SBI Recruitment 2022: সম্প্রতি দেশে ক্লার্ক পদে বেশ কিছু জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট এবং সেলস) নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোট শূন্যপদ ৫০০৮টি। প্রার্থীরা কেবল যে কোন একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে একটি পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই তাদের নির্বাচিত নির্দিষ্ট এলাকার স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে (পড়া, লেখা, বলা এবং বুঝতে পারা)। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের নির্বাচিত নির্দিষ্ট স্থানীয় ভাষার জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষা নেওয়া হবে প্রার্থীদের অনলাইন মেইন পরীক্ষায় যোগ্যতা অর্জনের পরে ও ব্যাংকে নিয়োগের পূর্বে। এই পরীক্ষায় অসফল প্রার্থীদের নিয়োগ করা হবে না। প্রিলিমিনারি এক্সামিনেশন সম্ভবত নভেম্বর, ২০২২-এ নেওয়া হবে এবং মেইন এক্সামিনেশন নেওয়া হবে সম্ভবত ডিসেম্বর, ২০২২ অথবা জানুয়ারি, ২০২৩-এ। এর জন্য প্রার্থীরা বিশদ তথ্য ও আপডেট পেতে নিয়মিত ব্যাংকের এই ওয়েবসাইটগুলোতে নজর রাখতে পারেন: https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers.
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী শূন্যপদের বিবরণ
গুজরাট: শূন্যপদ ৩৫৩টি (জেনারেল ১৪৫, ও.বি.সি. ৯৫, এস.সি. ২৫, এস.টি. ৫৩, ই.ডব্লিউ.এস. ৩৫)
দমন ও দিউ: শূন্যপদ ৪টি (জেনারেল ৩, ওবিসি ১)
কর্ণাটক: শূন্যপদ ৩১৬টি (জেনারেল ১২৭, ওবিসি ৮৫, এস.সি. ৫১, এসটি ২২, ই.ডব্লিউ.এস.৩১)
মধ্যপ্রদেশ: শূন্যপদ ৩৮৯টি (জেনারেল ১৫৭, ওবিসি ৫৮, এসসি ৫৮, এসটি ৭৮, ই.ডব্লিউ.এস. ৩৮)
ছত্রিশগড়: শূন্যপদ ৯২ টি (জেনারেল ৩৭ ওবিসি ছয় এসি ১১ এইচটি ২৯ ই.ডব্লিউ.এস. ৯)
পশ্চিমবঙ্গ: শূন্যপদ ৩৪০টি (জেনারেল ১৩৬ ওবিসি ৭৫ সিসি ৭৮ এস টি ১৭ ই.ডব্লিউ.এস. ৩৪)
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: শূন্যপদ ১০টি (জেনারেল ৫, ওবিসি ৩, এসটি ১, ই.ডব্লিউ.এস. ১
সিকিম: শূন্যপদ ছাব্বিশ (জেনারেল ১২, ওবিসি ৬, এসসি ১, এসটি ৫, ই.ডব্লিউ.এস.২)
ওড়িশা: শূন্যপদ ১৭০ টি (জেনারেল ৬৯, ওবিসি ২০, এসসি ২৭, এস টি ৩৭, ই.ডব্লিউ.এস. ১৭)
জম্মু ও কাশ্মীর: শূন্যপদ ৩৫ (জেনারেল ১৬, ওবিসি ৯, এসসি ৩, এসটি ৪, ই.ডব্লিউ.এস. ৩)
হরিয়ানা: শূন্যপদ ৫টি (জেনারেল ৩, ওবিসি ১, এসসি ১)
হিমাচল প্রদেশ: শূন্যপদ ৫৫ টি (জেনারেল ২৩, ওবিসি ১১, এসসি ১৪, এসটি ২, ই.ডব্লিউ.এস. ৫)
পাঞ্জাব: শূন্যপদ ১৩০ টি (জেনারেল ৫২, ওবিসি ২৭, এসসি ৩৮, ই.ডব্লিউ.এস. ১৩)
তামিলনাড়ু: শূন্যপদ ৩৫৫ টি (জেনারেল ১৫৩, ওবিসি ৯৬, এস সি ৬৭, এইচডি ৪, ই.ডব্লিউ.এস. ৩৫)
পন্ডিচেরি: শূন্যপদ ৭টি (জেনারেল ৪, ওবিসি ২, এসসি ১)
দিল্লি: শূন্যপদ ৩২ টি (জেনারেল ১৩, ওবিসি ৯, এসসি ৫, এসটি ২, ই.ডব্লিউ.এস. ৩)
উত্তরাখণ্ড: শূন্যপদ ১২০ টি (জেনারেল ৬৬, ওবিসি ১৬, এসসি ২২, এসটি ৪, ই.ডব্লিউ.এস. ১২)
তেলেঙ্গানা: শূন্যপদ ২২৫ টি (জেনারেল ৯১, ওবিসি ৬০, এসসি ৩৬, এসটি ১৬, ই.ডব্লিউ.এস. ২২)
রাজস্থান: শূন্যপদ ২৮৪ টি (জেনারেল ১১৪, ওবিসি ৫৭, এসসি ৪৮, এসটি ৩৭, ই.ডব্লিউ.এস. ২৮)
কেরালা: শূন্যপদ ২৭০ টি (জেনারেল ১৪০, ওবিসি ৭৩, এসসি ২৭, এসটি ৩, ই.ডব্লিউ.এস. ২৭)
লাক্ষা দ্বীপ: শূন্যপদ ৩ টি (জেনারেল ২, এসটি ১)
উত্তর প্রদেশ: শূন্যপদ ৬৩১ টি (জেনারেল ২৫৮, ওবিসি ১৭০, এসসি ১৩৩, এসটি ৭, ই.ডব্লিউ.এস. ৬৩)
মহারাষ্ট্র: শূন্যপদ ৭৪৭ টি (জেনারেল ৩৩০, ওবিসি ২০১, এসসি ৭৫, এসটি ৬৭, ই.ডব্লিউ.এস. ৭৪)
গোয়া: শূন্যপদ ৫০টি (জেনারেল ২৯, ওবিসি ৯, এসসি ১, এসটি ৬, ই.ডব্লিউ.এস. ৫)
আসাম: শূন্যপদ ২৫৮ (জেনারেল ১১৪, ওবিসি ৭০, এসসি ১৮, এসটি ৩১, ই.ডব্লিউ.এস. ২৫)
অরুণাচল প্রদেশ: শূন্যপদ ১৫টি (জেনারেল ৭, এসটি ৭, ই.ডব্লিউ.এস. ১)
মনিপুর: শূন্যপদ ২৮ টি (জেনারেল ১২, ওবিসি ৪, এসসি ১, এসটি ৯, ই.ডব্লিউ.এস.২)
মেঘালয়: শূন্যপদ ২৩ টি (জেনারেল ১০, ওবিসি ১, এসটি ১০, ই.ডব্লিউ.এস. ২)
মিজোরাম: শূন্যপদ ১০টি (জেনারেল ৪, এসটি ৫, ই.ডব্লিউ.এস. ১)
নাগাল্যান্ড: শূন্যপদ ১৫টি (সাধারণ ৭, এসটি ৭, ই.ডব্লিউ.এস. ১)
ত্রিপুরা: শূন্যপদ ১০টি (সাধারণ ৪, এসসি ২, এসটি ৩, ই.ডব্লিউ.এস. ১)
SBI Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা। ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রী (IDD) শংসাপত্র রয়েছে এমন প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে IDD পাস করার তারিখ যেন ৩০-১১-২০২২ বা তার আগে হয়। যে সকল প্রার্থীরা তাদের স্নাতকের শেষ বর্ষে আছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে যদি তারা অস্থায়ীভাবে নির্বাচিত হন তবে তাদের ৩০-১১-২০২২ তারিখে বা তার আগে স্নাতক পরীক্ষায় পাস করার প্রমাণ দিতে হবে।
SBI Recruitment 2022: বয়স সীমা
প্রার্থীর বয়স ১-৮-২০২২ তারিখ অনুযায়ী, ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২-০৮-১৯৯৪ থেকে ০১-০৮-২০০২ পর্যন্ত হতে হবে। এছাড়াও তফসিলি, ওবিসি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
SBI Recruitment 2022: আবেদন ফি
SC/ST/PWBD/ESM/DESM প্রার্থীদের কোন আবেদন লাগবে না। সাধারণ শ্রেণী, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য আবেদন ফি লাগবে ৭৫০ টাকা। রেজিস্ট্রেশন করার পরে প্রার্থীদের আবেদন ফি ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে অনলাইন মোডে জমা দিতে হবে।
