্যপদের বিস্তারিত বিবরণ

শূন্যপদ: মোট ২৪,৩৬৯ টি শূন্যপদের মধ্যে - 


(১) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ ১,৫২১ টি (জেনারেল - ৭৫৫, আর্থিকভাবে অনগ্রসরশ্রেণী - ১৫২, ওবিসি - ২৭১, তপসিলি জাতি - ২৪০, তপসিলি উপজাতি - ১০৩) শূন্যপদে নিয়োগ করা হবে। 


(২) মাল্টি টাস্কিং স্টাফ ১৫০ টি (জেনারেল - ৬৮, আর্থিকভাবে অনগ্রসরশ্রেণী - ১৫, ওবিসি - ৩৫, তপসিলি জাতি - ১৬, তপসিলি উপজাতি - ১৬) শূন্যপদে নিয়োগ করা হবে।



শিক্ষাগত যোগ্যতা: উপরিউক্ত উভয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে যেকোনো যেকোনো স্বীকৃত বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ/ ম্যাট্রিকুলেশন বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে।


বয়সসীমা: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৫ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর হতে হবে এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৫ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।


বেতন: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে প্রতিমাসে পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে পে লেভেলে ১ অনুযায়ী ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


আরোও খবর: কেন্দ্রীয় বাহিনীতে প্রচুর কনস্টেবল নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ


কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে 'সাবমিট' করতে হবে।

আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথীপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার সময় খেয়াল রাখতে হবে পাসপোর্ট সাইজ ছবিটি যেন JPEG ফর্ম্যাটে থাকে এবং এর সাইজ যেন ২০ থেকে ৫০ Kb-র মধ্যে হয়।


আবেদন ফি: আবেদন ফি বাবদ জেনারেল, আর্থিকভাবে অনগ্রসর শ্রেনি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা (৪৫০+৫০) ধার্য করা হয়েছে। মহিলা, তফসিলি ও প্রাক্তন সৈনিক প্রার্থীদের ক্ষেত্রে ৪৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে UPI, Net Banking, Credit Card, Debit card ও SBI Challan -এর মাধ্যমে।


প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থী বাছাই করা হবে থ্রি (I, II ও III) টায়ার পরীক্ষার (মোট ২০০ নম্বর) মাধ্যমে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইন পরীক্ষা (পূর্ণমান ১০০ নম্বর) নেওয়া হবে। প্রশ্নের ধরন হবে MCQ প্রকৃতির (নেগেটিভ মার্কিং রয়েছে)। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অফলাইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য সময়সীমা ২ ঘন্টা। তারপরে পার্সোনাল ইন্টারভিউ টেস্টের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে।


পরীক্ষার সিলেবাস:


Intelligence Bureau Recruitment 2022:   প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

LINK1: এখানে ক্লিক করুন

LINK2: এখানে ক্লিক করুন




বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post