BSF Recruitment 2022: সম্প্রতি ১৩১২ জন হেড কনস্টেবল নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। নিয়োগ করা হবে রেডিও অপারেটর ও রেডিও মেকানিক ট্রেডে। পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। এটি প্রাথমিকভাবে একটি অস্থায়ী নিয়োগ হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
BSF Recruitment 2022: শূন্যপদের বিবরণ
রেডিও অপারেটর: শূন্যপদ ৯৮২ টি (সাধারণ ৩২১, তফসিলি জাতি ১৩১, তফসিলি উপজাতি ১১০, আর্থিকভাবে অনগ্রসর ৪২০)।
রেডিও মেকানিক: শূন্যপদ ৩৩০ টি (সাধারণ ৪৩, তফসিলি জাতি ৭৭, তফসিলি উপজাতি ৪৯, ওবিসি ১০০, আর্থিকভাবে অনগ্রসর ৬১)।
BSF Recruitment 2022: যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
রেডিও অপারেটর: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল হতে হবে। সেই সঙ্গে রেডিও এন্ড টেলিভিশন বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বা ডেটা প্রিপারেশন এন্ড কম্পিউটার সফটওয়্যার বা জেনারেল ইলেকট্রনিক্স বা ডাটা এন্ট্রি অপারেটর ট্রেডে দু বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
অথবা, উচ্চমাধ্যমিক বা সমতুল। সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ও অংক পড়ে থাকতে হবে এবং তিনটি বিষয়ে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
রেডিও মেকানিক: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল হতে হবে। সেইসঙ্গে রেডিও এন্ড টেলিভিশন বা জেনারেল ইলেকট্রনিক্স বা কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বা ডেটা প্রিপারেশন এন্ড কম্পিউটার সফটওয়্যার বা ইলেক্ট্রিশিয়ান বা ফিটার বা ইনফো টেকনোলজি এন্ড ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেনেন্স বা কমিউনিকেশন রিকুমেন্ট মেইন্টেনেন্স বা কম্পিউটার হার্ডওয়ার বা নেটওয়ার্ক টেকনিশিয়ান বা মেট্রনিক্স বা ডাটা এন্ট্রি অপারেটর ট্রেডে দু বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
অথবা, উচ্চমাধ্যমিক বা সমতুল। সে ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ও অংক পড়ে থাকতে হবে এবং তিনটি বিষয়ে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
দৈহিক মাপজোক
উচ্চতা: পুরুষদের ক্ষেত্রে ১৬৮ সেমি (গোর্খাদের ক্ষেত্রে ১৬৫ সেমি এবং তফসিলি উপজাতি ও আদিবাসীদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি)। মহিলাদের ক্ষেত্রে ১৫৭ সেমি, গোর্খাদের ক্ষেত্রে ১৫৫ সেমি এবং তফসিলি উপজাতি ও আদিবাসীদের ক্ষেত্রে ১৫৪ সেমি।
বুকের ছাতি: শুধু মাত্র পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি (উপজাতি ও আদিবাসীদের ক্ষেত্রে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি)। উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে।
BSF Recruitment 2022: বয়স সীমা
১৯/৯/২০২২ তারিখে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ওবিসিরা ৩ বছরের এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে ছাড় পাবেন।
BSF Recruitment 2022: বেতনক্রম
২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
BSF Recruitment 2022: আবেদন ফি
- সাধারণ, ওবিসির, আর্থিকভাবে অনগ্রসর - ১০০ টাকা।
- তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মীর - কোনো আবেদন ফি লাগবে না।
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://rectt.bsf.gov.in. প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিশদ জানতে নিচের লিংকগুলো দেখুন।
BSF Recruitment 2022: প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন:
অনলাইন আবেদন:
অফিসিয়াল ওয়েবসাইট:
Post a Comment