ASHA Karmi Recruitment 2022: মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় পঞ্চায়েত এলাকার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রেগুলিতে। আশা কর্মী পদের জন্য শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত বিবরণ চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিচে দেওয়া হল।
ASHA Karmi Recruitment: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ
পদের নাম: আশা (ASHA) কর্মী (Accredited Social Health Activist)
শূন্যপদ: মোট শূন্যপদ ২৩ টি।
আবেদনের মাধ্যম: অফলাইন।
মহকুমা অনুযায়ী শূন্যপদের বিস্তারিত বিবরন
মহকুমা: কৃষ্ণনগর সদর
ব্লক: কালীগঞ্জ।
গ্রাম পঞ্চায়েত: দেবগ্রাম
শূন্যপদ: মোট শূন্যপদ ১ টি (অসংরক্ষিত)।
আবেদনের মাধ্যম: অফলাইন।
আবেদনর শুরুর তারিখ: ১৮ অক্টোবর, ২০২২।
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর, ২০২২ (বিকাল ৩ টার মধ্যে)।
বয়স সীমা: প্রার্থীর বয়স ১৮/১০/২০২২ তারিখ অনুযায়ী ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের স্থান: রাজ্যের নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার যমপুকুর উপসাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে।
মহকুমা: তেহট্ট -১
ব্লক: তেহট্ট -১।
গ্রাম পঞ্চায়েত: পাথরঘাট - ১
শূন্যপদ: মোট শূন্যপদ ১ টি (অসংরক্ষিত)।
আবেদনের মাধ্যম: অফলাইন।
আবেদনর শুরুর তারিখ: ১৩ অক্টোবর, ২০২২।
আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর, ২০২২ (বিকাল ৩ টার মধ্যে)।
বয়স সীমা: প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের স্থান: রাজ্যের নদিয়া জেলার তেহট্ট - ১ ব্লকের পাথরঘাটা - ১ গ্রাম পঞ্চায়েত এলাকার মালিয়াপোতা গ্রাম পঞ্চায়েত মুখ্য উপসাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে।
মহকুমা: কল্যাণী
ব্লক: চাকদহ, হরিণঘাটা, কল্যাণী।
শূন্যপদ: মোট শূন্যপদ ২১ টি। যার মধ্যে চাকদহে - ৯ টি, হরিণঘাটায় - ৬ টি, কল্যাণীতে - ৬ টি।
আবেদনের মাধ্যম: অফলাইন।
আবেদনর শুরুর তারিখ: ১৩ অক্টোবর, ২০২২।
আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর, ২০২২ (বিকাল ৪ টার মধ্যে)।
বয়স সীমা: প্রার্থীর বয়স ১৩/১০/২০২২ তারিখ অনুযায়ী ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের স্থান: রাজ্যের নদিয়া জেলার চাকদহ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন উপসাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে।
ASHA Karmi Job: যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: আশা কর্মী পদের জন্য শুধুমাত্র বিবাহিতা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন/ বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারী মহিলাকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীদের গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষন প্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাবেন।
প্রার্থী বাছাই প্রক্রিয়া
মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে বিভিন্ন ব্লক অনুযায়ী নিয়োগের জন্য আলাদা আলাদা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে প্রার্থীর সংশ্লিষ্ট এলাকার ব্লকের ঠিকানায় আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যে সমস্ত প্রত্যয়িত নকল ও নথিপত্র সংযুক্ত করতে হবে-
১) দু কপি পাসপোর্ট সাইজের ফটো (সাম্প্রতিক রঙিন ছবি)।
২) মাধ্যমিকের মার্কশিট।
৩) বয়সের প্রমাণপত্র (জন্মতারিখের শংসাপত্র/মাধ্যমিকের এডমিট কার্ড/সার্টিফিকেট)।
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (EPIC কার্ড/রেশন কার্ড)।
৫) জাতিগত প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
৬) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
৭) বিবাহিতা/বিবাহ বিচ্ছিন্ন/বিধবা মহিলাদের উপযুক্ত প্রমানপত্র (প্রযোজ্য হলে)।
ASHA Karmi Recruitment 2022: গুরুত্বপূর্ণ লিঙ্ক
কৃষ্ণনগর সদর মহকুমার বিজ্ঞপ্তি:
এখানে ক্লিক করুন।
তেহট্ট মহকুমার বিজ্ঞপ্তি:
এখানে ক্লিক করুন।
কল্যাণী মহকুমার বিজ্ঞপ্তি:
এখানে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট:
বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না। চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়।
Post a Comment