Niyog Hobe: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ! আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

Niyog Hobe: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ! আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত


SAIL Recruitment 2022: সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি), অপারেটর-কাম-টেকনিশিয়ান, মাইনিং মেট, ফায়ার অপারেটর ট্রেনি-সহ বিভিন্ন পদে ৩৩৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ করা হবে উড়িষ্যার রৌরকেলা স্টিল প্লান্টে। এই নিয়োগে ট্রেনি পদের ক্ষেত্রে প্রথমে দু বছরের ট্রেনিং রয়েছে। প্রার্থীদের সফলভাবে ট্রেনিং শেষে সংশ্লিষ্ট সংস্থায় স্থায়ী চাকরির সুযোগ রয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ০১/২০২২.


SAIL Recruitment 2022: শূন্য পদের বিস্তারিত বিবরণ


অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি) 


শূন্যপদ: ৮টি (সাধারণ শ্রেণী ৫টি, ওবিসি ২টি, তফসিলি জাতি ১টি)। 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোন সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় বি.ই./বি.টেক. (পূর্ণ সময়) হতে হবে এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর নূন্যতম দুবছরের প্র্যাক্টিকাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রাজ্য সরকার স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীর উড়িয়া ভাষায় জ্ঞান থাকতে হবে। সাধারণ, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের ডিগ্রী ইঞ্জিনিয়ারিংয়ে ৬৫% নম্বর পেয়ে থাকতে হবে এবং তফসিলি জাতি/বিভাগীয় প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।


অপারেটর-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেটর) 


শূন্যপদ: ৩৯টি (সাধারণ ১৮, তফসিলি জাতি ৬, তফসিলি উপজাতি ৮, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে দুটি করে শূন্যপদ অস্থি ও শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং একটি করে শূন্যপদ দৃষ্টি ও একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। 


শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখায় ডিপ্লোমা থাকতে হবে। এর পাশাপাশি ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেনডেন্ট কম্পিটেন্সি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে।


মাইনিং ফোরম্যান 


শূন্যপদ: ২৪ টি (সাধারণ ১০, তফসিলি জাতি ৪ তফসিলি উপজাতি ৫ ওবিসি ৩ আর্থিকভাবে অনগ্রসর ২)।


শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে। এর পাশাপাশি মাইনস ফোরম্যান কমপিটেন্সি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে এবং সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


সার্ভেয়র 


শূন্যপদ: ৫টি (সাধারণ ৩ তফসিরে উপজাতি ১ ওবিসি ১)।

 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে মাইনিং বা মাইনিং এন্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। সেই সঙ্গে মাইনস সার্ভেয়ার কম্পিটেন্সি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে এবং সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


মাইনিং মেট 


শূন্যপদ: ৫৫টি (সাধারণ ২৩, তফসিলি জাতি ৯, তফসিলি উপজাতি ১২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ৫)।


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস হতে হবে। সেইসঙ্গে বৈধ মাইনস মেট কম্পিটেন্সি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে এবং সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


ফায়ার অপারেটর (ট্রেনি) 


শূন্যপদ: ২৫ টি (সাধারণ ১২ তফসিলি জাতি ৩ উপজাতি ৫ ওবিসি ৩ আর্থিকভাবে অনগ্রসর ২)। এক্ষেত্রে শুধু পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য। 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় স্নাতক বা ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখায় ডিপ্লোমা সঙ্গে নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিসেস কলেজ থেকে সাব অফিসার কোর্স পাস করে থাকতে হবে অথবা ইনস্টিটিউট অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স থেকে গ্রাজুয়েটশিপ করে থাকতে হবে। এর পাশাপাশি বৈধ হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 


ফায়ারম্যান-কাম-ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি) 


শূন্যপদ: ৩৬ টি (সাধারণ ১৭, তফসিলি জাতি ৫, টপ শিলি উপজাতি ৭, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)। শুধু পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য। 


শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে সেইসঙ্গে বৈধ হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর পাশাপাশি হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং এ অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান (ট্রেনি) 

হেভি মোটর ভেহিকেল 


শূন্যপদ: ৩০ টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ৪, তফসিলি প্রজাতি ৬, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)। 


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে বৈধ হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স বা ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে। এর পাশাপাশি হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং-এ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হেভি আর্থ মুভিং মেসিনারি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।


মোট শূন্যপদের মধ্যে ৩১ টি প্রাক্তন সমর কর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


অপারেটর-কাম-টেকনিশিয়ান (ট্রেনি) 


মেকানিক্যাল 


শূন্যপদ: ১৫টি (সাধারণ ৬, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)। এরমধ্যে একটি শূন্যপদ অস্থি সংক্রান্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। 


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা। 


মেটালার্জি 


শূন্যপদ: ১৫টি (সাধারণ ৬, তফসিলি জাতি ২, তাফসিটি উপজাতি ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)। এর মধ্যে একটি শূন্যপদ শ্রবন সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। 


