India Post Recruitment 2022: পরীক্ষা ছাড়াই দশম ও দ্বাদশ পাশে ডাক বিভাগে চাকরি

India Post Recruitment 2022: পরীক্ষা ছাড়াই দশম ও দ্বাদশ পাশে ডাক বিভাগে চাকরি - Niyog Hobe


India Post Recruitment 2022: 
ভারতীয় ডাক বিভাগে চাকরির দারুন সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের গুজরাত সার্কেলে অবস্থিত পোস্ট অফিসগুলিতে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) গুজরাত পোস্টাল সার্কেলের অধীনে স্পোর্টসের কোটায় গ্রুপ সি পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।  যে কোনো যোগ্য ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


India Post Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: R&E/1-1/DR/Sports Quota/2022.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২২/১০/২০২২।
  • পদের নাম: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ।
  • মোট শূন্যপদ: ১৮৮ টি।
  • চাকুরি স্থান: গুজরাট।
  • আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
  • অনলাইন আবেদন শুরু: ২৩ অক্টোবর, ২০২২।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বরে, ২০২২।
  • আবেদন ফি প্রদানের শেষ তারিখ: ২২ নভেম্বরে, ২০২২।
  • সংক্ষিপ্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ০৬ ডিসেম্বর, ২০২২।


 শূন্যপদের বিস্তারিত বিবরণ

মোট শূন্যপদ রয়েছে ১৮৮ টি। এর মধ্যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ সর্টিং অ্যাসিস্ট্যান্ট ৭১টি, পোস্টম্যান/ মেইল ​​গার্ড  ৫৬টি ও মাল্টি টাস্কিং স্টাফ (MTS) ৬১ টি পদে নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এ ছাড়াও, ৬০ দিনের কম্পিউটার সার্টিফিকেট কোর্সও করতে হবে চাকরিপ্রার্থীদের। পোস্টম্যান, মেইল ​​গার্ড পদের প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ ও স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। এ ছাড়াও, কমপক্ষে ৬০ দিনের কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদের প্রার্থীদের স্থানীয় ভাষা জ্ঞান সহ কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।


বয়সসীমা: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেইল ​​গার্ড পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা ১৮ বছর - ২৭ বছর হতে হবে এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে ১৮ বছর - ২৫ বছর হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী বিভিন্ন সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় রয়েছে। এগুলি ছাড়াও, প্রার্থীদের ডাক বিভাগের ক্রীড়া কোটা নিয়োগের জন্য নির্ধারিত ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক / জাতীয় / আন্তঃবিশ্ববিদ্যালয় ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে।


বেতন: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা, পোস্টম্যান ও মেইল ​​গার্ড পদের ক্ষেত্রে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা


আরোও খবর: কেন্দ্রীয় বাহিনীতে প্রচুর কনস্টেবল নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ


কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।  আবেদনকারীকে তার দরকারি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 


আবেদন ফি: সাধারন শ্রেণী (UR), আর্থিকভাবে অনগ্রসর শ্রণী (EWS) এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি, ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে কোন আবেদন ফি দিতে হবে না। ফি জমা দিতে হবে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ইউ পি আই-র মাধ্যমে।


অনলাইনে আবেদন/ ইন্টারভিউর সময় যে সমস্ত নথিপত্র লাগবে

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশীট।
  • কম্পিউটার জ্ঞানের সার্টিফিকেট
  • বয়সের প্রমাণপত্র। 
  • ক্রীড়া-সংক্রান্ত সমস্ত নথিপত্র।
  • প্রার্থীর সাম্প্রতিক পাশপোর্ট সাইজের রঙিন ছবি। 
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)। 
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
  • প্রার্থীর নামের পরিবর্তন হলে তার বৈধ নথিপত্র।


প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে, ইন্টারভিউয়ের মাধ্যমে।  


India Post Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন




বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post