Women Agniveer Recruitment 2022: রাজ্যে র‍্যালির মাধ্যমে আর্মিতে মহিলা অগ্নিবীর নিয়োগ

Women Agniveer Recruitment 2022: রাজ্যে র‍্যালির মাধ্যমে আর্মিতে মহিলা অগ্নিবীর নিয়োগ


Women Agniveer Recruitment 2022: রাজ্যে র‍্যালির মাধ্যমে আর্মিতে কয়েকশ মহিলা অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ করা হবে অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর জেনারেল ডিউটি পদে। র‍্যালি ১৯ ডিসেম্বর খড়গপুরের সেরসা স্টেডিয়ামে। কেবল অবিবাহিত মহিলারা র‍্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। 


এছাড়াও বিধবা বিবাহ বিচ্ছিন্না, আইনত স্বামী বিচ্ছিন্না মহিলারা সন্তান না থাকলে আবেদন করতে পারেন। যুদ্ধক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত সৈনিকদের স্ত্রীরা সন্তান থাকলেও এরা বিবাহ না করে থাকলে আবেদনের যোগ্য। র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.joinindianarmy.nic.in .


আবেদন করার সময় প্রার্থীর বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নম্বর জানাতে হবে। এই ই-মেইলে ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে এডমিট কার্ড পাঠানো হবে। এছাড়া ১৬ নভেম্বরের পর উপরোক্ত ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড ও করা যাবে। 


Women Agniveer Recruitment 2022: যোগ্যতা 

অগ্নিবির জেনারেল ডিউটি (উইমেন ইন কার অফ মিলিটারি পুলিশ):

 

প্রার্থীকে অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে। প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে পাস নম্বর থাকলেই আবেদন করা যাবে। ড্রাইভার পদে নিয়োগের ক্ষেত্রে বৈধ লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।

 

দৈহিক মাপজোক 


প্রার্থীর উচ্চতা ১৬২ সেমি, ভারতীয় গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৮ সেমি। বয়স ও উচ্চতা অনুসারে যথাযথ ওজন হতে হবে। রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াররা উচ্চতা এবং ওজনের যথাক্রমে একসেমি ও ৫ কেজি এবং সমরকর্মী প্রাক্তন সমর কর্মীর ক্ষেত্রে, যুদ্ধে নিহত সৈনিক, মৃত প্রাক্তন সমর কর্মীর বিধবা স্ত্রীর মেয়েরা, কর্মরত অবস্থায় মৃত সৈনিকের বিধবা স্ত্রী ওই ক্ষেত্রে যথাক্রমে দুই সেমি ও দু কেজি ছাড় পাবেন।


 Women Agniveer Recruitment 2022: বয়স সীমা

প্রার্থীর বয়স ১/১০/২০২২ তারিখে ১৭.৫ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। কর্মরত অবস্থায় মৃত সৈনিকের বিধবা স্ত্রীর বয়স ৩০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারেন। 


Women Agniveer Recruitment 2022: বেতনক্রম 

প্রথম বছরে প্রতিমাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরের প্রতি মাসে ৩৬,৫০০ টাকা এবং চতুর্থ বছরে প্রতিমাসে ৪০,০০০ টাকা।

চার বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে শর্তানুসারে চাকরির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীর সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পাবেন। বাকি ৭৫% অগ্নিবীর অবসরের পর যাতে বিকল্প জীবিকা খুঁজে নিতে পারেন সেজন্য আর্থিক অংকে বিশেষ সেবা নিধি প্যাকেজ দেওয়া হবে। তবে কোন পেনশন গ্রাচুইটি বা প্রাক্তন সমরকর্মীরা প্রাপ্য সুযোগ সুবিধা তারা পাবেন না। 


প্রার্থী বাছাই প্রক্রিয়া

প্রার্থী বাছাই করা হবে দৈহিক মাপজোক যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই, মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে জানুয়ারীতে। দৈহিক সক্ষমতার পরীক্ষার পরীক্ষায় থাকবে সর্বাধিক ৮ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়। আগে দৌ ড় শেষ করলে বোনাস নম্বর পাওয়া যাবে। ১০ ফুট লং জাম্প ও ৩ ফুট হাই জাম্প। দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষা নেওয়া হবে।


র‍্যালিতে সঙ্গে রাখবেন

র‍্যালিতে যোগদানের এডমিট কার্ড ও সেটির দুটি প্রত্যয়িত নকল, ২০ কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না। 


মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশনের এডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রতিটির দুটি প্রত্যয়িত নকল। মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণদের ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত এবং ব্লক এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাউন্টার সিগনেচার সহ ম্যাট্রিক্স সার্টিফিকেট ও মার্কসিট এবং সেগুলির দু কপি প্রত্যাহিত নকল।


 জন্মতারিখের প্রমাণ হিসেবে ডিস্ট্রিক্ট বার্থ রেজিস্ট্রেশন রিস্টারের রেজিস্টার এর কাছ থেকে নেওয়া জন্ম তারিখের সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নেওয়া ডোমিসিল সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল।


ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নেওয়া কাস্ট সার্টিফিকেট ও তার দু কপি প্রচারিত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)। কাস্ট সার্টিফিকেটে প্রার্থীর ধর্মের উল্লেখ না থাকলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিএম-এর অফিস থেকে নেওয়া রিলিজিয়ান সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল। প্রার্থী শেষ যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই স্কুল বা কলেজের প্রধানের থেকে নেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট ও তার ২ কপি প্রত্যয়িত নকল। 


গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যান এর কাছ থেকে নেওয়া ও সিলমোহরের ছাপ দেওয়া ক্যারেক্টর সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল। ছ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না। ১৮ বছরের নিচের প্রার্থীদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যান এর কাছ থেকে নেওয়া ও সিলমোহরের ছাপ দেওয়া আনম্যারেড সার্টিফিকেট ও তার দু কপি প্রত্যয়িত নকল।


সমরকর্মী, প্রাক্তন সমরকর্মীর মেয়ে, প্রাক্তন সমরকর্মীর বিধবার মেয়ে এবং যুদ্ধে নিহত সৈনিকের বিধবার মেয়েদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেকর্ড, অফিস থেকে নেওয়া বোনাফায়েড সার্টিফিকেট ও তার দুই কপি প্রত্যয়িত নকল। রিলেশনশিপ সার্টিফিকেটে স্বাক্ষরকারীর আর্মি নম্বর, রাঙ্ক ও নামের উল্লেখ থাকতে হবে।


সমরকর্মী, প্রাক্তন সমরকর্মীর মেয়ে, প্রাক্তন সমরকর্মীর বিধবার মেয়ে এবং যুদ্ধে নিহত সৈনিকের বিধবার মেয়েদের ক্ষেত্রে মূল ডিসচার্জ বুক এবং দশ টাকার স্ট্যাম্প পেপারে নেওয়া এফিডেভিট ও তার দু কপি প্রত্যয়িত নকল। এফিডেভিটে ফাস্ট ক্লাস বা এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সই থাকতে হবে।


এনসিসি সার্টিফিকেট থাকলে ও তার দু কপি প্রত্যয়িত নকল। খেলোয়ারদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের থেকে পাওয়া স্পোর্টস সার্টিফিকেট ও তার দুই কপি প্রত্যয়িত নকল। দশ টাকার স্ট্যাম্প পেপারে কোন নোটারি কাছ থেকে নেওয়া এফিডেভিট ও তার দু কপি প্রত্যয়িত নকল। এফিডেভিটে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে। আধার কার্ড ও প্যান কার্ড এবং সেগুলির প্রত্যয়িত নকল। প্রার্থীর ব্যাংক একাউন্টের সিঙ্গল পাসবুক ও তার প্রথম পৃষ্ঠার ২ কপি প্রত্যয়িত নকল।


মূল সার্টিফিকেট ও নথিপত্রগুলিও সঙ্গে রাখবেন। প্রয়োজনে তিন থেকে চার দিন র‍্যালি কেন্দ্রে থাকতে হতে পারে। নিজের ব্যবস্থায় উপযুক্ত প্রস্তুতি নিয়ে যাবেন। তথ্যের প্রয়োজনে কাজের দিন আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন কলকাতার আর্মি রিক্রুটিং অফিসের এই নম্বরে ০৩৩ ২২২৩ ৬৮৮১/ ০৩৩ ২২২৩ ৭১৫২।


Women Agniveer Recruitment 2022:  প্রয়োজনীয় লিঙ্ক


অফিসিয়াল নোটিফিকেশন: 

এখানে ক্লিক করুন


নতুন রেজিস্ট্রেশন: 

এখানে ক্লিক করুন


লগ ইন: 

এখানে ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইট: 

এখানে ক্লিক করুন



বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post