KMC Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে সমাজসেবা সংক্রান্ত কাজে অভিজ্ঞতা বা আগ্রহ থাকতে হবে।
KMC Recruitment 2022: বয়স সীমা
প্রার্থীর বয়স ১-১-২০২২ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি এবং ওবিসিদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছর মধ্যে হতে হবে।
KMC Recruitment 2022: বেতন
প্রতিমাসে ৪,৫০০ টাকা।
KMC Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না।
KMC Recruitment 2022: প্রার্থী বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ ও সমস্ত প্রমাণপত্র ও নথিপত্রের যাচাইয়ের মাধ্যমে। আবেদন করবেন নির্দিষ্ট বয়ানে। আবেদনপত্রের বয়ান ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট: www.nvm.gov.in থেকে। নিচে লিংক দেওয়া রয়েছে।
আবেদনপত্রের সঙ্গে দিতে হবে
- প্রার্থীর এক কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো ফটোটি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে দেবেন ও ফটোর উপর আড়াআড়িভাবে সই করে দেবেন।
- শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যায়িত নকল।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ডের স্ব-প্রত্যায়িত নকল।
- কাস্ট এবং ওবিসি সার্টিফিকেটের স্ব-প্রত্যায়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)।
- দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেটের স্ব-প্রত্যায়িত নকল।
- প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্রের স্ব-প্রত্যায়িত নকল।
- বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা স্বামীর নামের উল্লেখ আছে এমন সচিত্র পরিচয় পত্র, বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু-শংসাপত্র এবং বিবাহবিচ্ছিন্ন পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ নথিপত্রের স্ব-প্রত্যায়িত নকল।
প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা আবেদনপত্র ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে সরাসরি নির্দিষ্ট ঠিকানায় রাখা ড্রপবক্সে জমা দিতে হবে।
KMC Recruitment 2022: ঠিকানা
Municipal Commissioner, Kolkata Municipal Corporation, 5 S. N. Banerjee Road, Kolkata 700013.
আবেদনপত্র CMO বিল্ডিং-এর তৃতীয়তলে রাখা ড্রপবক্সে জমা দেবেন। বিশদ তথ্যের জন্য নিচের দেওয়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট-এর লিঙ্কগুলো দেখুন।
KMC Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment