Niyog Hobe: হাওড়া জেলায় ১৯১ জন আশা কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস

Niyog Hobe: হাওড়া জেলায় ১৯১ জন আশা কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস


CMOH Recruitment 2022: সম্প্রতি ১৯১ জন ASHA (অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট) কর্মী নেবে হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। নিয়োগ হবে জেলার সদর এবং উলুবেরিয়া মহকুমার অন্তর্ভুক্ত ব্লকে। শুধু বিবাহিত, আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর DHFWS/HOW/2250/22.


নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ

নিয়োগকাকারী সংস্থা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (CMOH), হাওড়া। 

পদের নাম: আশা (অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট)।

মোট শূন্যপদ: ১৯১টি।

আবেদন পদ্ধতি: অফলাইন।

কর্মস্থল:  হাওড়া।


CMOH Recruitment 2022: ব্লক অনুসারে শূন্যপদের বিবরণ

আমতা-১: ১৩টি, আমতা-২: ৬টি, বাগনান-১: ৭ টি, বাগনান-২: ৫টি, বালি জগাছা: ২০টি, ডোমজুড়: ৩৯ টি, জগৎবল্লভপুর: ২০টি, পাঁচলা: ১৮টি, সাঁকরাইল: ১৯ টি, শ্যামপুর-১: ৭টি, শ্যামপুর-২: ৫টি, উদয়নারায়নপুর: ৭টি, উলুবেরিয়া-১: ৯টি, উলুবেরিয়া-২: ১৬টি।  

যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট আবেদনপত্রে (নিচে পিডিএফ ফাইলের লিংক দেওয়া রয়েছে) শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) এবং অন্য কোন প্রাসঙ্গিক নথিপত্রের সমর্থনে শংসাপত্রের স্বাক্ষর যুক্ত আবেদন করতে পারেন।


CMOH Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা 


প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থীর যোগ্যতা বিবেচিত হবে। কোন স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড-১ বা গ্রেড-২ সদস্যা বা লিংক ওয়ার্কার হলে বা ধাইয়ের কাজে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। 


CMOH Recruitment 2022: বয়স সীমা

 প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। 


CMOH Recruitment 2022: প্রার্থী বাছাই প্রক্রিয়া

বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে মেধার ভিত্তিতে, ইন্টারভিউয়ের মাধ্যমে। 


CMOH Recruitment 2022: কিভাবে আবেদন করবেন


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদন পত্রের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে: www.unhealthy.gov.in (নিচে লিংক দেওয়া রয়েছে)। এছাড়াও আবেদনের ফর্ম সরাসরি সংগ্রহ করতে পারেন সংশ্লিষ্ট হেল্থ সাব সেন্টার, গ্রাম পঞ্চায়েত অফিস ও ব্লক প্রাইমারি হেলথ সেন্টার থেকে। আবেদনপত্র পূরণ করবেন যথাযথভাবে।


 পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দেবেন

প্রার্থীর তিন কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো। এর মধ্যে একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট স্থানে সেঁটে দেবেন। বাকি ফটোগুলি দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন। বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ডের স্ব প্রত্যায়িত নকল। শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের স্ব প্রত্যায়িত নকল। প্রার্থীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড বা রেশন কার্ডের স্ব প্রত্যায়িত নকল। 


বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট। বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে ডিভোর্স ডিক্রি এবং বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেটের স্ব প্রত্যায়িত নকল। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যপত্র বা প্রশিক্ষণপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কার হিসেবে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের স্ব প্রত্যায়িত নকল।


 কাস্ট বা ওবিসি সার্টিফিকেটের স্ব প্রত্যায়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)। প্রয়োজনীয় নথিপত্র-সহ দরখাস্ত ১৪ সেপ্টেম্বরের বিকেল ৫ টার মধ্যে সরাসরি জমা দিতে হবে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর অফিসে রাখা ড্রপবক্সে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন নিচে পিডিএফ ফাইলের লিংক দেওয়া রয়েছে।


CMOH Recruitment 2022:  প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


ডাউনলোড ফর্ম

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post