CISF Recruitment 2022: অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে চাকরি, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ

CISF Recruitment 2022: অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে চাকরি, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ

CISF Recruitment 2022: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ হেড কনস্টেবল সহ বিভিন্ন পদে ৫৪০ জন কর্মী নিয়োগ হবে। সমস্ত আগ্রহী ও যোগ্য ভারতীয় নাগরিক অর্থাৎ দেশের যেকোনো রাজ্য থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা নিচে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


CISF Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

বিজ্ঞপ্তি নম্বর: DAVP 19113/11/0003/2223.

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৬/০৯/২০২২।


পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার)।


শূন্যপদ: মোট শূন্যপদ ১২২ টি।

পদের নাম: হেড কনস্টেবল (মিনিস্টারিয়াল)।


শূন্যপদ: মোট শূন্যপদ ৪১৮ টি।


শিক্ষাগত যোগ্যতা: উপরোক্ত উভয় পদের জন্যই প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ হতে হবে। 


অন্যান্য যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ১০ মিনিট প্রতি মিনিটে ৮০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। হেড কনস্টেবল পদের ক্ষেত্রে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ ইংরেজিতে এবং হিন্দিতে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। পুরুষদের ক্ষেত্রে ১৬৫ সেন্টিমিটার উচ্চতা (তফসিলি উপজাতি- ১৬২.৫ সেন্টিমিটার) এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৫ মিটার (তফসিলি উপজাতি- ১৫০ সেন্টিমিটার) উচ্চতা সম্পন্ন হতে হবে। পুরুষদের ক্ষেত্রে চেস্ট ৭৭ থেকে ৮২ সেন্টিমিটার (তফসিলি উপজাতি ৭৬ - ৮১ সেন্টিমিটার)হতে হবে।


বয়সসীমা: প্রার্থীর বয়স  ২৫/১০/২০২২ তারিখে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ২৬/১০/১৯৯৭ থেকে ২৫/১০/২০০৪ তারিখের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা  বয়সের ছাড় পাবেন। 


CISF Recruitment 2022: কিভাবে আবেদন করবেন 

প্রার্থীরা কেবলমাত্র www.cisfrectt.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। প্রথমে আবেদন করার লিংকটি থেকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগইন করতে হবে। লগ ইন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে আবেদন করার সময় দরকারি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। 

 প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটোকপি (২০ KB থেকে ৫০ KB), স্বাক্ষর, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। প্রযোজ্য হলে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ই- চালানের মাধ্যমে আপনার ফি প্রদান করুন । সাবমিট এ ক্লিক করুন এবং আপনার ফর্ম সফলভাবে জমা হবে। উপরে উল্লিখিত নির্দেশাবলী গুলি অনুসরণ করুন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনার আবেদনের একটি প্রিন্টআউট নিন।


আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, অবসরপ্রাপ্ত কর্মী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোপ্রকার আবেদন ফি লাগবে না। আবেদন ফি Net Banking/ Debit card/ Credit card-এর মাধ্যমে দেওয়া যাবে। এছাড়াও SBI ব্যাংকের চালানের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।

অনলাইনে আবেদনের পূর্বে যে সমস্ত নথিপত্র স্ক্যান করতে হবে-

  • প্রার্থীর রঙিন পাশপোর্ট সাইজের ছবি (এখনকার তোলা)
  • প্রার্থীর সিগনেচার (সাদা কাগজে কালো কালি দিয়ে)
  • বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ 
  • বয়সের প্রমাণপত্র 
  • আধার বা ভোটার আইডি কার্ড 
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে) 
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।


CISF Recruitment 2022: প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে নিম্নলিখিত পর্যায়ে- 

  • ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
  • হাইট বার টেস্ট (HBT)
  • ডকুমেন্টস ভেরিফিকেশনের (DV)
  • লিখিত পরীক্ষা (CBT)
  • স্কিল টেস্ট 
  • মেডিকেল টেস্ট।

লিখিত পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর মাধ্যমে। পরীক্ষা হবে ১০০ টি প্রশ্ন ১০০ নম্বরের। মোট সময়সীমা ২ ঘন্টা। পরীক্ষার ভাষা হবে ইংলিশ কিংবা হিন্দি।


CISF Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু হয়: ২৬ সেপ্টেম্বর, ২০২২।
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর, ২০২২।


CISF Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক


নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন: 

এখানে ক্লিক করুন


লগ ইন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন




বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post