Hoogly Anganwadi Worker Recruitment 2022: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সরাসরি পদোন্নতির মাধ্যমে রাজ্যে হুগলি জেলায় অঙ্গনওয়াড়ি (ICDS) কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পদোন্নতির মাধ্যমে চারটি আলাদা আলাদা মহকুমার অন্তর্গত ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
পদের নাম: অঙ্গনওয়াড়ি কর্মী।
মোট শূন্যপদ: ৫২৫ টি।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে।
স্থান: হুগলি , পশ্চিমবঙ্গ।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর, ২০২২।
Anganwadi Worker Recruitment 2022: সাব-ডিভিশন অনুযায়ী শূন্যপদ
আরামবাগ সাব-ডিভিশন- ৯৮ টি, হুগলি সদর সাব-ডিভিশন- ২১৭ টি, চন্দননগর সাব-ডিভিশন- ১২০ টি ও শ্রীরামপুর সাব-ডিভিশন- ৯০ টি। মোট ৫২৫ টি।
আরামবাগ সাব-ডিভিশন:
Anganwadi Worker Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে মাধ্যমিক পাশ অথবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে আবেদনকারীর অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার হিসাব করা হবে ১/৪/২০২২ পর্যন্ত।
Anganwadi Worker Recruitment 2022: বয়স সীমা
আবেদনকারীর বয়স ১/৪/২০২২ তারিখ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে হতে হবে।
Hoogly ICDS Recruitment: কিভাবে আবেদন করবেন
প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট: www.hoogly.nic.in থেকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। নিচের পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদন করবেন।
- সর্বপ্রথম চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর চাকরিপ্রার্থীদের যাবতীয় ব্যক্তিগত তথ্য দিয়ে অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- এরপর চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে।
- এরপর চাকরিপ্রার্থীদের নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
- এরপর আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্টার আউট করে রাখতে হবে।
Anganwadi Worker Recruitment 2022: প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মোট ৫০ নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা- ৩৫ নম্বরের (গনিত-১০ নম্বর, ইংরেজি- ১০ নম্বর, জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান ও মর্যাদা- ১০ নম্বর , সাধারণজ্ঞান- ৫ নম্বর), ৫ বছরের মধ্যে অভিজ্ঞতার ক্ষেত্রে প্রতি ৩ বছরের জন্য ৫ নম্বর এই ভিত্তিতে- সর্বাধিক ১০ নম্বর ও মৌখিক ৫ নম্বর। পরীক্ষার তারিখ সকল বৈধ প্রার্থীকে পরে জানানো হবে।
আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস লাগবে
- বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজের ফটোকপি।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- নিজস্ব সিগনেচার (সই)।
- জাতিগত শংসাপত্র যদি থাকে।
Anganwadi Worker Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু হয়: ১৫ সেপ্টেম্বর, ২০২২
- আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর, ২০২২
Anganwadi Worker Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
হুগলি সদর সাব-ডিভিশন বিজ্ঞপ্তি:
চন্দননগর সাব-ডিভিশন বিজ্ঞপ্তি:
আরামবাগ সাব-ডিভিশন বিজ্ঞপ্তি:
শ্রীরামপুর সাব-ডিভিশন বিজ্ঞপ্তি:
অনলাইন আবেদন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment