IOCL Trade Apprentice Recruitment 2022: ইন্ডিয়ান অয়েলের হলদিয়া ও দেশের অন্যান্য তৈলশোধনাগারে ১৫৩৫ শিক্ষানবিশ নিয়োগ (Niyog Hobe)!

IOCL Trade Apprentice Recruitment 2022: ইন্ডিয়ান অয়েলের হলদিয়া ও দেশের অন্যান্য তৈলশোধনাগারে ১৫৩৫ শিক্ষানবিশ নিয়োগ (Niyog Hobe)!

IOCL Trade Apprentice Recruitment 2022: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া ও দেশের অন্যান্য তৈলশোধনাগারে বিভিন্ন পদে ১৫৩৫ জন শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীরা নিচে দেওয়া সরাসরি লিংকে ক্লিক করে অনলাইন আবেদন করতে পারেন। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের সময়কাল ১ থেকে ২ বছর। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো।


IOCL Recruitment 2022: বিস্তারিত বিবরণ

পদের নাম: ট্রেড অ্যাপ্রেন্টিস


ট্রেড/ডিস্সিপ্লিন: কেমিক্যাল, ফিটার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, বয়লার, ইন্সট্রুমেন্টেশন ছাড়াও অ্যাকাউন্টেন্ট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদ অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা/ আই.টি.আই./বি.এ/ বি.এসসি/ বি.কম পাশ করে থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর ট্রেডের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে।

  

শূন্যপদের বিবরণ:


IOCL Trade Apprentice Recruitment 2022: বয়স সীমা

প্রার্থীর বয়স ৩০-০৯-২০২২ তারিখে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী  বয়সে ছাড় পাবেন।


IOCL  Recruitment 2022: কিভাবে আবেদন করবেন 

ইচ্ছুক প্রার্থীরা www.iocl.com  প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সংস্থার এই ওয়েবসাইটে গিয়ে: www.iocl.com নিচে লিংকগুলো দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর এক বছর ধরে চালু বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নাম্বার দিতে হবে।


IOCL Apprentice Recruitment 2022: প্রার্থী নির্বাচন পদ্ধতি 

প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, মেডিকেল ফিটনেস ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে।


IOCL Trade Apprentice Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু হয়: ২৪ সেপ্টেম্বর, ২০২২।
  • আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর, ২০২২।
  • অ্যাডমিট কার্ড ডাউনলোডের সম্ভাব্য তারিখ: ১ থেকে ৫ নভেম্বর, ২০২২।
  • লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৬ নভেম্বর, ২০২২।
  • ফলাফলের সম্ভাব্য তারিখ: ২১ নভেম্বর, ২০২২।
  • নথি যাচাইয়ের সম্ভাব্য তারিখ: ২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর, ২০২২।


IOCL Trade Apprentice Recruitment 2022:  প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post