AWES Army Public School Teacher Recruitment 2022: সম্প্রতি আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES) দেশের ১৩৬ টি আর্মি পাবলিক স্কুলে শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা অনলাইন স্ক্রীনিং টেস্ট (OST)-এর মাধ্যমে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ হবে (Niyog Hobe) এইসব পদে- PGT, TGT ও PRT। এই পরীক্ষায় বসার জন্য অনলাইন আবেদন করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে।
পোস্ট গ্রাজুয়েট ট্রেন্ড টিচার (PGT) নিয়োগ করা হবে এই সব বিষয়ে- ইংরেজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, ইকোনোমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, ম্যাথমেটিক্স, ফাইন আর্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কম্পিউটার সায়েন্স, ইনফরমেটিকস, ফিজিক্যাল এডুকেশন।
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (TGT) নিয়োগ করা হবে এইসব বিষয়ে- সংস্কৃত, ইংরেজি, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন।
AWES Army Public School Teacher Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রাইমারি টিচার (PRT)
প্রার্থীকে মোট অন্তত ৫০% নম্বরসহ স্নাতক হতে হবে। সেই সঙ্গে ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বি এল এড অথবা ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পাস হতে হবে। এর পাশাপাশি সি-টেট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (TGT)
প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদের ইন্টিগ্রেটেড ব্যাচেলার ডিগ্রী কোর্স পাস হতে হবে। স্নাতক স্তরে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং সঙ্গে বি এড ডিগ্রী থাকতে হবে অথবা, অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রী সঙ্গে ৩ বছর মেয়াদের ইন্টিগ্রেটেড বিএড বা এম.এড কোর্স পাস অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সঙ্গে বিএড কোর্স পাস এর পাশাপাশি সি-টেট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
পোস্ট গ্রাজুয়েট ট্রেন্ড টিচার (PGT)
প্রার্থীকে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইন্টিগ্রেটেড এমএ বা এমএসসি কোর্স পাস হতে হবে অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে তিন বছর মেয়াদের বিএড বা এম এড কোর্স পাস করে থাকতে হবে অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সঙ্গে বি এড কোর্স পাস।
প্রার্থীরা সব ক্ষেত্রেই কম্পিউটার অ্যাপ্লিকেশন জানলে অগ্রাধিকার পাবেন। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এনসিটিই রেগুলেশন্ ২০০৯ অনুসারে, অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ বিপিএড বা বিপিই বা হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন বিএসসি সঙ্গে স্পোর্টস এ ডিগ্রী কোর্স পাস অথবা এনসিটিই রেগুলেশন্ ২০০৭ অনুসারে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ বিপিএড বা চার বছরের ইন্টিগ্রেটেড বিপিএড কোর্স পাস অথবা এনসিটিই রেগুলেশন্ ২০০২ অনুসারে, অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ বিপিএড বা ৫০ শতাংশ নম্বর সহ এমপিএড কোর্স পাস।
প্রাইমারি টিচার ও ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)
প্রার্থীকে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস। স্নাতকে অন্যতম বিষয় হিসেবে ফিজিক্যাল এডুকেশন পড়ে থাকতে হবে। জাতীয় বা রাজ্য বা আন্ত: বিশ্ববিদ্যালয় স্তরের স্বীকৃত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকলে স্নাতক স্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন। এন সি টি ই রেগুলেশনস ২০০৭ অনুসারে, যে কোন বিষয়ে স্নাতকরা স্কুল বা আন্ত: বিশ্ববিদ্যালয় স্তরের স্বীকৃত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকলে বা এনসিসি সি সার্টিফিকেট থাকলেও আবেদনের যোগ্য। অথবা মোট অন্তত ৪০ শতাংশ নম্বর সহ ফিজিক্যাল এডুকেশন এ স্নাতক অথবা অন্যতম বিষয় হিসেবে ফিজিক্যাল এডুকেশন নিয়ে স্নাতক অথবা তিন বছর মেয়াদের বিপিএড কোর্স পাস অথবা স্নাতক সঙ্গে আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকারী। সেই সঙ্গে এনসিসি 'সি' সার্টিফিকেট বা অ্যাডভেঞ্চার স্পোর্টস এর বেসিক কোর্স পাস করে থাকতে হবে। স্নাতক সঙ্গে স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস ম্যানেজমেন্ট বা স্পোর্টস কোচিং বা যোগ বা অলিম্পিক এডুকেশন বা স্পোর্টস জার্নালিজম বিষয়ে অন্তত এক বছরের প্রশিক্ষণ। সব ক্ষেত্রেই অন্তত এক বছর মেয়াদের বিপিএড কোর্স পাস করে থাকতে হবে।
AWES Army Public School Teacher Recruitment 2022: বয়স সীমা
প্রার্থীর বয়স ১.৪.২০২৩ তারিখে ৪০ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৫৭ বছরের মধ্যে হতে হবে। তাদের ক্ষেত্রে গত ১০ বছরের মধ্যে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
AWES Army Public School Teacher Recruitment 2022: পরীক্ষা পদ্ধতি
প্রাইমারি টিচার পদের পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় ও আন্তর্জাতিক সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ম্যাথমেটিক্স, ইংলিশ, হিন্দি, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলী এবং এডুকেশন সংক্রান্ত বিষয়ে।
ট্রেন্ড গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেন্ড টিচার পদের পরীক্ষায় অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলী, সংশ্লিষ্ট বিষয় এবং এডুকেশন সংক্রান্ত বিষয়ে। পরীক্ষায় মোট সময়সীমা তিন ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষার এডমিট কার্ড ২০ অক্টোবর থেকে ডাউনলোড করা যাবে।
অনলাইন স্ক্রীনিং টেস্ট (OST)-এর সম্ভাব্য তারিখ ৫ ও ৬ নভেম্বর। এই পরীক্ষায় সফল হলে দেশের সমস্ত সেনাবাহিনী পরিচালিত স্কুলে শিক্ষকতার যোগ্যতা অর্জন করা যাবে। তবে কোন ও ক্ষেত্রেই এই পরীক্ষায় সফল হলেই নিয়োগ পাবেন না। বিভিন্ন স্কুল তাদের প্রয়োজনমতো প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের বিজ্ঞাপন দিলে এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এই পরীক্ষার সার্টিফিকেট রেজাল্ট ঘোষণার পর থেকে তিন বছর পর্যন্ত বৈধ থাকবে। উল্লেখ্য প্রাইমারি ও ট্রেন্ড গ্রাজুয়েট টিচার পদের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা পরিচালিত টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) পাস না করে থাকলেও এই পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে।
**পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা, দুর্গাপুর ও শিলিগুড়ি।
AWES Army Public School Teacher Recruitment 2022: আবেদন প্রক্রিয়া
প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.awesindia.com. প্রার্থীর বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবেন অনলাইন আবেদনের সময় প্রার্থীর ফটো এবং সই, বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করবেন যথাযথভাবে। অনলাইন আবেদন করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত।
AWES Army Public School Teacher Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীকে আবেদন ফি বাবদ দিতে হবে ৩৮৫ টাকা। ফি জমা দেওয়া যাবে অনলাইনে ইউপিআই বা ডেবিট বা ক্রেডিট কার বা নেট ব্যাংকিং-এর মাধ্যমে। ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। আবেদনপত্র সাবমিট করার পর পূরণ করা আবেদনপত্রের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন পরে কাজে লাগবে।
AWES Army Public School Teacher Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন/অনলাইন আবেদন:
আবেদনপত্র:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment