DRDO Recruitment 2022: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন-এর সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট(CEPTEM) এর তরফে বিভিন্ন ট্রেডে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- 'বি' ও টেকনিশিয়ান -'এ' পদে ১,৯০১ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কোন পদের জন্য যোগ্য নিচে দেখুন।
DRDO Recruitment 2022: ক্যাটেগরি ও পদ অনুযায়ী বিবরণ
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 'বি' ক্যাটেগরি
অ্যাগ্রিকালচার:
- অ্যাগ্রিকালচার বা অ্যাগ্রিকালচার সায়েন্সের ডিগ্রী কোর্স পাসরা যোগ্য।
- মোট শূন্যপদ ১০টি (সাধারণ শ্রেণি ৬, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ওবিসি ২)।
- পোস্ট কোড ০১০১।
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং:
- অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল (অটোমোবাইল) ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য।
- মোট শূন্যপদ ১৫ টি (সাধারণ শ্রেণী ৩, তফসিলি জাতি ৬, ওবিসি ৪, ইডব্লুএস ২)।
- পোস্ট কোড ০১০২।
বোটানি:
- বোটানি বিষয়ের ডিগ্রী কোর্স পাচরা যোগ্য।
- শূন্যপদ ৩টি (সাধারণ শ্রেণি ২, তফসিলি জাতি ১)।
- পোস্ট কোড ০১০৩।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং:
- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য।
- শূন্যপদ ৩৫ টি (সাধারণ শ্রেণী ১৯ টি, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ৩, ওবিসি ৮, ইডব্লুএস ২)।
- পোস্ট কোড ০১০৪।
কেমেস্ট্রি:
- কেমিস্ট্রির বা কেমিকেল সাইন্সের বিএসসি কোর্স পাসরা আবেদনের যোগ্য।
- শূন্যপদ ৫৮ টি (সাধারণ শ্রেণি ২৩, তফসিলি জাতি ১০, তফসিলি উপজাতি ৩, ওবিসি ১২, ইডব্লুএস ১০)।
- পোস্ট কোড ০১০৫।
সিভিল ইঞ্জিনিয়ারিং:
- সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্স পাসরা আবেদনের যোগ্য।
- শূন্যপদ ২৫ টি (সাধারণ শ্রেণী ৮, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ওবিসি ৭, ইডব্লুএস ৪)।
- পোস্ট কোড ০১০৬।
কম্পিউটার সায়েন্স:
- কম্পিউটার সায়েন্সের বিএসসি কোর্স পাসরা যোগ্য কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাসরাও যোগ্য ।
- শূন্যপদ ১৬৭টি (সাধারণ শ্রেণী ৭২, তফসিলি জাতি ২৫, তফসিলি উপজাতি ৫, ওবিসি ৪১, ইডব্লুএস ২৪)।
- পোস্টকোড ০১০৭।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং:
- ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য।
- শূন্যপদ ১৭ টি (সাধারণ শ্রেণী ৬, তফসিলি জাতি ৫, ওবিসি ৪, ইডব্লিউএস ২)।
- পোস্ট কোড ০১০৮।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং:
- ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য।
- শূণ্যপদ ৬৮টি (সাধারণ ২৯, তপশিলি জাতি ১৩, তফসিলি উপজাতি ৪, ওবিসি ১৮, ইডব্লুএস ৪)
- পোস্ট কোড ০১০৯।
ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং:
- ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য।
- শূণ্যপদ ৩১ টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ২, ওবিসি ১১, ইডব্লিউএস ৩)।
- পোস্ট কোড ০১১০।
ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং:
- ইলেকট্রনিক্স-এর বিএসসি কোর্স পাসরা যোগ্য ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য।
- শূন্যপদ ১৯২টি (সাধারণ ৮৩, তফসিলি জাতি ২০, তফসিলি উপজাতি ১৪, ওবিসি ৫২, ইডব্লিউএস ২৩)।
- পোস্ট কোড ০১১১।
ইন্সট্রুমেন্টেশন:
- ইন্সট্রুমেন্টেশনের বিএসসি কোর্স পাসরা যোগ্য ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরাও যোগ্য।
- শূন্যপদ ১৭টি (সাধারণ ৮, তফসিলি জাতি ১, ওবিসি ৫, ইডব্লিউএস ৩)।
- পোস্টকোড ০১১২।
লাইব্রেরী সায়েন্স:
- সায়েন্স শাখার ডিগ্রী কোর্স পাসরা লাইব্রেরী সায়েন্সের এক বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ২৩টি (সাধারণ ১১, তফসিলি জাতি ২, ওবিসি ৮, ইডাব্লুএস ২)।
- পোস্ট কোড ০১১৩।
ম্যাথমেটিক্স:
- অংকের বিএসসি কোর্স পাসরা যোগ্য।
- শূন্যপদ ১৩ টি (সাধারণ ৭, তফসিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লিউএস ২)।
- পোস্ট কোড ০১১৪।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং::
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন অটোমোবাইল, রেফ্রিজারেশন এয়ারকন্ডিশনিং বা মেনটেনেন্স স্পেশালিজেশন হিসাবে নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কোর্স পাসরাও যোগ্য।
- শূন্যপদ ২৯৪ টি (সাধারণ ১৩৫, তফসিলি জাতি ৪০, তফসিলি উপজাতি ২১, ওবিসি ৬০, ইডব্লিউএস ৩৮)।
- পোস্ট কোড ০১১৫।
মেটালার্জি:
- মেটালার্জি ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য।
- শূন্যপদ ২১টি (সাধারণ ৯, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ১, ওবিসি ৫, ইডব্লিউএস ১)।
- পোস্টকোড ০১১৬।
মেডিকেল ল্যাব টেকনোলজি:
- মেডিকেল ল্যাব টেকনোলজির ডিগ্রি কোর্স পাসরা যোগ্য সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা মেডিকেল ল্যাব টেকনোলজির দু বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য।
- শূণ্যপদ ১৬টি (সাধারণ ৮, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ২, ওবিসি ৪, ইডব্লিউএস ১)।
- পোস্ট কোড ০১১৭।
ফটোগ্রাফি:
- ফটোগ্রাফির বিএসসি কোর্স পাস কিংবা ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য।
- শূণ্যপদ ৮টি (সাধারণ ৬, ওবিসি ১, ইডব্লিউএস ১)।
- পোস্টকোড ০১১৮।
ফিজিক্স:
- ফিজিক্সের বিএসসি কোর্স পাসরা যোগ্য ফিজিক্স, কেমিস্ট্রি, অংক বা বায়োলজি বিষয় নিয়ে বিএসসি কোর্স পাসরাও যোগ্য।
- শূন্যপদ ৩২ টি (সাধারণ ১৫, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ২, ওবিসি ৬, ইডব্লিউএস ৬)।
- পোস্ট কোড ০১১৯।
প্রিন্টিং টেকনোলজি:
- প্রিন্টিং টেকনোলজির বিএসসি কোর্স পাসরা যোগ্য প্রিন্টিং টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাসরাও যোগ্য।
- শূন্যপদ ৫টি (সাধারণ ৪, ওবিসি ১)।
- পোস্ট কোড ০১২০।
সাইকোলজি:
- সাইকোলজির বিএসসি কোর্স পাসরা যোগ্য।
- শূণ্যপদ ১১টি (সাধারণ ৩, তফসিলি জাতি ৩, ওবিসি ৪, ইডব্লিউএস ১)।
- পোস্টকোড ০১২১।
টেক্সটাইল:
- টেক্সটাইল বা টেক্সটাইল কেমিস্ট্রির বিএসসি কোর্স পাসরা যোগ্য টেক্সটাইল কেমিস্ট্রি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরাও যোগ্য।
- শূন্যপদ ৫টি (সাধারণ ১, তফসিলি জাতি ৩, ওবিসি ১)।
- পোস্ট কোড ০১২২।
জুলজি:
- জুলজি-এর বিএসসি কোর্স পাসরা যোগ্য।
- শূন্যপদ ৯টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লিউএস ৩)।
- পোস্ট কোড ০১২৩।
বয়স সীমা
উপরের সব পদের বেলায় প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
বেতন ক্রম
মূল বেতন ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
টেকনিশিয়ান 'এ' ক্যাটেগরি
অটোমোবাইল:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে অটোমোবাইল ট্রেড-এর সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ৫টি (সাধারণ শ্রেণীর জন্য)।
- পোস্ট কোড ০২০১।
বুক বাইন্ডার:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে বুক বাইন্ডার বা অফসেট মেশিন অপারেটর কাম বুক বাইন্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ২০টি (সাধারণ ৭, তফসিলে জাতি ২, তফসিলি উপজাতি ৩, ওবিসি ৬, ইডাব্লিউএস ২)।
- পোস্টকোড ০২০২।
কার্পেন্টার:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ১২টি (সাধারণ ৪, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডাব্লুএস-১)।
- পোস্ট কোড ০২০৩।
সিএনসি অপারেটর:
- মাধ্যমিক পাস আইটিআই থেকে সিএনসি অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ৯টি (সাধারন ৪, ওবিসি ৫)।
- পোস্ট কোড ০২০৪।
কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ১৩৯টি (সাধারণ ৭৩, তফসিলি জাতি ১৬, তফসিলি উপজাতি ৮, ওবিসি ৩৩, ইডব্লিউএস ৯)।
- পোস্টকোড ০২০৫।
ড্রাফটসম্যান (মেকানিক্যাল):
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ড্রাফটসম্যান মেকানিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ৩৫ টি (জেনারেল সাধারণ ১৫, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ৩, ওবিসি ৮, ইডব্লুএস ৫)।
- পোস্ট কোড ০২০৬।
ডিটিপি অপারেটর:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ডেস্কটপ পাবলিশিং সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ৮টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ওবিসি ২)।
- পোস্ট কোড ০২০৭।
ইলেক্ট্রিশিয়ান:
- মাধ্যমিক পাস থেকে ইলেকট্রিশিয়ান ম্যান বা ইলেক্ট্রিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ১০৬ টি (সাধারণ ৪৭, উপজাতি ১৩, ওবিসি ২০, ইডব্লিউএস ৯)।
- পোস্ট কোড ০২০৮।
ইলেকট্রনিক্স:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স মেকানিক, রেডিও এন্ড টিভি মেকানিক, ব়্যাডার মেকানিক, আইটি এন্ড ইলেকট্রনিক্স সিস্টেম মেইনটেনেন্স বা মেন্ডটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ১১৩টি (সাধারণ ৬০, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৭, ওবিসি ২২, ইডব্লিউএস ১২)।
- পোস্ট কোড ০২ ০৯।
ফিটার:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ১২৭ টি (সাধারণ ৫১, তফসিলি জাতি ১৭, তফসিলি উপজাতি ১০, ওবিসি ৩০, ইডব্লিউএস ১৯)।
- পোস্টকোড ০২১০।
গ্রাইন্ডার:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে গ্রাইন্ডার মেশিনেস্ট গ্রাইন্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ৭ টি (সাধারণ ৫, ওবিসি ২)।
- পোস্ট কোড ০২১১।
মেশিনিস্ট:
- মাধ্যমিক পাস আইটিআই থেকে মেশিনেস্ট মেশিনেস্ট কম্পোজিট টুল এন্ড ডাইমেকার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ৮৯ টি (সাধারণ ৪০, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৫, ওবিসি ২২, ইডব্লিউএস ১০)।
- পোস্ট কোড ০২১২।
মেকানিক্যাল (ডিজেল):
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ডিজেল মেকানিক সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ৪ (সাধারণ)।
- পোস্ট কোড ০২ ১৩।
মিল রাইট:
- মাধ্যমিক পাস আইডিয়াই থেকে মেল রাইট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- ৮ টি সাধারণ।
- পোস্ট কোড ০২১৪।
মোটর মেকানিক:
- মাধ্যমিক পাস আইটিআই থেকে মোটর মেকানিক ট্রেড এর সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ১৩টি (সাধারন ৪, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লিউএস ৩)।
- পোস্ট কোড ০২১৫।
পেইন্টার:
- মাধ্যমিক পাস রা আইটিআই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্য পদ ৩টি (সাধারণ ১, ইডব্লিউএস ২)।
- পোস্ট কোড ০২১৬।
ফটোগ্রাফার:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ফটোগ্রাফি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্য পদ ১১টি (সাধারণ ৬, তফসিলি জাতি ৩, ওবিসি ২)।
- পোস্ট কোড ০২১৭ ।
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং:
- মাধ্যমিক পাস থেকে রেফ্রিজারেশন এন্ড এসি মেকানিক বা টেকনিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্য পদ ৮টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, ওবিসি ৩, ইডব্লিউএস ১)।
- পোস্টকোড ০২১৮।
শীট মেটাল ওয়ার্কার:
- মাধ্যমিক পাস রা আই টি আই থেকে সিট মেটাল ওয়ার্কার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্য পদ ১৪টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ৩, ওবিসি ৬) ।
- পোস্ট কোড ০২১৯।
টার্নার:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে টার্নার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- ৪৫টি (সাধারণ ১৭, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ৬, ওবিসি ১৩, ইডব্লিউএস ৫)।
- পোস্ট কোড ০২২০।
ওয়েল্ডার:
- মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য।
- শূন্যপদ ৫০টি (সাধারণ ২৮, ওবিসি ১২, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ৪, ইডব্লিউএস ১)।
- পোস্টকোড ০২২১।
বয়স সীমা
উপরের সব পদের বেলায় প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
বেতন ক্রম:
মূল বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
উপরের সব পদের বেলায় বয়স হতে হবে ২৩/০৯/২০২২ অনুযায়ী। তফসিলি, ওবিসি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, বিধবা ও সরকারি কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। চাকরি হবে ভারতের যে কোন জায়গায়।
DRDO Recruitment 2022: প্রার্থী বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই হবে কম্পিউটার-বেসড টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে দুটি পার্টে। টায়ার ১ ও টায়ার ২। প্রশ্ন হবে ইংরেজিতে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় প্রথম পার্টের পরীক্ষায় থাকবে ১২০ নম্বরের ১২০ টি প্রশ্ন এইসব বিষয়ে - কোয়ান্টিটেটিভ এবিলিটি /অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল সাইন্স। সময় থাকবে ৯০ মিনিট। এই পেপারে কোয়ালিফাই করলে দ্বিতীয় পার্টের পরীক্ষা হবে।
দ্বিতীয় পার্টের পরীক্ষায় থাকবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন। সময় থাকবে দেড় ঘন্টা। টেকনিশিয়ান 'এ' ক্যাটাগরির বেলায় প্রথম পার্টের পরীক্ষায় থাকবে ১২০ নম্বর এর ১২০ টি প্রশ্ন। প্রশ্ন হবে দুটি পার্টে। প্রথম পার্টে ৪০টি প্রশ্ন। প্রশ্ন হবে এইসব বিষয়ে- কোয়ানটিজেটিভ এবিলিটি /অ্যাটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাংগুয়েজ, জেনারেল সাইন্স। দ্বিতীয় পার্টে ৮০ টি। প্রশ্ন হবে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ওপর। সময় থাকবে ৯০ মিনিট। এই পেপারে কোয়ালিফাই করলে দু ঘন্টার ট্রেড টেস্ট। সব পার্টের পরীক্ষা হবে কম্পিউটার বেসড।
DRDO Recruitment 2022: পরীক্ষা কেন্দ্র
পরীক্ষা হবে এইসব কেন্দ্রে- কলকাতা, শিলিগুড়ি, ভুবনেশ্বর, গুয়াহাটি, রাঁচি, পাটনা, বারানসিতে। এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.drdo.org
DRDO Recruitment 2022: আবেদন করবেন কিভাবে
আবেদন করবেন অনলাইনে ৩ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। এজন্য বৈধ একটি email আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার আর বয়স, শিক্ষাগত, যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড, লেফট থাম্প ইম্প্রেশন ইত্যাদি প্রমাণপত্র জেপিইজি ফরমেটে স্ক্যান করে নেবেন। অনলাইনে আবেদন করার পর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
DRDO Recruitment 2022: আবেদন ফি
আবেদন ফি বাবদ ১০০ টাকা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং, ইউপিআই-এর মাধ্যমে জমা দেবেন। তফসিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পেতে নিচের লিংকগুলো দেখুন।
DRDO Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
কিভাবে আবেদন করবেন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment