Mazagon Dock Shipbuilders Recruitment 2022: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা মাজাগণ ডক শিপ বিল্ডার্স লিমিটেডে ফিটার, কম্পোজিট ওয়েল্ডার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে ১০৪১ জন কর্মী নিয়োগ হবে (Niyog Hobe)। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরো দু'বছর বাড়াতে পারে। কারা কোন ট্রেনে আবেদনের যোগ্য নিচে বিস্তারিত দেখুন।
Mazagon Dock Recruitment 2022: শূন্যপদের বিবরণ
মোট ১০৪১ টি। মোট শূন্যপদের মধ্যে ১১ টি করে শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী ও চলাফেরায় অসুবিধা এমন প্রার্থী এবং ১০ টি করে শূন্যপদ দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী এবং বৌদ্ধিক প্রতিবন্ধী ও একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত। এমন প্রার্থীরা ইউটিলিটি হ্যান্ড (স্কিলড), ইউটিলিটি হ্যান্ড (সেমি স্কিলড), ইলেকট্রিক ক্রেন অপারেটর, ডিজেল ক্রেন অপারেটর, সিকিউরিটি সিপাই, সেফটি এবং ফায়ার ফাইটার ছাড়া অন্য যেকোনো ট্রেডের শূন্যপদে আবেদন করতে পারবেন। নিচে শূন্যপদের বিস্তারিত বিবরণ দেওয়া হলো।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications):
Mazagon Dock Recruitment 2022: বয়স সীমা
উপরের সব পদের বেলায় ১-৯-২০২২ তারিখে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বয়স তফসিলিরা ৫, ওবিসিরা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তফসিলি হলে ১৫ ও ওবিসি হলে ১৩) বছরের এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
Mazagon Dock Shipbuilders Ltd: মূল বেতন
প্রার্থীদের শুরুতে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন। ৩ বছরের চুক্তিতে কাজ করতে হবে। তখন স্কিলড গ্রেড-I (আইডিএ ৫) ক্যাটাগরির ক্ষেত্রে মূল বেতন প্রতি মাসে ১৭,০০০ থেকে ৬৪,৩৬০ টাকা, সেমি স্কিল্ড গ্রেড-III (আইডিএ ৪) এ ক্যাটেগরির ক্ষেত্রে মূল বেতন প্রতি মাসে ১৬,০০০ থেকে ৬০,৫২০ টাকা, সেমি স্কিল্ড গ্রেড-I (আইডিএ ২) ক্যাটেগরির ক্ষেত্রে মূল বেতন প্রতি মাসে ১৩,২০০ থেকে ৪৯,৯১০ টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে এবং অভিজ্ঞতার ভিত্তিতে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ৫ নভেম্বর।
MDL Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.mazagondock.in. অনলাইন আবেদনের সময় প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। আবেদনের সময় একটি প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি লিখে রাখবেন, পরে কাজে লাগবে। আবেদনের সময় জেপিইজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করা প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের ফটো, সই এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
MDL Recruitment 2022: আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে হবে না। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা ভীম ইউপিআই অ্যাপের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া ই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন পরে কাজে লাগবে।
অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর পূরণ করা দরখাস্তেরও (সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম) এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য নিচে দেওয়া লিংকগুলি দেখুন।
Mazagon Dock Shipbuilders Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: ১২ই সেপ্টেম্বর, ২০২২।
আবেদন শেষের তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২২।
Mazagon Dock Shipbuilders Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন:
লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment