FCI Non Executive Recruitment 2022: শূন্যপদের বিবরণ
উত্তর অঞ্চল: শূন্যপদ ২৩৮৮টি (সাধারণ ১১৪৮টি, ওবিসি ৫৭২টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ১৯৭টি, তফসিলি জাতি ৪০১টি, তফসিলি উপজাতি ৭০টি)।
দক্ষিণ অঞ্চল: শূন্যপদ ৯৮৯টি (সাধারণ ৩৬৩টি, ওবিসি ৩০০টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ১০৯টি, তফসিলি জাতি ১৭৩টি তফসিলি উপজাতি ৪৪টি)।
পূর্বাঞ্চল: শূন্যপদ ৭৬৮ টি (সাধারণ ৩২৩টি, ওবিসি ১৫৬টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ৭৫টি, তফসিলি জাতি ১৪২টি, তফসিলি উপজাতি ৭২টি)।
পশ্চিমাঞ্চল: শূন্যপদ ৭১৩টি (সাধারণ ৩২০টি, ওবিসি ১৭৬টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ৫৯টি, তফসিলি জাতি ৬৬টি, তফসিলি উপজাতি ৯২টি)।
উত্তর-পূর্ব অঞ্চল: শূন্যপদ ১৮৫টি (সাধারণ ৭৫টি, ওবিসি ২৮টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ১৮টি, তফসিলি জাতি ১৯টি, তফসিলি উপজাতি ৪৫টি)।
FCI Non-Executive Recruitment 2022: যোগ্যতা
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে অথবা এক বছরের অভিজ্ঞতা সহ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ বয়স ২৮ বছর।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী থাকতে হবে অথবা এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল-এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ ২৮ বছর।
স্টেনো গ্রেড- II
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক হতে হবে। সেই সঙ্গে ইংরেজি টাইপিংয়ে ৪০ ডব্লিউ.পি.এম এবং শর্ট হ্যান্ডে ৮০ ডব্লিউ.পি.এম স্পীড থাকতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ ২৫ বছর।
এজি- III (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। সেইসঙ্গে কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ ২৭ বছর।
এজি- III (অ্যাকাউন্টস)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ বয়স ২৭ বছর।
এজি- III টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারে বি.এসসি. থাকতে হবে।
অথবা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বোটানি/জুওলজি/বায়ো-টেকনোলজি/বায়ো-কেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/ফুড সায়েন্স-এ বিএসসি থাকতে হবে।
অথবা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা এ.আই.সি.টি.ই. অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফুড সায়েন্স/ফুড সায়েন্স এন্ড টেকনোলজি/অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/বায়ো-টেকনোলজিতে বি.টেক./ বি.ই. হতে হবে। সবক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ ২৭ বছর।
এজি- III (ডিপোট)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ ২৭ বছর।
এজি- III (হিন্দি)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সরকারী অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি প্রধান বিষয় হিসেবে স্নাতক হতে হবে। ইংরেজি ট্রান্সলেশনে দক্ষ হতে হবে। সরকারী অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইংরেজি থেকে হিন্দি কিংবা হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেশনে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ ২৮ বছর।
FCI Non Executive Recruitment 2022: আবেদন ফি
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও পি.ডব্লিউ.বি.ডি ক্যাটেগরির প্রার্থীদের কোন ফি লাগবে না। প্রার্থীদের ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাংকিং/আই.এম.পি.এস/ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট/ইউ.পি.আই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে হবে।
FCI Non Executive Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের দুটি ধাপে ফেজ- l এবং ফেজ- ll পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড- ll পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে (ফেজ- ll) পেপার- lll পরীক্ষা (Skill Test) দিতে হবে।
বিভিন্ন জোনের পরীক্ষা কেন্দ্র গুলি নিচে দেওয়া হল-
FCI Non Executive Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment