Cochin Shipyard Vacancy 2022: কোচিন শিপইয়ার্ডে বিনামূল্যে প্রশিক্ষনের মাধ্যমে চাকরির বিরাট সুযোগ

Cochin Shipyard Vacancy 2022: কোচিন শিপইয়ার্ডে বিনামূল্যে প্রশিক্ষনের মাধ্যমে চাকরির বিরাট সুযোগ - Niyog Hobe

Cochin Shipyard Vacancy 2022:
 সম্প্রতি প্রশিক্ষনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কোচিন শিপইয়ার্ড লিমিটেডে ৩৫৬ জন শিক্ষানবিশ নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ এবং এপ্রেন্টিসশিপ রুলস ১৯৯২ অনুযায়ী। আবেদন করার আগে অবশ্যই বিস্তারিত জেনে নিয়ে তারপর আবেদন করুন।


Cochin Shipyard Vacancy: নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ 

বিজ্ঞপ্তি নম্বর: P&A/6(140)/21.


বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১২/১০/২০২২।


পদের নাম: ITI ট্রেড অ্যাপ্রেন্টিস,  টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।


শূন্যপদ: মোট শূন্যপদ ৩৫৬ টি।


আবেদনের মাধ্যম: অনলাইন।


অনলাইন আবেদন শুরু তারিখ: ১২ অক্টেবর, ২০২২।


অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টেবর, ২০২২।

 

পদগুলির বিস্তারিত বিবরণ


পদের নাম: আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস 


শূন্যপদ: মোট শূন্যপদ ৩৪৮ টি। যার মধ্যে (ইলেক্ট্রিশিয়ান) পদে- ৪৬ টি, ফিটার পদে- ৩৬ টি, ওয়েল্ডার পদে- ৪৭ টি, মেশিনিস্ট- ১০ টি, ইলেক্ট্রনিক মেকানিক- ১৫ টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক- ১৪ টি, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) - ৬ টি, ড্রাফটসম্যান (সিভিল)- ৪ টি, পেইন্টার (জেনারেল)- ১০ টি, মেকানিক মোটর ভিকল- ১০ টি, শিট মেটাল ওয়ার্কার- ৪৭ টি, শিপরাইট উড (কার্পেন্টার)- ১৯ টি, মেকানিক ডিজেল- ৩৭ টি, ফিটার পাইপ (প্লাম্বার) - ৩৭ টি, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক- ১০ টি। 


শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।


স্টাইপেন্ড:  এই পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রতিমাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।


পদের নাম: টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস 


শূন্যপদ: মোট শূন্যপদ ৮ টি। যার মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন পদে– ১ টি, বেসিক নার্সিং অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার- ১ টি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট- ২ টি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক টেকনোলজি- ১ টি, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট- ৩ টি।


শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ভোকেশনাল বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) করে থাকতে হবে।


স্টাইপেন্ড: এই পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রতিমাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।


বয়সসীমা 

উভয় অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২৬-১০-২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বয়সের ছাড় রয়েছে।


আরোও খবর: পূর্ব রেলে ৩,১১৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ, যোগ্যতা অষ্টম ও মাধ্যমিক পাশ


কিভাবে আবেদন করবেন

কোচিন শিপইয়ার্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে তৈরি করা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।


প্রার্থী বাছাই পদ্ধতি 

কেবলমাত্র কেরলা রাজ্যের স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য। প্রার্থীদের প্রথমে নাম শর্ট লিস্টেড করা হবে। এরপরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।


Cochin Shipyard Vacancy 2022: প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

Link1- এখানে ক্লিক করুন

Link2- এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post