KMC Recruitment 2022: কলকাতা সিটি NUHM সোসাইটি ন্যাশনাল আর্বান হেলথ মিশনের অধীন আর্বান প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে কাজের জন্য চুক্তিতে ১৮৬ জন স্টাফ নার্স নিয়োগ করা হবে (Niyog Hobe)। এই পদের বিজ্ঞপ্তি নম্বর: 04/Kolkata City NUHM Society/2022-23 Dated: 06-09-2022.
KMC Recruitment 2022: শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ ১৮৬ টি (সাধারণ ৮৫, তপশিলি জাতি ৩৭, তপশিলি উপজাতি ১০, ওবিসি-এ ক্যাটেগরি ১৭, ওবিসি-বি ক্যাটেগরি ১২, সাধারণ দৈহিক প্রতিবন্ধী ১৫, সাধারণ মেধাবী খেলোয়াড় ১০)।
.
KMC Recruitment 2022: যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জি এন এম (জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি) কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বিএসসি নার্সিং কোর্স পাসরাও আবেদনের যোগ্য। প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা
বয়স হতে হবে ১-১-২০২২ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থী সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
KMC Recruitment 2022: পারিশ্রমিক
প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ২৫০০০ টাকা।
KMC Recruitment 2022: প্রার্থী বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই করা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। তারপর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। শিক্ষাগত যোগ্যতার জন্য থাকবে ৪০ নম্বর। আর ইন্টারভিউয়ের জন্য থাকবে ৬০ নম্বর। ইন্টারভিউ এর সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত নকল নিয়ে যাবেন। এরপর মেধা তালিকা তৈরি হবে।
কীভাবে আবেদন করবেন
আবেদন করবেন নির্দিষ্ট বয়ানে। এছাড়া আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে: www.kmcgov.in পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দেবেন বয়স শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, নার্সিং এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাসপোর্ট/ভোটার কার্ড, আধার কার্ডের স্ব-প্রত্যায়িত নকল। আর এখনকার তোলা এক কপি পাসপোর্ট মাপের ফটো আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সাঁটার পর সই করবেন।
আবেদনপত্র পৌঁছানো চাই ২৬ সেপ্টেম্বরের বিকেল ৪ টে পর্যন্ত (ছুটির দিন বাদে) এই ঠিকানায়: Chief Municipal Head Officer/Secretary Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation, CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata - 700013.এছাড়াও আবেদনপত্র ভরা মুখবন্ধ খাম ড্রপবক্সে জমা দেবেন ওপরের ঠিকানায় ২৫৪ নম্বর রুমে।
যারা ই-মেইল করে আবেদনপত্র পাঠাতে চান তারা যাবতীয় প্রমানপত্র (আবেদনপত্রের ফর্ম-সহ) স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে ই-মেইল করবেন এই মেইল আইডিতে: application.kol.nuhm@gmail.com.
নিয়োগের বিজ্ঞপ্তি এবং আবেদন পত্র পেতে নিচে দেওয়া লিংকগুলি ক্লিক করুন।
KMC Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২২।
আবেদন শেষের তারিখ: ২৬ অক্টোবর, ২০২২।
KMC Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
আবেদনপত্র:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment