SBI PO Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সারাদেশে প্রবেশনারি অফিসার (PO) পদে ১,৬৭৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। প্রবেশনের মেয়াদ হল ২ বছর। ভারতজুড়ে অনেক পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে।
শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ ১,৬৭৩টি (সাধারণ ৬৪৮, তফসিলি জাতি ২৭০, তফসিলি উপজাতি ১৩১, ওবিসি ৪৬৪, আর্থিকভাবে অনগ্রসর ১৬০) ।এর মধ্যে ১৮ টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী, ২১ টি শূন্যপদ চলাফেরায় অসুবিধা আছে এমন প্রতিবন্ধী, ৩৬ টি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং ৩৯ টি শূন্যপদ একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যেকোনো শাখায় ন্যূনতম স্নাতক হতে হবে। ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে প্রার্থীদের ৩১-১২-২০২২ তারিখের মধ্যে সার্টিফিকেট দাখিল করতে হবে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টের মতো যোগ্য প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
প্রার্থীর বয়স ০১-০৪-২০২২ তারিখে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে আবেদনকারীদের বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ামানুযায়ী বয়সের ছাড় রয়েছে।
SBI PO Recruitment 2022: বেতন ক্রম
৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা।
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া
নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে:
Phase-I: Preliminary Examination.
Phase - II: Main Examination.
Phase-III: Psychometric Test (Group Exercise and Interview)
অনলাইন পরীক্ষা হবে দুটি পর্যায়ে। প্রিলিমিনারি ও মেন। প্রিলিমিনারি পরীক্ষা ১৭, ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর। প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে- ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৩০ নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ৩৫ নম্বর, রিজনিং এবিলিটি ৩৫ নম্বর। প্রতিটি বিষয়ে সময়সীমা ২০ মিনিট। এই পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষার জন্য বিবেচিত হবেন। মেন পরীক্ষা হবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। মেন পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে- রিজিনিং এন্ড কম্পিউটার এপ্টিটিউড ৫০ নম্বর, ডেটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন ৫০ নম্বর, জেনারেল/ ইকোনমি/ ব্যাংকিং অ্যাওয়ারনেস ৬০ নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৪০ নম্বর। মোট সময়সীমা ৩ ঘন্টা। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মারকিং রয়েছে। মেন পরীক্ষায় পাশ করলে ডেস্ক্রিপটিভ পরীক্ষার জন্য বিবেচিত হবেন। ইংলিশ লেটার রাইটিং এন্ড এসে রাইটিং ৫০ নম্বর। মোট সময়সীমা ৩০ মিনিট। উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে ফেব্রুয়ারি মার্চে।
কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে এই দুই ওয়েবসাইটের যেকোনো একটির মাধ্যমে : https://www.sbi.co.in/web/careers , https://bank.sbi/web/careers.
প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার সময় আপলোড করতে হবে প্রার্থীর সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা ২০০ X ২৩০ পিক্সেল ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে পাসপোর্ট মাপের রঙিন ফটো, ১৪০X৬০ পিক্সেল ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে কালো কালিতে করা সই, বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ ২৪০X২৪০ পিক্সেল ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে এবং সাদা কাগজে কালো কালিতে নির্দিষ্ট বয়ানে ইংরেজিতে প্রার্থীর নিজের হাতে লেখা একটি ডিক্লারেশন ৮০০X৪০০ পিক্সেল ডাইমেনসনে ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে।
SBI PO Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীকে ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোন ফি লাগবেনা। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে। ফি জমা দেওয়ার পর পাওয়া ই-রিসিপ্ট এর এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবেন।
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর পূরণ করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রেখে দেবেন, পরে কাজে লাগবে। বিশদ তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট বা নিচে দেওয়া লিংগুলি দেখুন। ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীরা নিচে দেওয়া সরাসরি লিংকে ক্লিক করে অনলাইন আবেদন করতে পারেন।
SBI PO Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু হয়: ২২ সেপ্টেম্বর, ২০২২।
- আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর, ২০২২।
SBI PO Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
LINK-1: এখানে ক্লিক করুন।
LINK-2: এখানে ক্লিক করুন।
Post a Comment