Indian Army Recruitment 2022: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে এনসিসি পাশ করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনে 'এনসিসি স্পেশাল এন্ট্রি স্ক্রিমে' ৫৩তম কোর্সে ৫৫ জন অবিবাহিত ছেলেমেয়ে নিয়োগ করা হবে। এর মধ্যে ছেলেদের জন্য ৫০টি ও মেয়েদের জন্য ৫টি পদ রয়েছে। যুদ্ধে আহত পরিবারের ছেলেমেয়েদের জন্য যথারীতি সিট সংরক্ষিত।
Indian Army Recruitment 2022: যোগ্যতা
যেকোনো শাখার স্নাতকরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে প্রার্থীরা আবেদন করতে পারেন। ডিগ্রী কোর্সের তৃতীয় বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারেন। তবে তাদের বেলায় প্রথম দু বছরে অন্তত ৫০% নম্বর পেয়ে থাকতে হবে। এনসিসির সিনিয়র ডিভিশনে অন্তত দু'বছর থাকার পর 'সি' সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড থাকা দরকার।
Indian Army Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে ০১/০১/২০২৩ এর হিসাবে এর হিসাবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ০২/০১/১৯৯৮ থেকে ০১/০১/২০০৪ এর মধ্যে।
Indian Army Recruitment 2022: বেতনক্রম
শুরুতে ৪৯ সপ্তাহের ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে। তখন স্টাইপেন্ড পাবেন। ক্যাডেট ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন মাসে ৫৬,১০০ টাকা সফল হলে লেফটেন্যান্ট র্যাঙ্কে শর্ট সার্ভিস কমিশনে চাকরি। তখন ছয় মাস প্রবেশনে থাকতে হবে। মোট ১০ বছরের চাকরি যা আরও চার বছর পর্যন্ত বাড়তে পারে।
কিভাবে আবেদন করবেন
Indian Army Recruitment 2022: প্রার্থী বাছাই প্রক্রিয়া
দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের গ্রুপ টেস্ট, ইন্টারভিউ ও সাইকোলজিক্যাল টেস্টের কল লেটার পাঠানো হবে। পাঁচ দিনের পরীক্ষা হবে এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, কাপুরথানায়। সফল হলে ডাক্তারি পরীক্ষা।
প্রার্থী বাছাই পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যাবেন
১) এখনকার তোলার গেজেটেড অফিসারের প্রত্যয়িত করা এক কপি পাসপোর্ট মাপের ফটো (দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে)।
২) ডিগ্রী কোর্স পাশের মার্কশিটের প্রত্যয়িত নকল।
৩) এনসিসির সি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
৪) মাধ্যমিক পাশের সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
আরো বিস্তারিত তথ্য পেতে নিচের লিংকগুলো দেখুন।
Indian Army Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
নতুন রেজিস্ট্রেশন:
লগ ইন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment