India Security Press Nashik Recruitment 2022: ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) W-1 লেভেলের বিভিন্ন বিভাগে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।
India Security Press Nashik Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর: ০২/২২.
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৮-১০-২০২২।
- পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician)।
- মোট শূন্যপদ: ৮৫ টি।
- আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
- অনলাইন আবেদন শুরু: ০৮ অক্টোবর, ২০২২।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ০৮ নভেম্বরে, ২০২২।
- সম্ভাব্য লিখিত পরীক্ষার সময়: ডিসেম্বর ২০২২/ জানুয়ারি ২০২৩।
শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ রয়েছে ৮৫ টি। জুনিয়র টেকনিশিয়ান পদের W-1 লেভেলের বিভিন্ন বিভাগে শূন্যপদের বিবরন নীচে দেওয়া হল-
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র টেকনিশিয়ান পদে চাকরির জন্য বিভিন্ন ট্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে। প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান NCVT/ SCVT/ Diploma (Printing Technology)-তে সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে।
বয়সসীমা: সবক্ষেত্রেই প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম ০৯-১১-১৯৯৭ তারিখের পূর্বে এবং ০৮-১১-২০০৪ তারিখের পরে হলে চলবে না। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন: প্রতি মাসে ১৮,৭৮০ থেকে ৬৭,৩৯০ টাকা দেওয়া হবে।
আরোও খবর: অষ্টম ও দ্বাদশ পাশে রেলের ওয়ার্কশপে নিয়োগ প্রশিক্ষনের মাধ্যমে।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের IBPS Online-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর আবেদনকারীকে তার দরকারি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি: সাধারন শ্রেণী (UR), আর্থিকভাবে অনগ্রসর শ্রণী (EWS) এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ৬০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে কোন আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। ফি জমা দিতে হবে ডেবিট কার্ড (রুপে ভিসা/ মাস্টারকার্ড/ মায়েস্ট্রো), ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আই এম পি এস/ ক্যাসকার্ড/ মোবাইল ওয়ালেট/ ইউ পি আই-র মাধ্যমে।
অনলাইনে আবেদনের পূর্বে যে সমস্ত নথিপত্র লাগবে
- প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি (৩.৫ সেমি X ৪.৫ সেমি)।
- প্রার্থীর সিগনেচার (সাদা কাগজে কালো কালি দিয়ে)।
- বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ (সাদা কাগজে কালো/ নীল কালি দিয়ে)।
- বয়সের প্রমাণপত্র।
- আধার বা ভোটার আইডি কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
- প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
- প্রার্থীর হাতে লেখা ডিক্লারেশন।
নথিপত্রের ধরন ও ফরমেট ও সাইজ
উপরের সমস্ত নথিপত্র জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করতে হবে-
- ফটো - ২০০x২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে।
- সিগনেচার (সই) - ১৪০x৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে।
- বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ - ২৪০x২৪০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে।
- ডিক্লারেশন - ৮০০x৪০০ পিক্সেল, ৫০ থেকে ১০০ কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে।
- শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র বয়স ও অন্যান্য প্রমাণপত্র - ১ এমবি সাইজের মধ্যে পিডিএফ ফর্ম্যাটে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। মোট ১২০ নম্বরের ১২০ টি প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা হবে অনলাইন মোডে। পরীক্ষার জন্য সময়সীমা ২ ঘন্টা।
লিখিত পরীক্ষার সিলেবাস:
পরীক্ষার সেন্টার: পশ্চিমবঙ্গের আবেদনকারীরা কলকাতায় এই চাকরির পরীক্ষা দিতে পারবে।
নিয়োগের স্থান: প্রাথমিকভাবে ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, নাসিক রোডে নিয়োগ হবে। পরে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, নয়ডা, দিল্লি দিওয়াস এবং নর্মদাপুরমে ট্রাল্সফার নেওয়া যাবে।
India Security Press Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment