Niyog Hobe: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ৫০৪৩ নন-এক্সিকিউটিভ নিয়োগ! বিস্তারিত জানুন

Niyog Hobe: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ৫০৪৩ নন-এক্সিকিউটিভ নিয়োগ! বিস্তারিত জানুন

FCI Non Executive Recruitment 2022: সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ৫০৪৩ জন নন-এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ অভিযানে নিয়োগ করা হবে জুনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার, জুনিয়র ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড- II, অ্যাসিস্ট্যান্ট গ্রেড- III (জেনারেল, অ্যাকাউন্টস, টেকনিকাল, ডিপোট, হিন্দি) পদগুলিতে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর,প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। চাকরি সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় লিংক গুলো নিচে দেওয়া আছে।


FCI Non Executive Recruitment 2022: শূন্যপদের বিবরণ

উত্তর অঞ্চল: শূন্যপদ ২৩৮৮টি (সাধারণ ১১৪৮টি, ওবিসি ৫৭২টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ১৯৭টি, তফসিলি জাতি ৪০১টি, তফসিলি উপজাতি ৭০টি)।


দক্ষিণ অঞ্চল: শূন্যপদ ৯৮৯টি (সাধারণ ৩৬৩টি, ওবিসি ৩০০টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ১০৯টি, তফসিলি জাতি ১৭৩টি তফসিলি উপজাতি ৪৪টি)।


পূর্বাঞ্চল: শূন্যপদ ৭৬৮ টি (সাধারণ ৩২৩টি, ওবিসি ১৫৬টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ৭৫টি, তফসিলি জাতি ১৪২টি, তফসিলি উপজাতি ৭২টি)।


পশ্চিমাঞ্চল: শূন্যপদ ৭১৩টি (সাধারণ ৩২০টি, ওবিসি ১৭৬টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ৫৯টি, তফসিলি জাতি ৬৬টি, তফসিলি উপজাতি ৯২টি)। 


উত্তর-পূর্ব অঞ্চল: শূন্যপদ ১৮৫টি (সাধারণ ৭৫টি, ওবিসি ২৮টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ১৮টি, তফসিলি জাতি ১৯টি, তফসিলি উপজাতি ৪৫টি)।


FCI Non-Executive Recruitment 2022: যোগ্যতা


জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)


শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে অথবা এক বছরের অভিজ্ঞতা সহ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।

বয়স সীমা: সর্বোচ্চ বয়স ২৮ বছর।


জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)


শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী থাকতে হবে অথবা এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল-এ ডিপ্লোমা থাকতে হবে।

বয়স সীমা: সর্বোচ্চ ২৮ বছর।


স্টেনো গ্রেড- II


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক হতে হবে। সেই সঙ্গে ইংরেজি টাইপিংয়ে ৪০ ডব্লিউ.পি.এম এবং শর্ট হ্যান্ডে ৮০ ডব্লিউ.পি.এম স্পীড থাকতে হবে।  

বয়স সীমা: সর্বোচ্চ ২৫ বছর।


এজি- III (জেনারেল)


শিক্ষাগত যোগ্যতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। সেইসঙ্গে কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে।

বয়স সীমা: সর্বোচ্চ ২৭ বছর।


এজি- III (অ্যাকাউন্টস) 


শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

বয়স সীমা: সর্বোচ্চ বয়স ২৭ বছর।


এজি- III টেকনিক্যাল) 


শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারে বি.এসসি. থাকতে হবে। 

অথবা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বোটানি/জুওলজি/বায়ো-টেকনোলজি/বায়ো-কেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/ফুড সায়েন্স-এ বিএসসি থাকতে হবে।

অথবা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা এ.আই.সি.টি.ই. অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফুড সায়েন্স/ফুড সায়েন্স এন্ড টেকনোলজি/অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/বায়ো-টেকনোলজিতে বি.টেক./ বি.ই. হতে হবে। সবক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

বয়স সীমা: সর্বোচ্চ ২৭ বছর।


এজি- III (ডিপোট) 


শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

বয়স সীমা: সর্বোচ্চ ২৭ বছর।


এজি- III (হিন্দি)


শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সরকারী অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি প্রধান বিষয় হিসেবে স্নাতক হতে হবে। ইংরেজি ট্রান্সলেশনে দক্ষ হতে হবে। সরকারী অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইংরেজি থেকে হিন্দি কিংবা হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেশনে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। 

বয়স সীমা: সর্বোচ্চ ২৮ বছর।


FCI Non Executive Recruitment 2022: আবেদন ফি

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও পি.ডব্লিউ.বি.ডি ক্যাটেগরির প্রার্থীদের কোন ফি লাগবে না। প্রার্থীদের ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাংকিং/আই.এম.পি.এস/ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট/ইউ.পি.আই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে হবে।


FCI Non Executive Recruitment 2022: নির্বাচন পদ্ধতি 

প্রার্থীদের দুটি ধাপে ফেজ- l এবং ফেজ- ll পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড- ll পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে (ফেজ- ll) পেপার- lll পরীক্ষা (Skill Test) দিতে হবে।


বিভিন্ন জোনের পরীক্ষা কেন্দ্র গুলি নিচে দেওয়া হল-




FCI Non Executive Recruitment 2022:  প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post