SSC Sub-Inspector Recruitment 2022: স্টাফ সিলেকশন কমিশন 'সাব-ইন্সপেক্টর ইন দিল্লী পুলিশ এন্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এক্সামিনেশন ২০২২' -এর মাধ্যমে ৪,৩০০ জন সাব-ইন্সপেক্টর নেবে ৫ কেন্দ্রীয় পুলিশ বাহিনী ও দিল্লী পুলিশ। যেসব বিভাগে নিয়োগ করা হবে- বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও দিল্লী পুলিশে। প্রবেশন পিরিয়ড থাকবে দু (২) বছরের জন্য।
SSC Sub-Inspector Recruitment 2022: শূন্য পদের বিবরণ
সাব-ইন্সপেক্টর (জেনারেল ডিউটি):
বর্ডার সিকিউরিটি ফোর্স
পুরুষ: মোট শূন্যপদ ৩৩৬ টি (সাধারণ ১৩৩, তফসিলি জাতি ৫৮, তফসিলি উপজাতি ২১, ওবিসি ১০৪, আর্থিকভাবে অনগ্রসর ২০)।
মহিলা: মোট শূন্যপদ ১৭ টি (সাধারণ ৭, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ৩৫ টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স
পুরুষ: মোট শূন্যপদ ৭৭ টি (সাধারণ ৩৩, তফশিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৫, ওবিসি ২১, আর্থিকভাবে অনগ্রসর ৭)।
মহিলা: মোট শূন্যপদ ৯টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ৯টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স
পুরুষ: মোট শূন্যপদ ৩০০৬টি (সাধারণ ১২১৭, তফসিলি জাতি ৪৫০, তফসিলি উপজাতি ২২৬, ওবিসি ৮১২, আর্থিকভাবে অনগ্রসর ৩০১)।
মহিলা: মোট শূন্যপদ ১০৬টি (সাধারণ ৪৩, তফসিলি জাতি ১৬, তফসিলি উপজাতি ৮, ওবিসি ২৯, আর্থিকভাবে অনগ্রসর ১০)। এর মধ্যে ৩১১ টি শুন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে।
ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স
পুরুষ: মোট শূন্যপদ ১৬২টি (সাধারণ ৬৬, তফসিলি জাতি ২২, তফসিলি উপজাতি ৯, ওবিসি ৫১, আর্থিকভাবে অনগ্রসর ১৪)।
মহিলা: মোট শূন্যপদ ২৯টি (সাধারণ ১২, তপশিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ১৯ টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে।
সশস্ত্র সীমাবল
পুরুষ: মোট শূন্যপদ ২১০টি (সাধারণ ৬৫, তফসিলি জাতি ৪৪, তফসিলি উপজাতি ২৪, ওবিসি ৫৬, আর্থিকভাবে অনগ্রসর ২১)।
মহিলা: মোট শূন্যপদ ৮টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ২১ টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে।
সাব-ইন্সপেক্টর এক্সিকিউটিভ:
দিল্লী পুলিশ
পুরুষ: মোট শূন্যপদ ২০৫টি। এর মধ্যে সাধারণ ৯১, তপশিলি জাতি ২৭, তফসিলি উপজাতি ১৬, ওবিসি ৪৮, আর্থিকভাবে অনগ্রসর ২৩। ১৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মী এবং ১২টি শূন্যপদ স্পেশাল ক্যাটাগরি ভুক্ত প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে।
মহিলা: মোট শূন্যপদ ১১২ টি (সাধারণ ৫১, তফসিলি জাতি ১৫, তফসিলি উপজাতি ৮, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর ১১।
SSC Sub-Inspector Recruitment 2022: যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:
সকল পদের ক্ষেত্রেই প্রার্থীকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। তবে দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর পদের পুরুষ প্রার্থীদের মোটরসাইকেল ও গাড়ি চালানোর বৈধ লাইট মোটর ভেহিকেল (এল.এম.ভি.) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
সকল পদের ক্ষেত্রেই ০১/০১/২০২২ তারিখে ২০ থেকে ২৫ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ০২/০১/১৯৯৭ থেকে ০১/০১/২০০২ তারিখের মধ্যে। বয়েসে তফসিলি-রা ৫, ওবিসি-রা ৩ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। দিল্লি পুলিশে নিয়োগের ক্ষেত্রে বিধবা, বিবাহবিচ্ছন্না এবং আইনত স্বামীবিচ্ছিন্না মহিলারা পুণর্বিবাহ না করে থাকলে ৩৫ (তফসিলিদের ক্ষেত্রে ৪০, ওবিসি হলে ৩৮) বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারেন।
SSC Sub-Inspector Recruitment 2022: বেতনক্রম
৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
SSC Sub-Inspector Recruitment 2022: প্রার্থী বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা ও মেডিকেল টেস্টের মাধ্যমে।
লিখিত পরীক্ষা:
প্রার্থী বাছাই করা হবে দুটি পর্যায়ে। প্রথম পেপারের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দৈহিক সক্ষমতার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এই পরীক্ষায় সফল হলে দ্বিতীয় পেপারের পরীক্ষায় বসার ছাড়পত্র পাওয়া যাবে। প্রথম ও দ্বিতীয় পেপারের পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতেই মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি পেপারে। প্রথম পেপারের পার্ট-এ তে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, পার্ট-বি তে জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট-সি তে কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ও পার্ট-ডি তে ইংলিশ কম্প্রিহেনসান বিষয়ক প্রশ্ন। প্রতি পার্টে ৫০ টি করে মোট ২০০ টি প্রশ্ন হবে। মোট নম্বর ২০০। সময় দু ঘন্টা। দ্বিতীয় পেপারে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনসান। মোট নম্বর ২০০। ২ ঘন্টার পরীক্ষা। উভয় পত্রেই অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং (০.২৫ নম্বর) হবে। কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে নভেম্বরে।
দৈহিক সক্ষমতার পরীক্ষা:
দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬ সেকেন্ড ১০০ মিটার দৌড়, ৬.৫ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়, ৩.৬৫ মিটার লং জাম্প, ১.২ মিটার হাই জাম্প, ৪.৫ মিটার শটপার্ট (১৬ পাউন্ড)। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে থাকবে ১৮ সেকেন্ড ১০০ মিটার দৌড়, ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়, ২.৭ মিটার লং জাম্প ও ০.৯ মিটার হাই জাম্প। লং জাম্প, হাই জাম্প ও শটপার্ট ইভেন্টে সর্বাধিক ৩ বার সুযোগ পাওয়া যাবে। প্রাক্তন সমরকর্মীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না।
দৈহিক মাপজোকের পরীক্ষা:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৭০ সেমি (গোর্খা, সিকিম বা উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলির পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ১৬৫ সেমি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি (তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি)। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেমি (গোর্খা, সিকিম বা পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ১৫৫ সেমি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫৪ সেমি)। সব ক্ষেত্রেই উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে।
দৃষ্টি শক্তি পরীক্ষা:
সকল পদের ক্ষেত্রেই প্রার্থীর দৃষ্টিশক্তি চশমা ছাড়া দূরের ক্ষেত্রে ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯ এবং কাছের ক্ষেত্রে ভালো চোখে N6 এবং খারাপ চোখে N9 হতে হবে। ভাঙা হাটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, ট্যারা দৃষ্টি, বর্ণান্ধতা দেবে শারীরিক বা মানসিক ত্রুটি থাকলে চলবে না। রং চেনার ক্ষমতা উচ্চ মানের হতে হবে।
SSC Sub-Inspector Recruitment 2022: আবেদন প্রক্রিয়া
অনলাইন আবেদন করতে হবে দুটি পর্যায়ে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.nic.in, প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ৩০ আগস্ট, ২০২২। আবেদন করার আগে রেজিস্ট্রেশন করাতে হবে। মনে রাখবেন, অনলাইন আবেদনের সময় প্রার্থীর JPEG ফরম্যাটে স্ক্যান করা রঙিন পাশপোর্ট ফটো (২০ থেকে ২৫ কেবি সাইজের মধ্যে) এবং সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। ১০/০৮/২০২২ তারিখ অনুসারে তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবেন। এগুলি ব্যবহার করে আবেদন করতে হবে। যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন তাদের আর নতুন করে রেজিস্ট্রেশনের দরকার নেই। পুরানো রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন আবেদন করা যাবে।
SSC Sub-Inspector Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীকে ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেওয়া যাবে অনলাইন-অফলাইন উভয় পদ্ধতিতেই। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ভিসা/মাস্টার কার্ড/মায়েস্ত্রো/রূপে ক্রেডিট বা ডেবিট কার্ড, ভীম ইউপিআই বা নেট ব্যাংকিং-এর মাধ্যমে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখায় চালানের মাধ্যমে অফলাইনে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২২। অফলাইনে ফি জমা দিতে চাইলে ৩০ আগস্ট রাত এগারোটার মধ্যে। চালান ডাউনলোড করবেন। অনলাইনে ফি জমা দিলে ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবেন। মহিলা প্রার্থী, তাফসিলি জাতি ও উপজাতি এবং প্রাক্তন সামরকর্মীদের ফি লাগবে না।
আবেদনে পছন্দের ক্রমানুসারে পদের কোড, শিক্ষাগত যোগ্যতা এবং সাবজেক্ট কোড লিখতে হবে। বিশদ তথ্যের জন্য দেখুন অফিসিয়াল নোটিফিকেশন।
SSC Sub-Inspector Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন:
লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
বি.দ্র.:- উপরে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো বিভিন্ন সর্বভারতীয় চাকরির পত্রিকা বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আমরা কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোন নিয়োগ প্রক্রিয়ার চুক্তি করি না। চাকরিপ্রার্থীদের আবেদন করবার পূর্বে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ এবং আবেদন প্রক্রিয়ার অবগতির জন্য সংশ্লিষ্ট বিভাগ/কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তৃতীয় ব্যক্তি বা ওয়েবসাইটের দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনো ভাবেই দায়ী নয়।
Post a Comment