NABARD Recruitment 2022: নাবার্ড-এ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ! যোগ্যতা স্নাতক পাস

NABARD Recruitment 2022: নাবার্ড-এ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ! যোগ্যতা স্নাতক পাস

NABARD Recruitment 2022: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১৭৭ জন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে গ্রুপ 'বি' ক্যাটাগরিতে। 


NABARD Recruitment 2022: শূন্য পদের বিবরণ 

মোট শূন্যপদ ১৭৭ টি। 


১) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট 


শূন্যপদ: মোট শূন্যপদ ১৭৩ টি (সাধারণ ৮০, তফশিলি জাতি ২১, তফসিলি উপজাতি ১১, ওবিসি ৪৬, আর্থিকভাবে অনগ্রসর ১৫) এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ১২ টি পদ।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। 


২) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) 


শূন্যপদ: মোট শূন্যপদ ৪ টি (সাধারণ ৩, তফসিলি উপজাতি ১)। 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে হিন্দি এবং ইংরেজি বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে ইংরেজি বা হিন্দি মাধ্যমে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। অথবা মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক সেক্ষেত্রে স্নাতকে প্রধান বিষয় হিসেবে হিন্দি এবং ইংরেজি পড়ে থাকতে হবে। 

**উপরের সব ক্ষেত্রেই তফসিলি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে পাস নম্বর থাকলেই আবেদন করা যাবে। তবে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২০২২-এর ১ সেপ্টেম্বরের মধ্যে।


NABARD Recruitment 2022: বয়সসীমা 

প্রার্থীর বয়স ১-৯-২০২২ তারিখে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ১৯৮৭ সালের ২ সেপ্টেম্বরের আগে নয়, আর ২০০১ সালের ১ সেপ্টেম্বরের পরে নয়। তফশিলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।


NABARD Recruitment 2022: বেতন ক্রম 

বেতন প্রতিমাসে ১৩,১৫০ টাকা থেকে ৩৪,৯৯০ টাকা। বেসিক পে প্রতিমাসে ১৪,৬৫০ টাকা (দুটি অ্যাডভান্স ইনক্রিমেন্ট-সহ)।


NABARD Recruitment 2022: আবেদনের পদ্ধতি

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.nabard.org. আবেদনকরারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১৫ ই সেপ্টেম্বর থেকে ১০ ই অক্টোবর, ২০২২ পর্যন্ত।  


NABARD Recruitment 2022: পরীক্ষা পদ্ধতি

প্রার্থীদের অনলাইনে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং-এর ওপরে ১০০ নম্বর মাল্টিপল অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে ১০০ টি। উত্তর দিতে হবে ৬০ মিনিটে। এই পরীক্ষায় পাশ করলে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিচিউড, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ এবং ইংরেজি ভাষায় বর্ণনামূলত প্রশ্নের উত্তর দিতে হবে মেন পরীক্ষায়। এক্ষেত্রে মোট ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে।


১) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট

২) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) 


NABARD Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: ১৫ ই সেপ্টেম্বর, ২০২২।

আবেদন শেষের তারিখ: ১০ ই অক্টোবর, ২০২২।


NABARD Recruitment 2022:  প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post