SSC CGL Recruitment 2022: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে মোট ২০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

SSC CGL Recruitment 2022: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে মোট ২০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ


SSC CGL Recruitment 2022:
 চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ বি এবং সি অফিসার পদে মোট ২০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে শূন্যপদের সংখ্যা বাড়তেও পারে। পদ অনুযায়ী শূন্যপদের বিন্যাস স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সমস্ত যোগ্য ভারতীয় নাগরিক অর্থাৎ যে কোনো রাজ্য থেকে প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। সমস্ত আগ্রহী যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট: www.ssc.nic.in থেকে অনলাইন এর মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

SSC CGL Recruitment 2022: পদগুলির বিস্তারিত বিবরণ

গ্রুপ- 'B' পদ 


পদের নাম: ১) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ২) অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার।

মূল বেতন: ৪৭,৬০০ টাকা - ১,৫১,১০০ টাকা।
বয়সসীমা: এইসব পদগুলিতে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।

 
পদের নাম: ৩) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (সেন্ট্রাল সেক্রেটারিয়াট সার্ভিস), ৪) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ইন্টেলিজেন্স ব্যুরো), ৫) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (মিনিস্ট্রি অফ রেলওয়ে), ৬) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স), ৭) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (AFHQ), ৮) অ্যাসিস্ট্যান্ট (মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক এন্ড ইনফরমেশন টেকনোলজি), ৯) অ্যাসিস্ট্যান্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস), ১০) ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স (CBDT)), ১১) ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ (CBIC), ১২) ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার (CBIC), ১৩) ইন্সপেক্টর এক্সামিনার (CBIC), ১৪) অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার (ডাইরেক্টোরেট অফ এনফোর্সমেন্ট, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ), ১৫) সাব ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন), ১৬) ইন্সপেক্টর পোস্টস (ডিপার্টমেন্ট অফ পোষ্ট), ১৭) ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নারকটিকস)।

মূল বেতন: ৪৪,৯০০ টাকা - ১,৪২,৪০০ টাকা।

বয়সসীমা: সিরিয়াল নম্বর ৩ থেকে ১৭ এর মধ্যে পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

 
পদের নাম: ১৮) অ্যাসিস্ট্যান্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস, Group- B), ১৯) ডিভিশনাল একাউন্টেন্ট (অফিসেস under C&AG), ২০) সাব ইন্সপেক্টর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, Group- B), ২১) সাব ইন্সপেক্টর (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, Group- B), ২২) জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার (M/o স্ট্যাটিস্টিকস অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, Group- B)।

মূল বেতন: ৩৫,৪০০ টাকা - ১,১২,৪০০ টাকা।

বয়সসীমা: সিরিয়াল নম্বর ১৮ থেকে ২২ এর পদগুলির ক্ষেত্রে বয়স বিভিন্ন রয়েছে। জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার পদ বাদে বাকি সবগুলি পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে, এবং জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।


গ্রুপ- 'C' পদ 


পদের নাম: ২৩) অডিটর (Offices under C&AG), ২৪) অডিটর (Offices under CGDA), ২৫) অডিটর (Other ministry/ departments), ২৬) একাউন্টেন্ট (Offices under C&AG), ২৭) একাউন্টেন্ট (কন্ট্রোলার জেনারেল একাউন্টস), ২৮) একাউন্টেন্ট/ জুনিয়ার একাউন্টেন্ট (Other ministry/ departments)

মূল বেতন: ২৯,২০০ টাকা - ৯২,৩০০ টাকা।

বয়সসীমা: সিরিয়াল নম্বর ২৩ থেকে ২৮ এর পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

পদের নাম: ২৯) পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ সর্টিং অ্যাসিস্ট্যান্ট (ডিপার্টমেন্ট অফ পোস্ট), ৩০) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/ আপার ডিভিশন ক্লার্ক (Central Govt offices/ ministries other than CSCS cadres), ৩১) সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস), ৩২) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (CBDT), ৩৩) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (CBIC), ৩৪) সাব ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নারকটিকস), ৩৫) আপার ডিভিশন ক্লার্ক (বর্ডার রোড অর্গানাইজেশন)

মূল বেতন: ২৫,৫০০ টাকা - ৮১,১০০ টাকা।

বয়সসীমা: সিরিয়াল নম্বর ২৯ থেকে ৩৫ এর পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

**সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। 


SSC CGL Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট একাউন্ট অফিসার: যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে চাটার্ড একাউন্টেন্ট/ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ করে থাকতে হবে।

জুনিয়র স্ট্যাটিসটিক্যাল অফিসার: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে অংকে অন্তত ৬০ শতাংশ পাশ করে থাকতে হবে। অথবা, স্ট্যাটিস্টিক্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

**অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট একাউন্ট অফিসার, জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার পদগুলি ছাড়া বাকি সমস্ত পদের ক্ষেত্রে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করা যাবে।


SSC CGL Recruitment 2022: কিভাবে আবেদন করবেন 

প্রার্থীরা কেবলমাত্র www.ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। 

যে সমস্ত প্রার্থীদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে তাদের ক্ষেত্রে নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটোকপি (২০ KB থেকে ৫০ KB), স্বাক্ষর, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। 

লগইন করার পরে, “Apply Now” এ যান এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন যেমন নাম, পিতার নাম, মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ধারণ করা সমস্ত ডিগ্রি ইত্যাদি। পরে আপনার যোগাযোগের ঠিকানাটি পূরণ করুন এবং আপনার ফটো এবং স্বাক্ষর আপলোড করুন। ফর্ম জমা দেওয়ার আগে, আপনার বিবরণ পূর্বরূপ দেখুন.। প্রযোজ্য হলে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ই- চালানের মাধ্যমে আপনার ফি প্রদান করুন । সাবমিট এ ক্লিক করুন এবং আপনার ফর্ম সফলভাবে জমা হবে। উপরে উল্লিখিত নির্দেশাবলী গুলি অনুসরণ করুন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনার আবেদনের একটি প্রিন্টআউট নিন।


SSC CGL Recruitment 2022: আবেদন ফি 

জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, অবসরপ্রাপ্ত কর্মী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোপ্রকার আবেদন ফি লাগবে না। প্রার্থীরা ৯ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত অনলাইন পেমেন্টের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন। এছাড়াও SBI ব্যাংকের চালানের মাধ্যমে ১০ অক্টোবর পর্যন্ত আবেদন ফি জমা করতে পারবেন।


SSC CGL Recruitment 2022: প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থী নিয়োগ করা হবে দুটি ধাপে- টায়ার- ১ ও টায়ার- ২। পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষা। এছাড়াও ডাটা এন্ট্রি স্পিড টেস্ট হবে। টায়ার- ১ পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান হবে ২। সময় থাকবে এক ঘন্টা। একটা ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। প্রশ্ন হবে যে সমস্ত বিষয় থেকে- জেনারেল ইনটেলিজেন্স এন্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন। বিশদ জানতে অফিসিয়াল ওয়েবসাইট: www.ssc.nic.in এ গিয়ে দেখতে পারেন।


SSC CGL Recruitment 2022: পরীক্ষা কেন্দ্র 

পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান ও আসানসোল।


SSC CGL Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: ১৭ই সেপ্টেম্বর ২০২২।

আবেদন শেষের তারিখ: ০৮ই অক্টবর ২০২২।


SSC CGL Recruitment 2022:  প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন: 

এখানে ক্লিক করুন


অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


লগ ইন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post