SBI Recruitment 2022: বেতন ক্রম
১৭৯০০টাকা-১০০০/৩-২০৯০০-১২৩০/৩-২৪৫৯০-১৪৯০/৪-৩০৫৫০-১৭৩০/৭-৪২৬০০-৩২৭০/১-৪৫৯৩০-১৯৯০/১-৪৭৯২০।
শুরুতে মূল বেতন ১৯৯০০টাকা (১৭৯০০টাকা+দুটো অ্যাডভানস ইন্ক্রিমেন্ট গ্রাজুয়েটদের জন্য)।
প্রথম ইনক্রিমেন্টের পর বেতন ২০,৯০০ টাকা।
দ্বিতীয় ইনক্রিমেন্টের পর বেতন ২৪,৫৯০ টাকা।
তৃতীয় ইনক্রিমেন্টের পর বেতন ৩০,৫৫০ টাকা।
চতুর্থ ইনক্রিমেন্ট পর বেতন ৪২,৬০০ টাকা।
পঞ্চম ইনক্রিমেন্টের পর বেতন ৪৫,৯৩০ টাকা।
ষষ্ঠ ইনক্রিমেন্টের পর বেতন ৪৭,৯২০ টাকা।
SBI Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা (ফেজ-I:প্রিলিমিনারি, ফেজ-II:মেন) এবং প্রার্থীদের নির্বাচিত স্থানীয় ভাষার পরীক্ষার ভিত্তিতে।
প্রথম ফেজের অনলাইন পরীক্ষায় থাকবে ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন। সময়সীমা এক ঘন্টা। পরীক্ষা নেওয়া হবে তিনটি বিভাগে- ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমারিক্যাল এবিলিটি, রিজিনিং এবিলিটি।
পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ নম্বরও রয়েছে। এই পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের অধঃক্রম অনুসারে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে ফেজ-II এর মেন পরীক্ষার জন্য।
ফেজ-II এর মেন অনলাইন পরীক্ষায় ২ ঘণ্টা ৪০ মিনিটের জন্য থাকবে ২০০ নম্বরের ১৯০ টি প্রশ্ন।
ফেজ-II এর মেইন পরীক্ষায় যোগ্য প্রার্থী বাছাই করা হবে তাদের নির্বাচিত রাজ্য ও ক্যাটেগরিতে প্রাপ্ত মোট নম্বরের অধঃক্রম অনুযায়ী।
SBI Recruitment 2022: কিভাবে আবেদন করবেন
প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে। আবেদনের শেষদিন ২৭ সেপ্টেম্বর। প্রথমে প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে অনলাইন মোডে তাদের আবেদন ফি জমা করতে হবে। প্রার্থীর একটি বৈধ, চালু ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই, বাম হাতের আঙ্গুলের ছাপ এবং হাতের লেখা ঘোষণাপত্র প্রথমে স্ক্যান করে নিতে হবে। যদি প্রার্থীর বামহাত না থাকে তবে তার ডান হাতের আঙ্গুলের ছাপ ব্যবহার করতে পারেন। এরপর প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট-এর 'কারেন্ট ওপেনিং' অপশন থেকে আবেদনপত্র খুলতে হবে। এরপর আবেদনপত্রটি যত্ন সহকারে যথাযথভাবে পূরণ করতে হবে। প্রার্থীরা পরবর্তীকালে তাদের আবেদন পত্র সংশোধন করার জন্য আবেদনপত্রে প্রদত্ত ডাটাগুলি সেভ করে রাখতে পারেন। এর জন্য প্রার্থীরা একটি রেজিস্ট্রেশন আইডি নাম্বার ও পাসওয়ার্ড পাবেন।
SBI Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন:
লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment