DSSSB Recruitment 2022: সম্প্রতি দিল্লি সরকারের ডিরেক্টরেট অফ এডুকেশনে ৬৩২ জন লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট টিচার, ফিজিক্যাল টিচার সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobe) গ্রুপ-বি পদে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।
DSSSB Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর: ০৮/২২.
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৪-১০-২০২২।
- পদের নাম: লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট টিচার, ফিজিক্যাল টিচার।
- মোট শূন্যপদ: ৬৩২ টি।
- আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
- অনলাইন আবেদন শুরু: ১৯ অক্টোবর, ২০২২।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বরে, ২০২২।
পদগুলির বিস্তারিত বিবরণ
লাইব্রেরিয়ান (পোস্ট কোড - ৩৭/২২)
শূন্যপদ: মোট শূন্যপদ ১০০টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি ও লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি/ ডিপ্লোমা করে থাকতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা বা কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ।
বেতন: পে লেভেল ৭, ৪৪,৯০০ টাকা – ১,৪২,৪০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট টিচার (নার্সারি) (পোস্ট কোড - ৩৮/২২)
শূন্যপদ: মোট শূন্যপদ ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে নার্সারি টিচার এডুকেশনের অন্তত ২ বছরের ডিপ্লোমা/ সার্টিফিকেটধারী বা নার্সারির বিএড ডিগ্রি। সঙ্গে মাধ্যমিক স্তরে হিন্দি বিষয়ে পাশ করে থাকতে হবে।
বেতন: পে লেভেল ৬, ৩৫,৪০০ টাকা – ১,১২,৪০০ টাকা।
ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স) (পোস্ট কোড - ৩৯/২২)
শূন্যপদ: মোট শূন্যপদ ১০৬টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যাচেলর ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা প্রতি সেমিস্টারে কম্পিউটার সায়েন্স মূল বিষয় হিসেবে পড়ে থাকলে অথবা কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজির বি ই/ বি টেক ডিগ্রি অথবা যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি ও ডোয়েক থেকে ‘এ’ লেভেল সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: পে লেভেল ৭, ৪৪,৯০০ টাকা – ১,৪২,৪০০ টাকা।
ডোমেস্টিক সায়েন্স টিচার (পোস্ট কোড - ৪০/২২)
শূন্যপদ: মোট শূন্যপদ ২০১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডোমেস্টিক সায়েন্স/ হোম সায়েন্সের ব্যাচেলর ডিগ্রি অথবা এডুকেশনের ব্যাচেলর ডিগ্রি ও ডোমেস্টিক সায়েন্স/ হোম সায়েন্স টিচিং সাবজেক্ট হিসাবে পড়ে থাকতে হবে। মাধ্যমিক স্তরে হিন্দি বিষয়ে পাশ করে থাকলে ভাল।
বেতন: পে লেভেল ৭, ৪৪,৯০০ টাকা – ১,৪২,৪০০ টাকা।
ফিজিক্যাল এডুকেশন টিচার (পোস্ট কোড - ৪১/২২)
শূন্যপদ: মোট শূন্যপদ ২২১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি ও ফিজিক্যাল এডুকেশনের ব্যাচেলর (বিপিএড) ডিগ্রি বা সমতুল।
বেতন: পে লেভেল ৭, ৪৪,৯০০ টাকা – ১,৪২,৪০০ টাকা।
বয়সসীমা: সবক্ষেত্রেই প্রার্থীর বয়স ১৮-১১-২০২২ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তবে দিল্লির ওবিসিরা সংরক্ষণের সুবিধা পাবেন। অন্যান্য রাজ্যের ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কোনও ছাড় পাবেন না।
আরোও খবর: WB Primary TET 2022-এর জন্য অনলাইনে আবেদন চলছে, শীঘ্রই করুন।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের DSSSB-এর পোর্টাল https://dsssbonline.nic.in থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে।
আবেদন ফি: প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দিতে হবে এস বি আই ই-পে-র মাধ্যমে। তফশিলি, মহিলা, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে কোন আবেদন ফি দিতে হবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে ওয়ান টায়ার পরীক্ষার মাধ্যমে। মোট ২০০ নম্বরের ২০০ টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রত্যেক ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। মক টেস্টের জন্য লিঙ্ক বোর্ডের ওয়েবসাইট থেকে পাবেন। তার জন্য 'LINK FOR ONLINE EXAM MOCK TEST' এই লিঙ্ক অপশনে ক্লিক করুন।
DSSSB Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment