Alipurduar CMOH Recruitment 2022: সরাসরি ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরি

Alipurduar CMOH Recruitment 2022: সরাসরি ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরি - Niyog Hobe

Alipurduar CMOH Recruitment 2022: রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে স্বাস্থ্য দপ্তরে চুক্তির ভিত্তিতে ও আংশিক সময়ের ভিত্তিতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে (Niyog Hobeসরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন বিভাগে রাজ্যের সমস্ত জেলা থেকেই যোগ্য চাকরি প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর আবেদন করুন।


Alipurduar CMOH Recruitment 2022: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: DH & FWS/APD/No. 647.
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৮/১০/২০২২।
  • পদের নাম: মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স।
  • মোট শূন্যপদ: ১৭ টি।
  • আবেদনের পদ্ধতি: সরাসরি ইন্টারভিউ।


 শূন্যপদের বিবরণ

মোট শূন্যপদ রয়েছে ১৭ টি। বিভিন্ন বিভাগে শূন্যপদের বিবরন নীচে দেওয়া হল-


(১) পদের নামঃ মেডিকেল অফিসার। 


মোট শূন্যপদঃ ৪ টি (সাঃ শ্রেঃ- ০২ টি, তঃ জাঃ-০১ টি, তঃ উঃ- ০১ টি) UHWC-র জন্য (চুক্তির ভিত্তিতে)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১ বছরের ইন্টার্নশিপ সহ MBBS ডিগ্রি পাশ করে থাকতে হবে। উচ্চতর শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১-০১-২০২২ তারিখ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতনঃ প্রতিমাসে ৬০,০০০ টাকা।


(২) পদের নামঃ স্টাফ নার্স


মোট শূন্যপদঃ ৪ টি (সাঃ শ্রেঃ- ০২ টি, তঃ জাঃ-০১ টি, তঃ উঃ- ০১ টি) UHWC-র জন্য (চুক্তির ভিত্তিতে)।


শিক্ষাগত যোগ্যতাঃ ইন্ডিয়ান কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১-০১-২০২২ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতনঃ প্রতিমাসে ২৫,০০০ টাকা।


(৩) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট


মোট শূন্যপদঃ ৪ টি (সাঃ শ্রেঃ- ০২ টি, তঃ জাঃ-০১ টি, তঃ উঃ- ০১ টি) UHWC-র জন্য (চুক্তির ভিত্তিতে)।


শিক্ষাগত যোগ্যতাঃ ইন্ডিয়ান কাউন্সিল অনুমোদিত বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ANM/GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১-০১-২০২২ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতনঃ প্রতিমাসে বেতন ১৩,০০০ টাকা।


(৪) পদের নামঃ স্পেশালিস্ট মেডিকেল অফিসার (Medicine)


মোট শূন্যপদঃ ০১ টি (সাঃ শ্রেঃ- ০১ টি) পলিক্লিনিকের জন্য (আংশিক সময়ের ভিত্তিতে)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত WBMC আধীনস্থ প্রতিষ্ঠান থেকে ১ বছরের ইন্টার্নশিপ সহ MBBS ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে।


বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতি সপ্তাহে ৩ দিন কাজের জন্য প্রতিদিনে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১-০১-২০২২ তারিখ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


(৫) পদের নামঃ স্পেশালিস্ট মেডিকেল অফিসার (Paediatrics)


মোট শূন্যপদঃ ০১ টি (সাঃ শ্রেঃ- ০১ টি) পলিক্লিনিকের জন্য (আংশিক সময়ের ভিত্তিতে)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত WBMC আধীনস্থ প্রতিষ্ঠান থেকে ১ বছরের ইন্টার্নশিপ সহ MBBS ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি/  ডিপ্লোমা থাকতে হবে।


বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতি সপ্তাহে ৩ দিন কাজের জন্য প্রতিদিনে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১-০১-২০২২ তারিখ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


(৬) পদের নামঃ স্পেশালিস্ট মেডিকেল অফিসার (G & O)


মোট শূন্যপদঃ ০১ টি (সাঃ শ্রেঃ- ০১ টি) পলিক্লিনিকের জন্য (আংশিক সময়ের ভিত্তিতে)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত WBMC আধীনস্থ প্রতিষ্ঠান থেকে ১ বছরের ইন্টার্নশিপ সহ MBBS ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে।


বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতি সপ্তাহে ৩ দিন কাজের জন্য প্রতিদিনে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১-০১-২০২২ তারিখ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


(৭) পদের নামঃ স্পেশালিস্ট মেডিকেল অফিসার (Opthalmologist)


মোট শূন্যপদঃ ০১ টি (সাঃ শ্রেঃ- ০১ টি) পলিক্লিনিকের জন্য (আংশিক সময়ের ভিত্তিতে)।


শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত WBMC আধীনস্থ প্রতিষ্ঠান থেকে ১ বছরের ইন্টার্নশিপ সহ MBBS ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে।


বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতি সপ্তাহে ৩ দিন কাজের জন্য প্রতিদিনে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১-০১-২০২২ তারিখ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


৮) পদের নামঃ স্টাফ নার্স


মোট শূন্যপদঃ ০১ টি (সাঃ শ্রেঃ- ০১ টি) পলিক্লিনিকের জন্য (চুক্তির ভিত্তিতে)। 


শিক্ষাগত যোগ্যতাঃ ইন্ডিয়ান কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।


বয়সঃ প্রার্থীর বয়স ০১-০১-২০২২ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতনঃ প্রতিমাসে ২৫,০০০ টাকা।


আরোও খবর: সরাসরি ইন্টারভিউ দিয়ে রামপুরহাট এবং নলহাটি  মিউনিসিপালিটিতে স্বাস্থ্য দপ্তরে চাকরি


কিভাবে আবেদন করবেন

প্রার্থীদের কোনরকম আলাদাভাবে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন আবেদনপত্রের সঙ্গে স্ব-প্রত্য়য়িত নকল সহ সমস্ত প্রয়োজন নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

  • সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে।
  • এরপরে পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স এবং স্ব-প্রত্য়য়িত করে আবেদন পত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
  • এরপর প্রার্থীদের আবেদন ফি হিসাবে নন রিফান্ডেবেল ডিমান্ড ড্রাফট পেমেন্ট কপি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
  • আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় উপস্থিত হতে হবে।

আবেদন ফি: উপরিউক্ত সমস্ত পদের সাধারণ শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফ্রটে মাধ্যমে।


ইন্টারভিউয়ের ঠিকানা: Office of the Chief Medical Officer Of Health, Babupara, Maya Talkies Road, Word No- 12,  Alipurduar, Pin- 736121.


প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থী বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে। 


ইন্টারভিউয়ের তারিখ

  • মেডিকেল অফিসার ও স্পেশালিস্ট মেডিকেল অফিসার: ৩ নভেম্বর, ২০২২। 
  • স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ এসিস্ট্যান্ট: ৪ নভেম্বর, ২০২২। 
  • ইন্টারভিউয়ের সময়: ১১:৩০ AM। 

নিয়োগের স্থান: আলিপুরদুয়ার মিউনিসিপালিটি।


Alipurduar CMOH Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

LINK1: এখানে ক্লিক করুন

LINK2: এখানে ক্লিক করুন




বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post