Eastern Railway Recruitment 2022: পূর্ব রেলের বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যোগ্যতা অষ্টম ও মাধ্যমিক পাশ

Eastern Railway Recruitment 2022: পূর্ব রেলের বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যোগ্যতা অষ্টম ও মাধ্যমিক পাশ

Eastern Railway Recruitment 2022: পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা, মালদা, কাচারাপাড়া সহ একাধিক ডিভিশনে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ এবং এপ্রেন্টিসশিপ রুলস ১৯৯২ অনুযায়ী। আবেদন করার আগে অবশ্যই বিস্তারিত জেনে নিয়ে তারপর আবেদন করুন।

Eastern Railway Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ 

বিজ্ঞপ্তি নম্বর: RRC-ER/Act Apprentices/2022-23

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩/০৯/২০২২।


পদের নাম: অ্যাপ্রেন্টিস (ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, প্রিন্টার, কার্পেন্টার, লাইন ম্যান, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদ)।


শূন্যপদ: মোট শূন্যপদ ৩,১১৫ টি। যার মধ্যে হাওড়া ডিভিশনে ৬৫৯টি, শিয়ালদহ ডিভিশনে ২৯৭টি, মালদহ ডিভিশনে ১৩৮টি, আসানসোল ডিভিশনে ৪১২টি, কাঁচরাপাড়া ওয়ার্কশপে ১৮৭টি, লিলুয়া ওয়ার্কশপে ৬১২টি এবং জামালপুর ওয়ার্কশপে ৬৬৭টি।


শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ (১০+২ পদ্ধতিতে) দশম শ্রেণি/ সমতুল পাশ প্রার্থীরা এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন। অন্যদিকে ওয়েল্ডার (জি অ্যান্ড ই), শিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টার (জি) ট্রেডগুলির ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশরা এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন।  


বয়সসীমা: প্রার্থীর বয়স ২৯-১০-২০২২ তারিখের হিসেবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ এসসি/ এসটি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।

 *ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড।


Eastern Railway Recruitment 2022: কিভাবে আবেদন করবেন

ইস্টার্ন রেলওয়ে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। প্রার্থীর চালু ও বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে। অনলাইন আবেদনের পূর্বে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রাখবেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। আবেদন করার সময় এগুলো JPEG Format-এ আপলোড করতে হবে।


যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে: 

  • পাসপোর্ট সাইজের ছবি (তিন মাসের বেশি পুরনো হওয়া চলবে না)
  • প্রার্থীর সিগনেচার
  • অষ্টম শ্রেণি পাস এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট (যেটি প্রযোজ্য হবে)
  • আইটিআই সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।


আবেদন ফি: জেনারেল/ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি জমা করা যাবে ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে।


Eastern Railway Recruitment 2022: প্রার্থী বাছাই পদ্ধতি 

প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণীতে, আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও  ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। 


Eastern Railway Recruitment 2022:  গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু হয়: ৩০ সেপ্টেম্বর, ২০২২।
  • আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টেবর, ২০২২।


Eastern Railway Recruitment 2022:   প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


লগ ইন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

Link1- এখানে ক্লিক করুন

Link2- এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post