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে মেটালার্জি ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। 


ইলেকট্রিক্যাল 


শূন্যপদ: ৪০টি (সাধারণ ১৬, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৮, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে একটি করে শূন্য পদ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী ও একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে।

 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। 


সিভিল 


শূন্যপদ: ৫টি (সাধারণ ৩ তফসিলি উপজাতি ১ আর্থিকভাবে অনগ্রসর ১)। এর মধ্যে একটি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে। 


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। 


ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন 


শূন্যপদ: ৫টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)।


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।


মোট শূন্যপদের মধ্যে ১২ টি প্রাক্তন সমর কর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।


অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান (ট্রেনি) 


ফিটার 


শূন্যপদ: ৯টি (সাধারণ ৪, টক্সিটি জাতি ১, তফসিলি উপজাতি ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)। 


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে ফিটার ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে।

 

ইলেকট্রিশিয়ান

 

শূন্যপদ:  ১০টি (সাধারণ ৫, টপশিলি জাতি ১, তফসিলি উপজাতি ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)।  


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে। 


মেশিনিস্ট 


শূন্যপদ: ১২টি (সাধারণ ৬, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)। 


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস সঙ্গে মেশিনেস্ট ট্রেডে আইটিআই পাস হতে হবে।


মোট শূন্যপদের মধ্যে ৪টি প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। 


SAIL Recruitment 2022: বয়স সীমা 

প্রার্থীর বয়স ৩০-০৯-২০২২ তারিখে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অপারেটর-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেটর) পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর এবং অন্যান্য সব পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। 


SAIL Recruitment 2022: আবেদন ফি 

আবেদনের ফি বাবদ প্রার্থীকে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি) পদের ক্ষেত্রে ৭০০ টাকা (তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ২০০ টাকা)। অপারেটর-কাম-টেকনিশিয়ান মাইনিং ফোরম্যান, সার্ভেয়ার, ফায়ার অপারেটর ট্রেনি এবং অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি পদের ক্ষেত্রে ৫০০ টাকা (তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমল কর্মীদের ক্ষেত্রে ১৫০ টাকা)। বাকি সব পদের ক্ষেত্রে ৩০০ টাকা (তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমান কর্মীদের ক্ষেত্রে ১০০ টাকা)। ফি জমা দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা ব্যাংক চালান এর মাধ্যমে।


SAIL Recruitment 2022: বেতন ক্রম 

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি) পদের ক্ষেত্রে প্রথম বছরে প্রতিমাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় বছর থেকে প্রতি মাসে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা। অপারেটর-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেটর), মাইনিং ফোরম্যান এবং সার্ভেয়ার পদের ক্ষেত্রে ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা। মাইনিং মেট পদের ক্ষেত্রে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা। ফায়ার অপারেটর ট্রেনি এবং অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি পদের ক্ষেত্রে ট্রেনিংএর প্রথম বছরে প্রতি মাসে ১৬,১০০ টাকা এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে ১৮,৩০০ টাকা। বাকি সব শ্রেণি পদের ক্ষেত্রে ট্রেনিংএর প্রথম বছরে প্রতি মাসে ১২,৯০০ টাকা দ্বিতীয় বছরে প্রতি মাসে ১৫,০০০ টাকা।


SAIL Recruitment 2022: প্রার্থী বাছাই প্রক্রিয়া

প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। রাজ্যের পরীক্ষা কেন্দ্র কলকাতা। এছাড়া অন্যান্য কেন্দ্র গুলি হল রৌরকেলা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, কটক, রাঁচি, রায়পুর। পরীক্ষায় প্রশ্ন হবে জেনারেল অ্যাপ্টিটিউড এবং সংশ্লিষ্ট বিষয়ে। পরীক্ষার সময়সীমা দু'ঘণ্টা। এরপর ফায়ার অপারেটর ট্রেনি ও ফায়ারম্যান-কাম-ফায়ার ইঞ্জিন ড্রাইভার ট্রেনি পদের ক্ষেত্রে নেওয়া হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা। পরীক্ষায় থাকবে ১০ মিনিটে ১০০ মিটার সাঁতার, ১ মিনিটে ৬৫ কেজি ওজন ১০০ মিটার বয়ে নিয়ে যাওয়া এবং ফায়ার টেন্ডার ড্রাইভিং টেস্ট। বাকি পদের ক্ষেত্রে নেওয়া হবে স্কিল বা ট্রেড টেস্ট।


SAIL Recruitment 2022: কিভাবে আবেদন করবেন 

অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sail.co.in. আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের সময় প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের ফটো ৫০ কেবি সাইজের মধ্যে ও সই ২০ কেবি সাইজের মধ্যে এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করুন। সাবমিট করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন পরে কাজে লাগবে। 


বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রয়োজনীয় লিংক গুলি থেকে জেনে নিতে পারেন।


SAIL Recruitment 2022:  প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post